উচ্চতর গ্রেড ভূতাপেক্ষ মঞ্জুরি । ডিসেম্বর/২০১৫ পূর্ব পর্যন্ত টাইমস্কেল / সিলেকশন গ্রেড এখনও মঞ্জুর হচ্ছে।

রাজস্বখাতে স্থানান্তরিত হবার তারিখ থেকে চাকরিকাল গণনা করে প্রাপ্যতা সাপেক্ষে ১৪/১২/২০১৫ খ্রি: তারিখের পূর্ব পর্যন্ত টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রদানের সুযোগ রয়েছে। নিচে এ সংক্রান্ত আদেশ প্রদান করা হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ,

বাস্তবায়ন অনুবিভাগ, বাস্তবায়ন-১ অধিশাখা।

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৬১.৪৪.০১০(অংশ).১১-৩৭০ তারিখ: ২৬ ডিসেম্বর, ২০১৯

বিষয়: ভূতাপেক্ষভাবে রাজস্বখাতে স্থানান্তরের তারিখ ভিত্তি ধরে সিলেকশন গ্রেড স্কেল / টাইমস্কেল মঞ্জুরি সংক্রান্ত বিষয় মতামত প্রদান।

সূত্র: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০০৯.৪৪.১৮৬.১৯-৪০৬, তারিখ: ২৭/১০/২০১৯ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের বিবেচ্য ০২ (দুই) জন কর্মচারীকে ইতোমধ্যে নিয়মিত করা হয়েছে বিধায় অর্থ বিভাগের ২২/০৯/২০১১ তারিখের অম/অবি/(বাস্ত-৪) বিবিধ-২০/উ:স্কে:/২০০৭/অংশ/৭৪ নং ও ১৩/০৬/২০১০ তারিখের অম/অবি/ব্যস্ত-৩/টা:স্কেল (উন্নয়ন প্রকল্প)-১/২০০৮/১২০ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৮/১০/২০১৮ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১৭০.১৫.০২২.১৭-২৮০ নং স্মারক অনুযায়ী রাজস্বখাতে স্থানান্তরিত হবার তারিখ থেকে চাকরিকাল গণনা করে প্রাপ্যতা সাপেক্ষে ১৪/১২/২০১৫ খ্রি: তারিখের পূর্ব পর্যন্ত টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রদানের সুযোগ রয়েছে।

(হায়াত মো: ফিরোজ)

উপ সচিব

ফোন: ৯৫৫০৭৮১

হিসাব মহানিয়ন্ত্রক

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

 ১৪/১২/২০১৫ খ্রি: তারিখের পূর্ব পর্যন্ত টাইমস্কেল / সিলেকশন গ্রেড প্রদানের সুযোগ রয়েছে: ডাউনলোড

3 thoughts on “উচ্চতর গ্রেড ভূতাপেক্ষ মঞ্জুরি । ডিসেম্বর/২০১৫ পূর্ব পর্যন্ত টাইমস্কেল / সিলেকশন গ্রেড এখনও মঞ্জুর হচ্ছে।

  • জনপ্রশাসন মন্ত্রণালয় এর ০৮/১০/২০১৮ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১৫.০২২.১৭-২৮০ স্মারেকর প্রজ্ঞাপনটি আমার ইমেইলে পাঠানোর বিনীত অনুরোধ করছি

  • ১। অব/অবি/বাস্ত-৩/টা:স্কেল:(উন্নয়ন প্রকল্প)-১/২০০৮/১২০ তারিখ: ১৩/০৬/২০১০
    ২। জনপ্রশাসন মন্ত্রনালয়ের ০৮/১০/২০১৮ তারিখের ০৫.০০.০০০.১৭০.১৫.০২২.১৭-২৮০

    ২টি প্রজ্ঞাপন নিচে প্রদত্ত মেইলে প্রেরণের জন্য অনুরোধ জানানো হইল:
    uaonikli@gmail.com

  • দু:খিত। সংগ্রহে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *