জনাব মো:সিদ্দিকুর রহমান, প্রোগ্রামার (সাময়িক বরখাস্ত), হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সিজিএ, ঢাকার বিরুদ্ধে প্রোগ্রামার হিসেবে কর্মরত থাকাকালীন তাঁর সহযোগিতায় প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের এসএএস সুপারজনাব মোঃ শফিকুল ইসলাম(সাময়িক বরখাস্ত) কর্তৃক Electronic Fund Transfer (EFT) পদ্ধতিতে সরকারি কোষাগার হতে ডাচ বাংলা ব্যাংক, মিরপুর শাখায় তাঁর নিকট আত্মীয় স্বজনের নামে ৬টি ব্যাংক একাউন্টে মোট ১,২৭,০০,০০০/- (এক কোটি সাতাশ লক্ষ) টাকা জালিয়াতির মাধ্যমে স্থানান্তর করেন।
সরকারি কর্মচরী শৃঙ্খলা ও আপীল বিধিমালা ২০১৮ এর ৪ এর ৩(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরি হতে বরখাস্তকরণ গুরুদন্ড প্রদান করা হয়েছে।
জনাব মোঃ সিদ্দিকুর রহমান, প্রোগ্রামার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় (সিজিএ) বরখাস্তকরণ গুরুদন্ড আদেশ দেখে নিতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: দূর্নীতি করলেই কি চাকরি চলে যায়?
উত্তর: না। দূর্নীতির ধরণ অনুসারে শস্তি হয়।