এস,আর,ও নং-১৮৪ ও বিএসআর, পার্ট-১ এবং বিধি-৫ এর ৫৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রকল্পে থেকে বাজেটে নিয়মিতকরণ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের প্রয়ােজন নেই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন , মিরপুণ, ঢাকা ১২১৬
নং – ৩৮,০১.০০০০.১০১ ১৫.০০৮.২০৭২/১২ তারিখ: ৩০ জানুয়ারি ২০১১।
বিষয়: চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত।
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, এস,আর,ও নং-১৮৪ ও বিএসআর, পার্ট-১ এবং বিধি-৫ এর ৫৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রকল্পে থেকে বাজেটে নিয়মিতকরণ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের প্রয়ােজন নেই।
২। এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের অনুমােদন রয়েছে।
মোঃ বাহার ইসলাম
উপপরিচালক (প্রশাসন)
ফোনঃ ০২-৫৫০৭৪৯৭৯
e-mail: dddpeadm@gmail.com
প্রকল্পে থেকে বাজেটে নিয়মিতকরণ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের প্রয়ােজন নেই: ডাউনলোড