প্রশিক্ষণ । সংযুক্তি । উচ্চশিক্ষা। প্রেষণ

বৈদেশিক প্রশিক্ষণ/উচ্চশিক্ষা সম্পর্কিত নীতি ও পদ্ধতি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রাপ্ত বৃত্তিসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে বরাদ্দ করিবার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে একটি বৃত্তি বরাদ্দ কমিটি থাকিবে। উক্ত কমিটি নিম্নরূপভাবে গঠিত হইবে এবং সংস্থাপন মন্ত্রণালয় উক্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করিবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্থাপন মন্ত্রণালয়
বিদেশ প্রশিক্ষণ শাখা

নং-সম(বিঃপ্রঃ)-৮০/৯২(অংশ-১)-৩৬৮(১৫০) তারিখ: ৩০-০৭-২০০৯ খ্রিঃ

অফিস আদেশের সংশোধনী

বিষয়: বেসামরিক সরকারী কর্মকর্তাগণের বৈদেশিক প্রশিক্ষণ/উচ্চশিক্ষা সম্পর্কিত নীতি ও পদ্ধতি।

সূত্র: ০১। সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারক নং-সম (বিঃপ্রঃ)-৮০/৯২-৫১৮ (১০০), তারিখঃ ২৯-৮-৯২ খ্রিঃ।

০২। সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারক নং-সম (বিঃপ্রঃ)-৮০/৯২-৮৯৫ (১০০), তারিখঃ ০১-১২-৯৪ খ্রিঃ।

সূত্রে উল্লেখিত স্মারকের মাধ্যমে উপর্যুক্ত বিষয়ে জারিকৃত অফিস আদেশের বৃত্তি বরাদ্দ কমিটির গঠন সংক্রান- ২(গ)(১) অনুচ্ছেদ এতদ্বারা সংশোধন করা হলো। উক্ত অনুচ্ছেদের স’লে এক্ষণে নিম্নরূপ অনুচ্ছেদটি প্রতিস’াপিত হবে।

(গ) বৃত্তি বরাদ্দঃ

(১) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রাপ্ত বৃত্তিসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে বরাদ্দ করিবার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে একটি বৃত্তি বরাদ্দ কমিটি থাকিবে। উক্ত কমিটি নিম্নরূপভাবে গঠিত হইবে এবং সংস্থাপন মন্ত্রণালয় উক্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করিবে:

(ক) সচিব, সংস্থাপন মন্ত্রণালয় চেয়ারম্যান
(খ) অতিরিক্ত সচিব, সংস্থাপন মন্ত্রণালয় সদস্য
(গ) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা সদস্য
(ঘ) প্রধানমন্ত্রীর কার্যালায়ের যুগ্ম-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা সদস্য
(ঙ) বিপিএটিসি’র এম ডি এস পর্যায়ের একজন কর্মকর্তা সদস্য
(চ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা সদস্য
(ছ) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা সদস্য
(জ) পরিকল্পনা বিভাগের যুগ্ম-প্রধান পর্যায়ের একজন কর্মকর্তা সদস্য
(ঝ) উপ-সচিব (অভ্যন-রীণ ও বৈদেশিক প্রশিক্ষণ), সংস্থাপন মন্ত্রণালয় সদস্য-সচিব
০২। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে
ইকবাল মাহমুদ
সচিব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্থাপন মন্ত্রণালয়
বিদেশ প্রশিক্ষণ শাখা

অফিস আদেশের সংশোধনী

নং সম/(বিঃপ্রঃ)/৮০/৯২-৮৯৫(১০০), তারিখ: ১৭-৮-১৪০১বাং/১-১২-১৯৯৪ খৃঃ।

বিষয়: বেসামরিক সরকারী কর্মকর্তাগণের বৈদেশিক প্রশিক্ষণ/উচ্চ শিক্ষা সম্পর্কিত নীতি ও পদ্ধতি।

সূত্র: সম(বিঃপ্রঃ)-৮০/৯২-৫১৮(৫০০), তারিখ: ১৪-৫-৯৯ বাং/২৯-৮-৯২ ইং।

সূত্রে উল্লেখিত স্মারকের মাধ্যমে উপর্যুক্ত বিষয়ে জারিকৃত অফিস আদেশের বৃত্তি বরাদ্দ কমিটির গঠন সংক্রান- ২(গ)(১) অনুচ্ছেদ এতদ্বারা সংশোধন করা হইল। উক্ত অনুচ্ছেদের স’লে এক্ষণে নিম্নরূপ অনুচ্ছেদটি প্রতিস্থাপিত হইবে:-

(গ) বৃদ্ধি বরাদ্দ:

১. অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রাপ্ত বৃত্তিসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে বরাদ্দ করার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে একটি বৃত্তি বরাদ্দ কমিটি থাকিবে। উক্ত কমিটি নিম্নরূপে গঠিত হইবে এবং সংস্থাপন মন্ত্রণালয় উক্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করিবে:-

(ক) সচিব, সংস্থাপন মন্ত্রণালয়: চেয়ারম্যান
(খ) অতিরিক্ত সচিব, সংস্থাপন মন্ত্রণালয়: সদস্য
(গ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা: সদস্য
(ঘ) পি এ টি সি’র একজন এম ডি এস: সদস্য
(ঙ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন যুগ্ম-সচিব: সদস্য
(চ) শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব: সদস্য
(ছ) পরিকল্পনা কমিশনের একজন যুগ্ম-প্রধান: সদস্য
(জ) উপ-সচিব (বৈদেশিক প্রশিক্ষণ), সংস্থাপন মন্ত্রণালয়: সদস্য-সচিব

২। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে
হবিবুর রহমান
সচিব।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *