Mileage allowance বা পথভাড়া ভাতা নির্ণয় করার নিয়ম।
বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর সেকশন-৩ এর বিধি ৩১ ও ৩২ এ পথভাড়া বা মাইলেজ প্রাপ্তির বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে।
সরকারি কর্মচারীদের দাপ্তরিক ভ্রমণ বা ট্রাভেলিং এর জন্য সরকারি ভাবে ব্যয় প্রদান করা হয়। এ ব্যয় কিভাবে তুলবেন, হিসাব করবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধিকাল ভাতা একটি অতিরিক্ত সুবিধা সকল দপ্তর এ সুবিধা ভোগ না করে থাকলেও যে সকল দপ্তরে বাজেট বরাদ্দ থাকে। সে সকল দপ্তরে অধিকাল ভাতা কর্মচারীগণ প্রাপ্য।
বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর সেকশন-৩ এর বিধি ৩১ ও ৩২ এ পথভাড়া বা মাইলেজ প্রাপ্তির বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে।
বাংলাদেশের সরকারি দপ্তর গুলোতে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী বর্তমানে ১১-২০ গ্রেডের কর্মচারীদের অধিকাল ভাতা প্রদানের বিধান রয়েছে যদি অধিকাল
বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর বিধি ২৫ অনুসারে একজন কর্মচারীর স্থায়ী ভ্রমণ ভাতা নির্ধারিত থাকতে পারে। স্থায়ী ভ্রমণ ভাতা (Permanent
গাড়ির ড্রাইভারদের অধিকাল ভাতার একটি নির্ধারিত আদেশ বহাল থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অতিরিক্ত কাজের অধিকাল ভাতার হার ভিন্ন ভিন্ন ভাবে
সকল প্রকার বৈদেশিক ভ্রমণ সীমিতকরণ শুধুমাত্র পিওর সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয়। এ বিধি-নিষেধ সকল সংবিধিবদ্ধ, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান,
চলতি অর্থ বছর ২০২১-২২ বাজেটে ভ্রমণ ৫০% বরাদ্দ একটিভ করা হয়েছে। অতি জরুরি অভ্যন্তরীণ ভ্রমণ ছাড়া অন্যান্য ভ্রমণ বিরতি রাখতে
সরকারি কর্মচারীগণ কেবল অধিকাল ভাতা পেয়ে থাকেন। কর্মকর্তাগণ অধিকাল ভাতা প্রাপ্য নয় বরং কোন কর্মচারী অধিকাল ভাতা পেয়ে যদি ভূতাপেক্ষ
একজন সরকারী কর্মচারী ঢাকা থেকে বরিশাল বদলী হইয়া তাহার স্ত্রী সহ নতুন কর্মস্থলে গমন করেন। তিনি টি, এ, ও ডি,
ট্রজারি রুলস এর সাবসিডিয়ারী রুলস-৬১ অনুযায়ী সরকারের নিকট কোন দাবী প্রাপ্য হইবার ছয় মাসের (বর্তমানে এক বৎসর) মধ্যে পেশ না
বিল – কোন কার্যসম্পাদন, সেবামূলক কার্য সমাধা বা সরবরাহ প্রদানের পর উহার পাওনা পরিশােধ করিবার উদ্দেশ্যে দাবীর সমর্থনে যে সকল
বাংলাদেশ সার্ভিস রুলস্, প্রথম খণ্ডের বিধি-৫(৫৭) অনুযায়ী ভ্ৰমণভাতা বলিতে জনস্বার্থে ভ্রমণের জন্য ভ্রমণ ব্যয় মিটানাের উদ্দেশ্যে সরকারী কর্মচারীকে মঞ্জুরকৃত ভাতা
১-৮-১৯৯২ তারিখের অস/অবি (প্রবি-২)/টি, এ,/ডি, এ-১৭/৮৫-৪০ নং স্মারক অনুযায়ী বদলীজনিত ভ্রমণের ক্ষেত্রে সরকারী কর্মচারী নিম্নোক্ত সুবিধাদি প্রাপ্য হইবে। (ক) ট্রেন/স্টীমার/জাহাজে
বাংলাদেশ সার্ভিস রুলস, দ্বিতীয় খণ্ডের বিধি-১৬৭ তে যে বিধান বর্ণিত আছে তা নিরূপ : বিধি-১৬৭। ভ্রমণ ভাতা বিলে স্বাক্ষর বা
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের মাসিক ভ্রমণ ভাতা বিদ্যমান ৫০০/-(পাঁচশত) টাকা থেকে নিম্নবর্ণিত শর্তে ৩,০০০/-(তিন হাজার)টাকায় পুনঃনির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি
বাংলাদেশ সার্ভিস রুলস্, দ্বিতীয় খণ্ডের বিধি-৭৩ অনুযায়ী কোন এক স্থানে অবস্থানের মেয়াদ একাধিক্রমে দশ দিনের অধিক হইলে দৈনিক ভাতা উত্তোলন