গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল (Schedule of Rates) – ২০২২ সংক্রান্ত।

কোটেশন পদ্ধতিতে দরপত্র বা উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহবান করা হলে কোন পূর্তকাজের প্রাক্কলন প্রস্তুতে গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল ব্যবহার করা হয়। গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল (Schedule of Rates) – ২০২২ ব্যবহার করে সরকারি কেনাকাটা করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ

অর্থ মন্ত্রণালয় ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ 

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৫৫.১৪.০০১.২০-৩৮৫ তারিখ: ২১ জুন ২০২২ খ্রিস্টাব্দ

বিষয়ঃ গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল (Schedule of Rates) – ২০২২ সংক্রান্ত।

সূত্রঃ: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পত্র নং- ২৫.০০.০০০০.০৩১.১৪.০০৩.২০২২-০৭৯, তারিখ: ২৮/০২/২০২২

উপযুক্ত বিষয় ও সূত্ৰোস্থ পত্রের প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা/সম্পাদনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কারিগরী কমিটি কর্তৃক সুপারিশকৃত গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল-২০২১ বাস্তবায়নে নিম্নোক্ত শর্তে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলােঃ 

শর্তাবলীঃ 

ক) এ দর তফসিল “গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল-২০২২ (Part-A-Civil Works’; Part-B-Electro Mechanical Works’; Part-C–Retrofitting’;)” নামে অভিহিত হবে;

খ) সময়ে সময়ে অর্থ বিভাগ কর্তৃক পুনঃনির্ধারণকৃত দর উপযুক্ত Schedule of Rates এর ক্ষেত্রেও প্রযােজ্য হবে;

গ) দর তফসিলের অন্তর্ভুক্ত আইটেমসমূহের ক্ষেত্রে সময়ে সময়ে জাতীয় রাজস্ব বাের্ড কর্তৃক নির্ধারিত মূল্য সংযােজন কর (ভ্যাট), আয়কর, শুল্ক ও অন্যান্য ডিউটি প্রযােজ্য হবে;

ঘ) আইটেম সমূহের স্পেসিফিকেশেন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এবং দেশে প্রচলিত অন্যান্য কোডসমূহ অনুসরণ করতে হবে;

ঙ) দর তফসিল অনুযায়ী প্রাক্কলন প্রণয়ন ও অন্যান্য কাজ সম্পাদনে জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস (জিএফআর), পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮-সহ যাবতীয় আর্থিক বিধি-বিধান প্রতিপালন করতে হবে।

চ) বিশেষ কোন কাজের ক্ষেত্রে বর্তমান দর তফসিল বহির্ভূত কোন আইটেম ব্যবহারের প্রয়ােজন হলে দপ্তর/সংস্থা প্রধানের অনুমতি সাপেক্ষে প্রচলিত বাজার দর অনুযায়ী উক্ত আইটেমের বিশ্লেষণী দর অর্থ বিভাগের সর্বশেষ আর্থিক ক্ষমতা অর্পণ অনুযায়ী অনুমােদন করা যাবে।

২। উপরিউক্ত দর তফসিল আগামী ০৩ (তিন) বছর বহাল থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

(চৌধুরী আশরাফুল করিম)

সিনিয়র সহকারী সচিব

ফোন: ০২-২২৩৩৫৬০৩৭ 

ই-মেইল: [email protected]

 

সচিব 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

 

গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল (Schedule of Rates) – ২০২২ সংক্রান্ত: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *