বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক গর্ভবতী ভাতা প্রদান করা হয়ে থাকে। মূলত এটি দরিদ্র নারীদের জন্য একটি সামাজিক নিরাপত্তা স্কীম যা মা ও শিশু পুষ্টি চাহিদা ও গর্ভকালীন সেবা যত্নের জন্য একটি প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্য প্রদান করা হয়।

আরও একটু বিস্তরভাবে বলা যায় যে, শহর এলাকার দরিদ্র কর্মজীবী দুগ্ধদায়ী মা এবং তাঁদের শিশু- দের সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে সার্বিক জীবন যাত্রার মান উন্নয়ন ও কর্মজীবী উপকারভোগী দরিদ্র মা’দেরকে ০৩ (তিন) বছর (দুই সন্তানের ক্ষেত্রে) ব্যাপি প্রতিমাসে ৮০০/-টাকা করে ভাতা প্রদান করা হয়। দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী ২০১১

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী ২০২৪

বাজেট বরাদ্দ সাপেক্ষে সোনালী ব্যাংক এ মাতৃত্বকাল ভাতা নামের একাউন্টে জমা প্রদান করা হয়। পরবর্তীতে ভাতাভোগীদের মাঝে ভাতার অর্থ প্রেরণের লক্ষ্যে জেলা উপজেল উপজেলা মহিলা বিষয়ক কমর্কতা ও উপজেলা নিবাহী অফিসার যৌথ স্সাক্ষরে পরিচালিত মাদার একাউন্ট হতে স্ব-স্ব ভাতা ভোগীদের নামে (১০ টাকার হিসাব খোলা হয়) সংশ্লিষ্ট ব্যাংকে একাউন্ট পেয়ী চেকের মাধ্যমে প্রেরণ করা হয়। নির্বাচিত উপকারভোগী প্রতিজন ১ম অথবা ২য় গর্ভধারনকালের যে কোন একবার মোট ২ বছর মেয়াদের জন্য ভাতা ও প্রশিক্ষণ সেবা পাবে। নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জনপ্রতি ৮০০.০০ (আটশত টাকা) হারে ভাতাভোগীদের নিজস্ব ব্যাংক হিসাবে ৬ মাস পর পর মোট ২৪ মাসের অর্থ প্রদান করা হয়। এ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে আবেদন ফরমে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বরাবর আবেদন করতে হয়। Matritokal vatar abedon potr.docx

গর্ভবতী ভাতা প্রাপ্তির জন্য কাগজপত্র ২০২৪

২০২২-২০২৩ অর্থ বছরে দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর আওতায় নতুন উপকার ভোগী নির্বাচন করা হবে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, গর্ভ করন বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট হতে সনদসহ সকাল আবেদন পরবর্তী সময়ে যোগাযোগ করতে হবে। ইউনিয়ন গর্ভবতী কার্ড এর মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে ইউপিতে গর্ভবতী ভাতা প্রদান করা হয়।

মাতৃত্বকালীন ভাতা ভোগী হওয়ার শর্তাবলী ২০২৪

  1. প্রথম বা দ্বিতীয় গর্ভ ধারন কাল হতে হবে।
  2. বয়স ২০ হতে ৩৫ বছরের মধ্যে।
  3. দরিদ্র, প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন।
  4. মোট মাসিক আয় ১৫০০ টাকা নিম্নে।
  5. কেবল বসত বাড়ী রয়েছে বা অন্যের জায়গায় বসবাস করে।
  6. উপকার ভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই ২০২৩ উপকার ভোগীকে অবশ্যই ৫ মাস গর্ভবর্তী থাকতে হবে।

আবেদন করলেই আপনি ভাতা পাবেন ব্যাপারটি এমন নয়। আবেদনপত্র ও শর্তাবলী অনুসারে কমিটির বিবেচনা সাপেক্ষে আবেদন মঞ্জুর ও ভাতা প্রদান করা হবে। পল্লী মাতৃকেন্দ্র সুদমুক্ত ঋণ ২০২৩ । ৪৯২ টি উপজেলায় প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে

মাতৃত্বকালীন ভাতা তালিকা ২০২৪

মাতৃত্বকালীন ভাতা

ইউপি বা পৌর সভা তাদের নোটিশ বোর্ড ও ইউপি ওয়েবসাইটে এমনভাবে তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুসারে ভাতা তাদের নিজ ব্যাংক একাউন্ট এবং মোবাইল ব্যাংকিং এ নিজ হাতে চলে আসে।

শিশু ভাতা অনলাইন আবেদন ২০২৪

পল্লী অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত গর্ভবতী মহিলাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের আর্থিক ও সামাজিক সুরক্ষা দেয়ার জন্য ২০০৭-০৮ অর্থবছর হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি গ্রহন করেছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এই কর্মসূচিটি বাস্তবায়িত হয়ে আসছে।এই কর্মসূচি বাস্তবায়নে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা বা উপকারভোগীর প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন Strengthening Public Financial Management for Social Protection (SPFMSP) শীর্ষক প্রকল্পের আওতায় এই MIS টি তৈরি হয়েছে যা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং কর্মসূচির সাথে সংশ্লিস্টগণ ব্যবহার করেন। ম্যানুয়াল আবেদন ফরম সংগ্রহ করুন এখানে ক্লিক করে

একই সিস্টেমের মাধ্যমে বহু সংখ্যক ভাতা সংক্রান্ত কর্মসূচি ব্যবস্থাপনা করার সুবিধা রয়েছে। ডিজিটাল উপায়ে ভাতার আবেদন, আবেদন মঞ্জুরীর কার্যপ্রবাহ (প্রাথমিক বাছাই, ডাবল ডিপিং যাচাইকরণ, অগ্রাধিকারকরণ, মাঠ পর্যায় যাচাইকরণ এবং চূড়ান্ত বাছাই), ভাতাভোগীর কার্ড প্রিন্ট, প্রশিক্ষণ, অভিযোগ, ভাতা সংক্রান্ত বাজেট এবং ব্যয়িত অর্থের তথ্য ব্যবস্থাপনা বিভিন্ন রকম রিপোর্ট ও বিশ্লেষণধর্মী পরিসংখ্যান একটিমাত্র ওয়েবসাইটের মাধ্যমে করা হয়ে থাকে। অনলাইনে ২০২২-২৩ অর্থ বছরের আবেদনের জন্য অপশন এখনও খোলা হয়নি। নতুন আবেদন করতে এখানে ক্লিক করুন: অনলাইন আবেদন

বি:দ্র: ২০২৩-২৪ সিলেক্ট করে নতুন আবেদন সম্পন্ন করুন। তবে পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুন: আবেদন করার প্রয়োজন নেই।

 

 

দরিদ্র নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান হার ও মেয়াদ সীমা ২০২৪ । শিশু ভাতা কত টাকা দেয়?

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3063 posts and counting. See all posts by admin

93 thoughts on “গর্ভবতী ভাতা কত টাকা ২০২৪ । শিশু ভাতার জন্য কখন আবেদন করতে হয়?

  • সাধারন মানুষ বিষয়টি অবহিত হলে অনেক উপকৃত হবে।

  • একটাকা পাইনি তবে আমি এখন কি করব

  • জুলাই মাস দেখুন অতপর ইউপিতে যোগাযোগ করুন।

  • এত টাকা খরচ করে আবেদন করলাম অথচ কার্যকরী হলো না এটা একটা ভুয়া কার্যক্রম

  • ভূয়া কার্যক্রম না। আমার জানামতে অনেক লোক পেয়েছে। আর আপনি কেন টাকা খরচ করতে যাবেন? ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন। ব্যাস শেষ। কাউকে কোন টাকা দিবেন না। যদি কমিটি আপনার আয় এবং কাগজপত্র দেখে মনে করে যে আমি প্রাপ্য তবে তারা অবশ্যই মঞ্জুর করবেন।

  • AKON ABEDON Kora jabe r apnader swathe jogajug Kora jabe

  • এ মাসেই করা যাবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। ইউপি তে যোগাযোগ করুন।

  • সাভার উপজেলার মাতৃত্বকালীন ভাতার টাকা কবে ছাড়বে বলতে পারেন?

  • এটি মূলত স্থানীয় সংবাদ অনুগ্রহ করে আপনি স্বশরীরে গিয়ে খোজ নিন অথবা savar.union.p@gmail.com এড্রেসে ইমেইল করুন। জানতে পারবেন। ধন্যবাদ

  • এ সংক্রান্ত কোন তথ্য নেই তবে আপনি মেইল করে জানতে পারেন savar.union.p@gmail.com অথবা মোঃ সোহেল রানা ইউপি চেয়ারম্যান মোবাইল নাম্বার০১৭১৫১১৪৮৩৫ তে কল করতে পারেন

  • নতুন করে কবে আবেদন করা যাবে?

  • বরাদ্দ ইউনিয়ন ওয়ারী হয়। তাই নিকটস্থ ইউপি বা পৌর সভায় খোজ নিন।

  • Ai mashe ki pushti vata paoya jabe baby der

  • আগে যারা আবেদন করেছেন তারা গত মাসে পেয়েছেন। এখনও বকেয়া গুলো পাচ্ছেন। নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌর সভায় যোগযোগ করুন।

  • Parbotipur upozila pushti vata Kobe paoya jabe

  • ইউপিতে গিয়ে খোজ করুন অথবা আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক উপজেলা চেয়ারম্যান 01712111723 কল দিন। http://parbatipur.dinajpur.gov.bd/site/leaders/99b45694-07f1-47d8-9e37-d055facd8cfa/%E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8,%20%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6

  • আসসালামু আলাইকুম,
    আচ্ছা আমি এখন ৫মাস শেষ হয়ে ৬মাসের গর্ভবতী,,,এখন আমি কি আবেদন করতে পারবো,,,বা আবেদন করার সময় সূচি কি ডিসেম্বর মাস অবধি থাকবে,,,? নাকি সব সময় থাকে,,,?

  • গর্ভবতী অবস্থায় আবেদন করে তালিকাভূক্ত হতে হয়। পরবর্তীতে জুন জুলাই মাসে অন্তর্ভূক্ত করা হয়। অনুগ্রহ করে এখনই ইউপিতে খোজ নিন।

  • মাতৃত্বকালীন ভাতা কবে দিবে বলতে পারেন

  • এপ্রিলের দিকে।

  • আমার উপজেলা কিংবা থানা শাখা অর্থাৎ যেখানে আমার একাউন্ট করা হয়েছিল সেখানে বাদে বাংলাদেশের অন্য কোন শাখা থেকে টাকা কি তুলতে পারব?? আমার বাড়ি ঝিনাইদহ জেলায় শৈলকুপা থানায় অগ্রণী ব্যাংক থেকে একাউন্ট করা হয়েছিল ওখান থেকে দুই মাসের টাকা তুলেছিলাম তারপরে ঢাকা চলে আসি এখন একাউন্টে যে টাকা আছে এই টাকা প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে ঢাকার কোন অগ্রণী ব্যাংক শাখা থেকে কি তুলতে পারব ??প্লিজ একটু জানাবেন প্লিজ

  • ব্যাংক চেক বুক থাকলে দেশের যে কোন ব্যাংক থেকে তুলতে পারবেন। তবে যদি গর্ভবতী ভাতার বই নিয়ে তুলতে হয় তবে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকে যেতে হবে।

  • গর্ভবতী ভাতা কতো টাকা পাওয়া যায়
    আর পাবে কি না পাবে জানার উপায় থাকলে বলবেন

  • মাসিক ৮০০ টাকা হারে দুই বছর পর্যন্ত।

  • amader basay kal ascilo sastho kormi , amar vavi na kore diyese kintu amar wife 6 maser pregnant . ami ki union parishad e connect korbo ? ekjon bollo 35 hajar tk naki dey eta ki sotto ?

  • মাসিক ৮০০ করে ২৪ মাস দেয়। ইউপিতে যোগাযোগ করে করে নিন।

  • বর্তমানে যারা আবেদন করছে তারা কখন ভাতা পাবে এবং কত টাকা পাবে?? ব্যাংক এশিয়ার একজন লোকে বললো ৩৫ হাজার নাকি?? আসলেই কত???

  • এখানে যে হার দেয়া আছে সেই টাকাই পাবেন মাসিক ৮০০ টাকা হারে দুই বছর।

  • আমি 2 মাসের র্গভবতী আবেদন করতে পারব কী

  • কিছুদিন পর করেন। ৫ মাসের গর্ভবতী থাকতে হবে।

  • এখন ৭ মাসের গর্ভবতী। সে কি আবেদন করতে পারবে?

  • Hello

  • আমি প্রথম বেবির আবেদন এর টাকা পাচ্ছি। তাদের ২১ মাস চলে,,,এখন আমি ২য় বেবির জন্য আবেদন করতে পারবো? তিনমাস চলে।

  • পারবেন। আরও কিছুদিন পর ৫-৭ মাস হলেই।

  • Ami sob ok korlam r ekhono sesh somoy ese Suni shamir thikanay joma dite Hobe ekhane Hobe na

  • জমা দিন।

  • Kobe taka dibe…

  • জুলাই তে।

  • আমি ঢাকাতে থাকি।
    প্রতিমাসে গিয়ে টাকা তুলে আনতে সমস্যা।।।
    আমি যদি চাই তাহলে কতদিন পর্যন্ত একাউন্টে টাকাটা রাখতে পারব।। অর্থাৎ যে ২৪ মাস টাকা পাবো সেই ২৪ মাসের ভেতরে টাকাটা তুললেই হবে কিনা,,, ব্যাংক কর্মকর্তা বলেছিলেন ২৪ মাস পর্যন্ত রাখতে পারব ২৪ মাস পার হলে টাকা সরকারি খাতে জমা হয়ে যাবে।। মহিলা কমিশনার বলছেন যে টাকা প্রতি মাসে মাসে তুলে নিতে হবে না হলে সরকারি খাতে জমা হয়ে যাবে ।।
    সঠিক তথ্যটি বলবেন প্লিজ প্লিজ।।

  • একাউন্টে টাকা ঢুকলে সেটি একবারে তুলতে পারবেন। আপনার ব্যাংক হিসাবের টাকা আপনার সম্মতি ছাড়া ডেবিট করা যাবে না।

  • Sar,Aprile vata deoya hbe r 1 maser dibe, na 6 maser dibe janaben please?

  • যা বকেয়া পড়বে তাই পাবেন।

  • নতুন করে কখন থেকে আবার আবেদন করা যাবে? মানে ২২-২৩ অর্থ বছরের আবেদন কি আমি এখন করতে পারব? ওয়ার্ড ভিত্তিক কি নির্দিষ্ট কয়েকজন যেমন প্রতি ওয়ার্ড থেকে ২জন কে দেয় এমন কোনো নিয়ম আছে?

  • এটি স্থানীয় প্রতিনিধি নির্ধারণ করেন। এখনই যোগাযোগ করে রাখুন।

  • আবার কবে আবেদন শুরু হবে

  • চলমান আছে। আপনি ইউপি বা পৌরসভায় যোগাযোগ করুন।

  • Assalamualaikum.kemon achen? Sar,gorvoboti karder tk kkhon paoya jabe Ami 2022 karder jnno jma diyechilam.

  • তিন বা ছয় মাস পর পর বিতরণ করা হয়। স্থানীয় ইউপিতে খোজ রাখুন।

  • Dhamrai upojilla kobey taka dibey?

  • ইউপিতে গিয়ে খোজনিন অনুগ্রহ করে।

  • আমি 2022-23 অর্থ বছরে কার্ড করেছি।এখনো টাকা পায়নি কখন দিবে জানাবেন প্লিজ। ইউপিতে গিয়েছিলাম সঠিক কবে দিবে বলছে না। আমার কার্ডটি হয়েছে কি না জানতে পারছি না।

  • বরাদ্দ আগামী মাসে আসতে পারে।

  • ০৩/০৭/২০২৩ বাচ্চা হয়েছে আমি কি আবেদন করতে পারব

  • না। বাচ্চা হওয়ার পূর্বে আবেদন করতে হবে।

  • আবেদন করেছি।বললো আপনি আগস্ট মাসে যোগাযোগ করবেন।

  • নতুন বাজেট আসলেই ভাতা পাবেন।

  • Ami 4 masher pregnant. Gorvoboti vata pete kothay r kivabe apply korte hobe janaben plz

  • ৫ মাস অতিবাহিত হওয়ার পর আপনি ইউপিতে গিয়ে আবেদন করুন।

  • রাজশাহী বিভাগে ২০২২-২০২৩ কখন ভাতা দেওয়া হবে ৷ আমি ২০২২ সালে আবেদন করে একবার ও টাকা পাইনি৷

  • ইউপি প্রতিবেদনের উপর নির্ভর করে আবেদন মঞ্জুর বা না মঞ্জুর এবং তথ্য সঠিক দিতে হয়। যদি ইউনিয়ন পরিষদ মনে করে যে, আপনার আয় পর্যাপ্ত তবে ভাতা মঞ্জুর নাও করতে পারে।

  • আমার তো মেসেজ আসে নাই।আমার একাউন্টে কত টাকা আছে জানাবেন?

  • ব্যাংক হতে একাউন্ট ব্যালেন্স জানতে হবে।

  • আমি আমার স্ত্রীর জন্য আজই আবেদন করলাম (০৯/০৭/২০০২৩)। আবেদন মঞ্জুর হলে কবে টাকা দিতে পারে?

  • নতুন বাজেটেই পেতে পারেন।

  • ২০২২ সাল থেকে ভাতার টাকার জন্য অপেক্ষায় আছি ৷ কখন বাজেট আসবে জানাবেন প্লীজ

  • জুলাইতেই পাবেন আশা করছি।

  • জুলাইতে কি ভাতার টাকা পাওয়ার সম্ভবনা আছে.

  • ৬ মাস অন্তর অন্তর দেয়া হয় সে হিসেবে পেতে পারেন।

  • আমার ৪ মাস +.এখন কি আবেদন বন্ধ আছে?আবেদন চালু হতে হতে যদি আমার ৬ মাস পেরিয়ে যায় আমি কি আবেদন করতে পারব?নাকি এখন করে রাখা যাবে??

  • গর্ভধারণের ৫ মাস পূর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি আপনার সময় মত আবেদন করে রাখবেন। কর্তৃপক্ষ যখন অনলাইনে আবেদন গ্রহণ করে তারা তখন এন্ট্রি করবে।

  • নির্দিষ্ট শাখা ব্যাতিত অন্য কোন শাখা থেকে কি টাকা উঠানো যাবে?

  • অবশ্যই যাবে।

  • Taka kobe paoya jabe
    2021 abedon kora

  • ডিসেম্বেই অথবা জানুয়ারিতে পাবেন।

  • Vai taka. To pailam na

  • আমার খালা ২০২৪ এর জানুয়ারিতে অনলাইনে আবেদন করছে,,, উনি পাবে কবে তাহলে

  • Pingback:

  • জুনের দিকে পেতে পারেন।

  • ভাইয়া আমি নভেম্বর 2023এ আবেদন করেছিলাম আমি টাকা কি মাসে পেতে পারি

  • জুন মাসে পেতে পারেন।

  • গর্ভবতী নারী কি নিজে গিয়ে আবেদন করতে পারবে নাকি তার স্বামী গিয়েও আবেদন করতে পারবে?

  • নিজে গিয়ে আবেদন করবে।

  • আমাদের অঞ্চলে কমপক্ষে ৩,০০০৳ সর্বচ্চো ৫,০০০৳ নিয়ে ভাতা কার্ড প্রদান করা হচ্ছে। বিষয় টা ভাব্বার যদি এ রকমই হবে? তাহলে সঠিক ব্যক্তি তা পাবার প্রশ্নই আসে না।

    আফসোস ‘ বাংলাদেশ 🇧🇩
    তারাই বা কি করবে? সরকার তাদের বেতন দিচ্ছে ৬,০০০৳ থেকে ১০,০০০৳ ত তাদের পরিবার চলে কি করে? তাই, ঘুষ খেয়ে নিজেদের খরচা উঠাচ্ছে…

  • তারপরও আপনি সমাজসেবা অফিসে অভিযোগ করুন।

  • আসসালামু আলাইকুম। আমি এখন ৫+ মাসের গর্ভবতী। আমি কি জুন /জুলাই মাসে আবেদন করতে পারবো? আর যদি আবেদন করি তাহলে আমি কি আমার নিজ ইউনিয়ন থেকে করতে পারবো, নাকি আমার স্বামীর ইউনিয়ন থেকে করতে হবে? সঠিক তথ্য দিয়ে উপকার করবেন প্লীজ।

  • যে ইউনিয়নের ভোটার সেই ইউনিয়নে করতে হবে।

  • আসসালামুয়ালাইকুম। আমি এপ্রিল মাসে আবেদন করছি। আমি টাকা কবে পাবো।আর কি ভাবে জানতে পারবো আবেদন ঠিক ভাবে হয়েছে কিনা।

  • জুলাই মাসে পেতে পারেন।

  • আসসালামু আলাইকুম, আমার এখন ৪ মাস চলে, আমি কি এখন আবেদন করতে পারবো

  • ১ মাস পরে করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *