চাকরি ২৫ বছরের কাছাকাছি হলে শিক্ষা ছুটি নেয়ার বিধি বিধান।
দেশের অভ্যন্তরে শিক্ষা ছুটি বা বৈদেশিক শিক্ষা ছুটির ক্ষেত্রে কিছু বিধি বিধান মানতে হয়। শিক্ষা ছুটি নিতে চাইলেও আপনাকে কিছু নিয়ম মানতে হবে।
শিক্ষা ছুটি নিতে হতে চাকুরীর বয়স ২ বছর হতে হবে অর্থাৎ আপনার চাকুরির স্থায়ীকরণ হতে হবে। যে কোন সময় এ ছুটি নেয়া যাবে না। শিক্ষা ছুটি সম্পর্কে বাংলাদেশ সার্ভিস রুলস অনুসরণ করতে হবে।
বিএসআর পার্ট ১ এর বিধি ১৯৪ এবং এফ আর-৮৪ মোতাবেক, যে তারিখে ইচ্ছা করলে কোন সরকারি কর্মচারী অবসর গ্রহণের সুযোগ গ্রহণ করতে পারেন, ঐ কর্মচারী কে ঐ তারিখের ৩ বৎসরের মধ্যে অথবা ২৫ বৎসর চাকরি র পর অবসর গ্রহণের সুযোগ থাকায়, কোন সরকারি কর্মচারীর যে তারিখে চাকরি র ২৫ বৎসর পূর্ণ হবে, ঐ তারিখের ,৩ বৎসরের মধ্যে উক্ত কর্মচারীকে অধ্যয়ন ছুটি দেয়া যাইবে না।