বাংলাদেশ সরকারি কর্মকমিশন(পরামর্শ) বিধিমালা ১৯৭৯

বাংলাদেশ পাবলিক সার্ভিস (কনসালটেশান) রেগুলেশন, ১৯৭৯ এর ৮ নম্বর ধারা পৃথকভাবে সংশোধন করা হইতেছে। সংশ্লিষ্ট পদসমূহের নিয়োগবিধি প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক উপরোক্ত মর্মে সংশোধন করা সাপেক্ষে উল্লেখিত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ এবং তাহাদের অধীনস্ত সকল নিয়োগকারী কর্তৃপক্ষকে অনুরোধ করা যাইতেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্ত্রিপরিষদ সচিবালয়

সংস্থাপন বিভাগ

রেগুলেশন উইং

শাখা-১।

স্মারক নং-ইডি/রেগ-১/এস-২৫/৮০-৯৭ (২৫০); তারিখ: ২৪ শে অক্টোবর, ১৯৮০

চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের চাকুরীর শর্তাবলীর উন্নতি বিধানকল্পে, সরকারী কর্মকমিশনের সহিত আলোচনা ক্রমে সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে, যে সকল চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ বিধি মোতাবেক প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রহিয়াছে এবং যাহাদের কমপক্ষে তিন বৎসরের সন্তোষজনক চাকুরী হইয়াছে তাহাদের মধ্য হইতে সংশ্লিষ্ট অফিসে নিম্নমান সহকারী এবং সমপর্যায়ভূক্ত তৃতীয় শ্রেণীর পদের শতকরা কৃড়ি ভাড় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হইবে। তবে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে পদোন্নতির জন্য সংরক্ষিত পদগুলি সরাসরি পদ্ধতিতে পূরণ করা হইবে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস (কনসালটেশান) রেগুলেশন, ১৯৭৯ এর ৮ নম্বর ধারা পৃথকভাবে সংশোধন করা হইতেছে। সংশ্লিষ্ট পদসমূহের নিয়োগবিধি প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক উপরোক্ত মর্মে সংশোধন করা সাপেক্ষে উল্লেখিত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ এবং তাহাদের অধীনস্ত সকল নিয়োগকারী কর্তৃপক্ষকে অনুরোধ করা যাইতেছে।

এ.এ.খান

উপ-সচিব (রেগ-২

বাংলাদেশ সরকারি কর্মকমিশন(পরামর্শ) বিধিমালা ১৯৭৯: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *