সরকারি গাড়ী চালকগণ ভারী লাইসেন্সধারী হলে ১টি উচ্চতর গ্রেড বা উচ্চতর বেতন স্কেল পেয়ে থাকেন। এক্ষেত্রে চাকরি স্থায়ীকরণের পরই উচ্চতর গ্রেডের জন্য আবেদন করা যায়। যোগদানের তারিখ থেকে এ উচ্চতর গ্রেড প্রাপ্য হন।
চূয়াডাংগা জেলা জজ আদালতের গাড়ী চালক মো: মোতাহার হোসেন ভারী যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স ধারী হওয়ায় উচ্চতর বেতন স্কেল পাইবার জন্য আবেদন করিয়াছে। হিসাব রক্ষকের প্রতিবেদন দেখিলাম। গণপ্রজতান্ত্রী বাংলাদেশ সরকার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের ২৮-০৬-১৯৮২ ইং তারিখে জারিকৃত এম.এফ (আই.ডি)-III-এ<জি>-১/৮২/১১৬৭ নং স্মারক মোতাবেক ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকায় উচ্চতর বেতন স্কেল দিবার বিধান থাকায় দরখাস্তকারীকে তাহার যোগদানের তারিখ ১-৮-৯৫ইং হইতে নতুন জাতীয় বেতন স্কেল ১৩০০-৭০-১৭৯০-৩০৫-২০৯৫ মঞ্জুর করা হইল।
(সৈয়দ মো: হারুন ওসমানী)
জেলা জজ, চুয়াডাংগা।
ড্রাইভারগণ যে আদেশ ও রায় বলে উচ্চতর বেতন স্কেল পেয়ে থাকেন এ সংক্রান্ত সমস্ত কাগজপত্র সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
আবেদন পত্রের নমুনা কপি দরকার।
কোন আবেদন পত্রের নমুনা
Peoples Republic of Bangladesh , Ministry of Finance memo no- mf(ID)/III-A(G)-1/82/1167, Date-28.06.1982 this latter urgent need
বিষয়?
আমি হালকা লাইসেন্স এ যোগদান করেছি , আমি কী আমার লাইসেন্স ভারী হলে উচ্চতর গ্রেডের জন্য আবেদন করতে পারবো?
পারবেন।