ভূতাপেক্ষভাবে অর্জিত ছুটি মঞ্জুরীর আদেশের নমুনা।
পারিবারিক সমস্যার কারনে ২৪/০২/২০১৮ খ্রি: থেকে ০৫/০৩/২০১৮ খ্রি: তারিখ পর্যন্ত মোট ১০ (দশ) দিন ১৯৫৯ সনের নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ মােতাবকে পূর্ণ গড় বেতনে ভূতাপক্ষেভাবে অর্জিত ছুটি মঞ্জুর করা হয়। এসকল ক্ষেত্রে সাধারণত ছুটি কাটিয়ে আসার পর ছুটি মঞ্জুর করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ বেতার, ঢাকা।
নম্বর: ১৫.৫৩.০০০০.৩০৩.০৮.০২১.১৬- তারিখ:০১/০২/২০১৮
অফসি আদশে
অত্র দপ্তরের নিরাপত্তা প্রহরী জনাব মো: মিজানুর আলম এর ০৬/০৩/২০১৮ খ্রি: তারিখের আবেদনের প্রেক্ষিতে তার পারিবারিক সমস্যার কারনে ২৪/০২/২০১৮ খ্রি: থেকে ০৫/০৩/২০১৮ খ্রি: তারিখ পর্যন্ত মোট ১০ (দশ) দিন ১৯৫৯ সনের নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ মােতাবকে পূর্ণ গড় বেতনে ভূতাপক্ষেভাবে অর্জিত ছুটি মঞ্জুর করা হলো।
তিনি উক্ত ছুটি ভোগের পর ০৬/০৩/২০১৮ খ্রি: তারিখ পূর্বাহ্নে একই পদে কাজে যোগদান করেন।
(অজিত রায়)
অতরিক্তি প্রধান প্রকৌশলী
নম্বর: ১৫.৫৩.০০০০.৩০৩.০৮.০২১.১৬- তারিখ:
অবগতি ও প্রয়োজনীয় (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো:
১। সার্ভিস বহি।
২। নথি।
(অজিত রায়)
অতরিক্তি প্রধান প্রকৌশলী
ভূতাপেক্ষভাবে অর্জিত ছুটি মঞ্জুরীর আদেশের নমুনা: ডাউনলোড