অসাধারণ ছুটিসহ অন্যান্য ছুটিকালীন সময়ের সুযোগ সুবিধাসমূহ।

সংস্থাপন বিভাগের স্মারক নং ইডি (রেগ-৪) ২০২/৮৩-৩৯ তাং ১০-০৫-১৯৮৩ ইং মোতাবেক একজন সরকারী কর্মচারী ছুটি কালীন সময়ে যে সমস্ত সুবিধাদি পাওয়ার অধিকারী তাহা নিম্নে বর্ণনা করা হইল:

(ক) অবসর প্রস্তুতি ছুটিসহ ছুটিকালীন সময়ে যে সমস্ত সুযোগ সুবিধা পাইবেন:

একজন সরকারী কর্মচারী অবসর প্রস্তুতি ছুটিসহ গড় বেতনে, অর্ধগড় বেতনে বা অসাধারণ ছুটি কালীন সময়ে নিম্নোক্ত সুবিধাদি পাইবেন:

১। অসাধারণ ছুটিকালীন সময় ব্যতীত অন্যান্য ছুটি কালীন সময়ে ছুটি কালীন বেতন।

২। বাড়ি ভাড়া পূর্ণ হারে।

৩। অবসর প্রস্তুতি ছুটিকালীন সময় ব্যতীত অন্যান্য ছুটি কালীন সময়ে ছুটির মেয়াদ এক মাসের অধিক না হইলে সরকারী খরচে পত্রিকার সুবিধা।

৫। চিকিৎসা ভাতা পূর্ণ হারে।

(খ) অবসর প্রস্তুতি: ছুটিসহ ছুটিকালীন সময়ে যে সমস্ত সুবিধাদি পাইবেন না:

১। ভ্রমণ ভাতা ও যাতায়াত ভাতা

২। অর্ডারলি, আপ্যায়ন ভাতা বা খরচ।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।