কেন মোটর গাড়ী চালকগণই এই ভাতা পান?

ড্রাইভারগণ সাধারণত সকাল সন্ধা দাপ্তরিক স্বার্থে গাড়ি চালান। তাই সপ্তাহে ৪০ ঘন্টার অতিরিক্ত দায়িত্ব পালনের তারা অধিকাল ভাতা প্রাপ্য হন। দৈনিক হারে মাসিক সর্বোচ্চ ২৫০ ঘন্টা অধিকাল ভাতা পেতে পারেন।

অন্যরাও কি ড্রাইভারদের মতো এ ভাতা পেতে পারেন?

সরকারি কর্মচারীগণ সাধারণত অধিকাল বরাদ্দ না থাকলে অধিকাল ভাতা প্রাপ্য হন না। সরকারি কর্মচারীগণ ২৪ ঘন্টার জন্য সরকারি কাজে নিয়োজিত তাই অতিরিক্ত কর্তব্য পালনে ড্রাইভার ব্যতিত কোন কর্মচারী অধিকাল সুবিধা পান না।

  • প্রথমতত অধিকাল ভাতার বরাদ্দ থাকতে হবে।
  • বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ মোতাবেক অতিরিক্ত কাজের জন্য দ্বিগুন হারে অধিকাল ভাতা প্রাপ্য হবেন।
  • এক্ষেত্রে অধিকাল ভাতার পূর্ব বা পরবর্তী মঞ্জুরী নিয়ে নিতে হয়।
  • বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১০৮ ধারানুযায়ী ৮ (আট) ঘন্টার পর অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা প্রদেয়।

বিস্তারিত জানতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ দেখুন:

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬, ৪২ নং আইন

১০৮। (১) যে ক্ষেত্রে কোন শ্রমিক কোন প্রতিষ্ঠানে কোন দিন বা সপ্তাহে এই আইনের অধীনে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় কাজ করেন, সে ক্ষেত্রে তিনি অধিকাল কাজের জন্য তাহার মূল মজুরী ও মহার্ঘভাতা এবং এডহক বা অন্তবর্তী মজুরী, যদি থাকে, এর সাধারণ হারের দ্বিগুণ হারে ভাতা পাইবেন।

(২) ঠিকা-হার(পিস রেট) ভিত্তিতে মজুরিপ্রাপ্ত শ্রমিকগণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে না।

(৩) এই ধারার বিধান পালন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কোন প্রতিষ্ঠান কর্তৃক রক্ষণীয় রেজিস্টার বিধিদ্বারা নির্ধারণ করিতে পারিবে।

সরকারি ড্রাইভারদের অধিকাল ভাতা প্রাপ্যতার আদেশ:

সরকারী চাকরিজীবীর প্রাপ্য সুবিধাদি ও প্রটোকল

মন্ত্রীপরিষদ সচিবালয়

সংস্থাপন বিভাগ

পরিবহন শাখা

নং ইডি/টিআর/১এম-৩/৭৫ (অংশ)-১৫৭, তারিখ, এপ্রিল ২৯, ১৯৮০

বিষয়: সরকারী ড্রাইভারদের অধিকাল ভাতা

নির্দেশ মোতাবেক মন্ত্রিপরিষদ বিভাগের জারীকৃত আদেশ নং সিডি/টিআর/১এম-৩৭৫-৭৬, তারিখ ২২-৪-৭৭ ইং এবং অত্র বিভাগের আদেশ নং ইডি/টিআর১/এম-৩/৭৫(অংশ)-১৯৫, তারিখ ১২-৭-৭৯ইং এর আংশিক পরিবর্তন করিয়া জানাইতেছি যে:-

ক) সকল সরকারী অফিস সমূহের ড্রাইভারদিগকে ঘন্টা প্রতি মূল বেতনের সমান হারে রবিবার ও সরকারী ছুটির দিন সহ মাসিক সর্বোচ্চ ২৫০ ঘন্টা হিসাবে অধিকাল ভাতা প্রদান করা যাইবে।

খ) প্রতি ঘন্টা খাটুনীর লগ বইবে লিপিবন্ধ প্রকৃত সময়ের উপর ভিত্তি করিয়া হিসাব করিতে হইবে।

গ) নূতন হারে অধিকাল ভাতার জন্য অতিরিক্ত ব্যয় ১৯৭৯-৮০ সালের মঞ্জুরীকৃত বাজেট বরাদ্দ হইতে মিটাইতে হইবে। এই বাবদ কোন অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হইবে না। প্রয়োজনবোধে অন্য খাত হইতে ব্যয় সংকোচন করিয়া এই অতিরিক্ত ব্যয় মিটাইতে হইবে।

ঘ) অধিকাল ভাতার এই নতুন হার ১-৩-১৯৮০ ইং তারিখ হইতে কার্য্যকরী হইবে।

ঙ) এই ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি আছে।

মূল আদেশটির JPEG কপি সংগ্রহ করুন: ডাউনলোড

 

আরও দেখুন:

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

3 thoughts on “মাসিক ২৫০ ঘন্টা পর্যন্ত অধিকাল ভাতা প্রাপ্য হবেন একজন ড্রাইভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *