বেসরকারী ডিগ্রী অনার্স ও মাস্টার্স ডিগ্রী কলেজের ছুটির তালিকা।

নিম্নলিখিত ছুটি গুলো শুক্রবার ব্যতীয় দিন সংখ্যা উল্লেখ করা হলো।

১। শব-ই-বরাত- ০১ দিন।

২। পবিত্র রমযান, শ্রী পঞ্চমী, মাঘী পূর্নিমা, শিব রাত্রি, শব-ই কদর, জুমাতুলবিদা, শহীদ দিবস, ঈদ উল ফিতর-৩২ দিন।

৩। স্বাধীনতা ও জাতীয় দিবস-১ দিন।

৪। হলি স্যাটারডে ও স্টার সানডে-২ দিন।

৫। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-২ দিন।

৬। গ্রীষ্মবকাশ, ঈদ উল আযহা, মে দিবস ও বৌদ্ধ পূর্নিমা-১৮ দিন।

৭। হিজরী নববর্ষ-১ দিন।

৮। আশুরা-১ দিন।

৯। আখেরী চাহারা সোম্বা-১ দিন।

১০। ঈদ-ই মিলাদুন্নবী-১ দিন।

১১। ফাহেতা-ই-ইয়াজদাহাম-১ দিন।

১২।জন্মাষ্টমী-১ দিন।

১৩। দূর্গাপূজা-১ দিন।

১৪। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-৬ দিন।

১৫। শব ই মেরাজ-১ দিন।

১৬। যীশুখ্রিষ্টের জন্মদিন, শীতকালীন ছুটি-৯ দিন।

১৭। বঙ্গবন্ধুর জন্মদিন-১ দিন।

১৮। জাতীয় শোখ দিবস ১ দিন।

সর্বমোট ৮২ দিন ছুটি থাকে ছাত্র-ছাত্রী ও কলেজের শিক্ষকদের জন্য।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।