ছুটি সংক্রান্ত বিষয়ে বিএসআর পার্ট-১ এর পরিশিষ্ট-৮ তে বর্ণিত বিধান।

নিরীক্ষা অফিস হইতে ছুটির প্রাপ্যতার সনদ না পাওয়া পর্যন্ত কোন গেজেটেড কর্মকর্তার ছুটি মঞ্জুর করা যাইবে না (অনুচ্ছেদ-১)

১। গেজেটেড কর্মকর্তাদের ছুটির হিসাব নিরীক্ষা অফিস সংরক্ষণ করিবে। নন-গেজেটেড কর্মচারীদের ছুটির হিসাব অফিস প্রধান সংরক্ষণ করিবেন। অনুচ্ছেদ-(৩)

২। ছুটি বা ছুটি বর্ধিকরণের প্রতিটি আবেদন কর্মচারীর পরবর্তী উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিতে হইবে। অনুচ্ছেদ-(৪)

৩। ছুটি প্রাপ্যতা নির্ধারণে দিনের ভগ্নাংশ হিসাবে অন্তর্ভূক্ত হইবে না। ভগ্নাংশ ১/২ এর কম হইলে তাহা গণনায় বাদ যাইবে। কিন্তু ১/২ বা ইহার অধিক হইলে তাহা ১ দিন হিসাবে গণ্য হইবে। অনুচ্ছেদ-(৫)

৪। স্বাস্থ্যগত কারণে ছুটি গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত ফরমে মেডিকেল সার্টিফিকেট দাখিল কারিতে হইবে। অনুচ্ছেদ-(৯) ও (১৫)

৫। তিন মাসের অধিক সময়ের  ছুটি মঞ্জুরি বা ছুটি বর্ধিতকরণের ক্ষেত্রে সরকারী কর্মচারীকে মেডিকেল বোর্ডের নিকট হইতে নির্ধারিত ফরমে সার্টিফিকেট গ্রহণ করিতে হইবে। অনুচ্ছেদ-১১

৬। ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ ইচ্ছা করিলে সংশ্লিষ্ট কর্মচারীর দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষাপূর্বক মতামত প্রদানের জন্য নির্দেশ দিতে পারেন। এইক্ষেত্রে কর্তৃপক্ষ নিজেই যতশীঘ্র সম্ভব দ্বিতীয়বার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিবেন। অনুচ্ছে -১৬

৭। অন্ক্ষেয কোন বিশেষ আদেশ না থাকিলে ছুটি মঞ্জুরের তারিখের ৩৫ (পঁয়ত্রিশ) দিনের মধ্যে ছুটি আরম্ভ হইবে। অনুচ্ছেদ-৩৪

ছুটি সংক্রান্ত বিষয়ে বিএসআর পার্ট-১ এর পরিশিষ্ট-৮ তে বর্ণিত বিধান : ডাউনলোড

বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট – ১ ও পার্ট – ২ PDF ডাউনলোড করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2984 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *