২০০০ সনের ১৯ নং আইনের ধারা ৪ এর সংশােধন। জেলা পরিষদ আইন, ২০০০ (২০০০ সনের ১৯ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৪ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা :— “(১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিষদ গঠিত হইবে, যথা : (ক) একজন চেয়ারম্যান; (খ) সংশ্লিষ্ট জেলার মােট উপজেলার সমসংখ্যক সদস্য; (গ) দফা (ক) ও (খ) এ উল্লিখিত সদস্য-সংখ্যার এক-তৃতীয়াংশ (নিকটবর্তী পূর্ণ সংখ্যায়) নারী সদস্য। তবে শর্ত থাকে যে, তাহাদের সংখ্যা ২(দুই) এর কম হইবে না; এবং (ঘ) সংশ্লিষ্ট প্রত্যেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ক্ষেত্রমত, সিটি কর্পোরেশনের মেয়রের প্রতিনিধি পদাধিকারবলে সদস্য।” জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
জেলা পরিষদ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা
নম্বর : ৪৬.০০.০০০০.০৪২.১৮.০০৭.২২.৫৯৩ তারিখ: – ১৭ এপ্রিল ২০২২
প্রজ্ঞাপন
দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ হতে ৫(পাঁচ) বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদসমূহ বিলুপ্ত হয়েছে।
২। এমতাবস্থায়, জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৮২ অনুযায়ী সরকার কর্তৃক প্রশাসক নিয়ােগের পূর্ব পর্যন্ত উক্ত আইনের ধারা ৭৫-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা/ ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাগণকে দায়িত্ব অর্পণ করা হলাে।
৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলাে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
মােহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী
উপসচিব
ফোনঃ +৮৮০২২২৩৩৫৫৫৬৮
মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেল পরিষদ বিলুপ্ত ঘোষণা প্রজ্ঞাপন ২০২২ : ডাউনলোড