বাজেট কি বাজেট প্রস্তুতকরণ ও অনুমোদন প্রক্রিয়া ২০২২
প্রতিবছরই প্রস্তাবিত এবং সংশোধিত বাজেট প্রস্তুত করতে হয়। প্রস্তাবিত বাজেটে আগামী বছর কি পরিমান অর্থ দপ্তর পরিচালনায় ব্যয় হতে পারে সে সম্পর্কে জানানো হয় এবং সংশোধিত বাজেটে চলতি বছর যে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে তা কি পরিমান কম বেশি লাগবে তা উল্লেখ করতে হয়। আজ আমরা বাজেট প্রস্তুত ও প্রক্রিয়া কাল সম্পর্কে জানবো।
বাজেট কি- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮৭(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক অর্থ-বৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়সংবলিত একটি বিবৃতি (এই ভাগে “বার্ষিক আর্থিক বিবৃতি” নামে অভিহিত) সংসদে উপস্থাপিত হইবে। সংবিধানের এই বার্ষিক বিবৃতিই বাজেট নামে
অভিহিত।
বাজেট প্রস্তুতকরণ –জেনারেল ফাইনানসিযাল রুলস এর পঞ্চম অধ্যায়ে বাজেট প্রাক্কলন প্রণয়ন ও অনুমােদন সম্পর্কে বিধান আলােচিত হইয়াছে।
বাজেট প্রণয়নের পদ্ধতি ও অনুমােদন -অর্থ মন্ত্রণালয় বাজেট প্রস্তুত করে। এই উদ্দেশ্যে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/ অধিদপ্তর/পরিদপ্তর প্রয়ােজনীয় উপকরণ সরবরাহ করে যাহার উপর ভিত্তি করিয়া বাজেট প্রাক্কলন প্রস্তুত করা হয়। প্রায় সকল মন্ত্রণালয়/বিভাগ/পরিদপ্তর/অধিদপ্তর এই সকল উপকরণের জন্য রাজস্ব আদায়ের সঙ্গে এবং ব্যয় নির্বাহকারী স্থানীয় অফিসারদের উপর নির্ভর করিয়া থাকে। বাজেটের জন্য আয় ও সাধারণ ব্যয়ের প্রাক্কলন অক্টোবর মাসে জেলা ও পরিদপ্তর কার্যালয়ে প্রণীত হয় এবং নভেম্বর মাসে তাহা সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কমকতার আফসে পরীরিক্ষত ও একত্রীভূত হয়।
অত:পর ডিসেম্বর ও জানুয়ারী মাসে অর্থ মন্ত্রণালয় ঐ গুলি বিবেচনা করিয়া দেখে। মার্চে অর্থ মন্ত্রণালয়ে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগগুলির সহিত আলােচনা করিয়া এবং তাহাদের মতামত বিবেচনা করিয়া সংশােধিত এবং বাজেট প্রাক্কলনের প্রথম সংস্করণ চূড়ান্ত করে। প্রতি বৎসর ২২ জানুয়ারীর মধ্যে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগসমূহ আগামী বৎসরের বাজেটে অন্তর্ভুক্ত করিবার জন্য নতুন কর্মসূচী (যাহা চলতি বাজেটে অন্তর্ভুক্ত নয়) পেশ করে। পরবর্তী পর্যায়ে সরকার আগামী অর্থ বৎসরের বাজেটে কি কি নতুন ব্যয় বরাদ্দের সংস্থান করা হইবে তাহা স্থির করে।
প্রাপ্তব্য তহবিল এবং সচিবালয়ের উদ্যোগে উত্থাপিত অথবা বিভাগীয় প্রধানগণ কর্তৃক প্রেরিত নতুন ব্যয় সূচীর প্রস্তাবসমূহ পর্যালােচনা করিয়া এই ব্যয় বরাদ্দের পরিমাণ নির্ধারিত হয়। এই বাজেট জুন মাসের প্রথম সপ্তাহে মন্ত্রী পরিষদের অনুমােদনক্রমে সংসদে পেশ করা হয়। ব্যয় মঞ্জুরী দাবী ও জাতীয় রাজস্ব বাের্ড কর্তৃক প্রস্তুতকৃত রাজস্ব আয়ের বিবরণ ও কর প্রস্তাবসমূহ সহ বাজেটটি বিলের আকারে সংসদে উপস্থাপন করা হয়। বাজেট মঞ্জুরীর দাবী পেশ করিবার পূর্বেই রাষ্ট্রপতির অনুমােদন গ্রহণ করা হয়।