কোন পদে পদোন্নতি পেয়ে যোগদান পত্র লিখবেন যেভাবে।
সাধারণত সরকারী কর্মচারীদের ০৩ বছর পর পর বদলী হতে হয়। অথবা পদোন্নতি প্রাপ্ত হলেই নতুন কর্মস্থলে যোগদান করতে হয়। সে সেক্ষেত্রে যোগদান পত্র লেখার প্রয়োজন পড়ে। নিচে নমুনা ও সংশোধনযোগ্য কপি প্রদান করা হলো।
বরাবর,
অতিরিক্ত প্রধান প্রকৌশলী
বাংলাদেশ বেতার
কবিরপুর, সাভার, ঢাকা।
বিষয়: যোগদান প্রসঙ্গে।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারীকে তথ্যমন্ত্রণালয়, বেতার-১, অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকার ২৮-০২-২০১৮ খ্রি: তারিখের ১৫.০০০০.০২১.১৯.০০৩.১৪.৮৩(১২) নং পত্র মোতাবেক সিনিয়রপ্রকৌশলী/ আবাসিক প্রকৌশলী পদে বদলী/ পদায়ন করা হয়। উক্ত বদলী আদেশ সম্পর্কে আমি ০১/০৩/১৮ খ্রি: তারিখ অপরাহ্নে অবগত হই। ০২/০৩/২০১৮ ও ০৩/০৩/২০১৮ খ্রি: তারিখ সাপ্তাহিক ছুটি থাকায় বদলী আদেশ মোতাবেক ০৪-০৩-২০১৮ খ্রি: (পূর্বাহ্ন) তারিখে কাজে যোগদান করিলাম।
অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা আমার কাজে যোগদান পত্রটি গ্রহন করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
তারিখ: ০৪-০৩-২০১৮ খ্রি:
(মো: আতিকুর তালুকদার)
আবাসিক প্রকৌশলী
বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা
পদোন্নতিতে যোগদানপত্র JPG কপি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড