বেসরকারি চাকরিজীবী ও সাধারণ জনগনের জন্য পেনশন স্কিম – বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বীমা পলিসি (লাভসহ)– সরকারী পেনশন বীমা ২০২৩

বার্ধক্যে স্বচ্ছলতা একজন মানুষকে ভাবনাহীন, নিরুদ্বেগ ও নিশ্চিন্ত রাখে। আয়বিহীন জীবনে অন্যের উপর নির্ভরশীল না হয়ে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করে। আপনার জন্য অন্যতম সেরা সুবিধাযুক্ত পলিসি- জনীন পেনশন বীমা আর্থিক নিরাপত্তা ও ভাবনাহীন অবসর জীবন।

বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বীমা পলিসি (লাভসহ)- এ পলিসি গ্রহণের মাধ্যমে আপনি ভাবনাহীন, স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছল অবসর জীবন কাটাতে সক্ষম হবেন। সুখে দুঃখে আপনজন, জীবন বীমা কর্পোরেশন থাকবে আপনার পাশে। জীবন বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান। দেশের একমাত্র সরকারি জৗবন বীমা কার্পারেশন এবং একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান।

বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বীমা পলিসি (লাভসহ) স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে রাষ্ট্রপতির আদেশ বলে ১৯৭২ সনে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণ করা হয়। অতঃপর জীবন বীমার সুফল দেশের আপামর জনসাধারণের কল্যাণে তাদের দোরগােড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে ইস্যুরেন্স কর্পোরেশন এ্যাক্ট এর মাধ্যমে ১৯৭৩ সনের ১৪ই মে সকল জীবন বীমা প্রতিষ্ঠানকে একত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। জীবন বীমা কর্পোরেশন দারিদ্র্য বিমােচন, জীবনমানের উন্নয়ন এবং জনগণের জীবনের ঝুঁকির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

আরও দেখুন:

এমনকি, উত্তম বিনিয়ােগ হিসেবেও এর সর্বজনবিদিত সুনাম রয়েছে। জীবন বীমা কর্পোরেশন জীবনে, জীবনান্তে ও আহত গ্রাহকের পাশে থাকার অঙ্গিকারাবদ্ধ।

বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে ২০-৬৫ বছর বয়সের জনসংখ্যা প্রায় ১১ কোটি জনসংখ্যার প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, বাংলাদেশে দ্রুত গতিতে বয়স্ক লােকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ বয়স্ক লােকের অবসর জীবন নিরুদ্বেগ, স্বচ্ছল ও শান্তিময় করার জন্য স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ পালন উপলক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন নতুন এ স্কিম ‘বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বীমা পলিসি (লাভসহ) চালু করেছে। বঙ্গবন্ধু শিক্ষা বীমা ২০২২

উদাহরণঃ প্রাপ্ত সুবিধাবলী ও প্রদেয় বীমা অংক মনে করুন, ৩৫ বছর বয়স্ক একজন ব্যক্তি তাঁর ৫৫ বছর বয়স পূর্তির পর মাসিক পেনশন গ্রহণ করবেন। তাঁর প্রদেয় প্রিমিয়াম, প্রাপ্য বীমা অংক ও বােনাস, মাসিক পেনশন, মােট প্রাপ্তি এবং সুবিধাবলী হবে নিম্নরূপ:

প্রিমিয়াম- বীমার অংক ১০,০০,০০০ টাকা। ১,০০০ টাকা বীমা অংকের জন্য প্রিমিয়াম ৪৯.৬৫ টাকা হারে (টেবিল অনুযায়ী)। বার্ষিক প্রিমিয়াম দিবেন ৪৯.৬৫ x ১০০০ = ৪৯,৬৫০ টাকা। ৫৫ বছর পর্যন্ত মেয়াদে মােট জমা দিবেন, ৪৯.৬৫০ x ২০ = ৯.৯৩,০০০ (নয় লক্ষ তিরানব্বই হাজার)।

বীমা অংক ও বােনাস- বর্তমানে বিদ্যমান বােনাস রেট অনুযায়ী বীমা অংকের সাথে বােনাস যােগ করে তাঁর প্রাপ্য বীমা অংক ও সম্ভাব্য বােনাস হবে= বীমার অংক + বােনাস= (১০,০০,০০০+১০,৪০,০০০) = ২০,৪০,০০০ (বিশ লক্ষ চল্লিশ হাজার)। মাসিক

পেনশন ও মােট প্রাপ্তি- উক্ত বীমা অংক ও বােনাসের যােগফল ২০,৪০,০০০ টাকাকে নিচের ফ্যাক্টর দ্বারা ভাগ করলে পেনশন নির্ধারিত হবে। (বিনিয়ােগজনিত আয়ের সাথে ফ্যাক্টর পরিবর্তনযােগ্য)।

গ্যারন্টিকৃত পেনশনফ্যাক্টরপ্রাপ্য পেনশন (টাকা)
প্রতিমাসেমেয়াদে মোট
১০ বছর৮৭.২৩২৩,৩৮৬/-২৮,০৬,৩২০/-
১৫ বছর১১৩.১২১৮,০৩৪/-৩২,৪৬,১২০/-
২০ বছর১৩১.৫৮১৫,৫০৪/-৩৭,২০,৯৬০/-

আরও দেখুন- শিক্ষা বীমা ২০২২ । শিক্ষার কোন বিকল্প নেই

সরকারী পেনশন বীমা ২০২৩ । জীবন বীমা কর্পোরেশন পেনশন স্কিম যে কারণে করবেন – সুবিধাবলী

১। পেনশন প্রদান শুরু হওয়ার পূর্বে অর্থাৎ বীমা চলাকালীন মেয়াদের মধ্যে যে কোন সময় অকাল মৃত্যুতে পূর্ণ বীমা অংক চালু মেয়াদের বােনাসসহ প্রাপ্তি।

(ক) মেয়াদ শেষে বােনাসসহ এককালীন ১০০% টাকা উত্তোলন বা,

(খ) মেয়াদ শেষে বােনাসসহ এককালীন ৫০% বা অর্ধেক টাকা উত্তোলন এবং অবশিষ্ট অর্ধেক হারে মাসিক ভিত্তিতে বীমাগ্রাহকের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন মেয়াদ অর্থাৎ ১০/১৫/২০ বছর গ্যারান্টিকৃত পেনশন গ্রহণের সুযােগ। বা,

(গ) মেয়াদ শেষে পূর্ণ হারে মাসিক ভিত্তিতে বীমাগ্রাহকের ইচ্ছানুযায়ী বিভিন্ন মেয়াদ অর্থাৎ ১০/১৫/২০ বছর গ্যারান্টিকৃত পেনশন গ্রহণের সুযােগ।

২। গ্রাহকের সুবিধামত যে কোন অংকের মাসিক পেনশন গ্রহণের পরিমাণ নির্ধারণ করা যায় ।

৩। বীমা স্কিম গ্রহণের সর্বোচ্চ বয়স ৬০ বছর।

৪। পেনশন শুরু বয়স ৫৫ থেকে ৬৫ বছর।

বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বীমা পলিসি (লাভসহ)

Caption: Pension Scheme Insurance

পেনশন বীমা স্কীমের বৈশিষ্ট্যাবলী কি? কমপক্ষে ১০ (দশ) বৎসরের পেনশন লাভের গ্যারান্টিযুক্ত। তবে বীমাগ্রাহক ইচ্ছে করলে ১৫ অথবা ২০ বছর পর্যন্ত পেনশন নিতে পারেন।

  • পেনশন প্রদান শুরুর নির্ধারিত তারিখের পূর্বে বীমাগ্রহকের মৃত্যু হলে নমিনি বােনাসসহ পূর্ণ বীমা অংক প্রাপ্ত হবেন।
  • পেনশন প্রদান শুরু করার পর বীমাগ্রাহকের মৃত্যু হলে নমিনি।
  • অবশিষ্ট সময়ের জন্য পেনশন প্রাপ্ত হবেন।
  • বীমা গ্রহণকালীণ বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর।
  • পেনশন প্রাপ্তি শুরুর বয়স ৫৫ থেকে ৬৫ বছর। বীমার মেয়াদ সর্বনিম্ন ৫ (পাঁচ) বছর।
  • সর্বনিম্ন বীমার অংক ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার টাকা)। সর্বোচ্চ বীমার অংক বীমা গ্রাহকের আর্থিক সামর্থ্য অনুযায়ী।
  • মেয়াদ পূর্তিতে পেনশনের টাকা আংশিক/সম্পূর্ণ সমর্পণ (কমটেশন) করে এককালীন টাকা পাওয়ার সুবিধা।
  • অর্থাৎ পেনশনের ৫০% বা ১০০% পর্যন্ত সমর্পণ করা যাবে। বীমার মেয়াদে শর্ত অনুযায়ী বীমাগ্রাহক পরিশােধিত মূল্য, সমর্পণ মূল্য ও ঋণ গ্রহণ করার সুবিধা প্রাপ্য হবেন।
  • প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়রকর রেয়াত পাওয়া যাবে।
  • বীমা অংক এবং দেয় পদ্ধতির উপর এ বীমায় কোন রিবেট প্রযােজ্য নয়।
  • দুই বছর প্রিমিয়াম দেবার পর পরিশােধিত মূল্য অর্জন করবে অর্থাৎ শুধুমাত্র অপশন “সি” প্রযােজ্য হবে।
  • প্রিমিয়াম ষান্মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশােধযােগ্য।
  • এই বীমায় অতিরিক্ত সুবিধা হিসেবে দুর্ঘটনা জনিত মৃত্যু বীমা (DIAB) গ্রহণ করা যায়।

ব্যক্তিগত পেনশন বীমার সুযোগ- সুবিধাদি।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3062 posts and counting. See all posts by admin

2 thoughts on “সরকারী পেনশন বীমা ২০২৩ । জীবন বীমা কর্পোরেশন পেনশন স্কিম যে কারণে করবেন

  • আমি একটা পেনশন বীমা পলিসি করছি চার বছর আগে। নিয়মিত প্রিমিয়াম দিয়ে যাচ্ছি।এখন আমি কিভাবে অনলাইনে চেক করব আমার প্রিমিয়াম নিয়মিত জমা হচ্ছে কিনা?

  • প্রথমত আপনি প্রতি চাঁদা জমা হলে মোবাইলে মেসেজ পাবেন। অথবা http://www.idra.org.bd বা ঐ প্রতিষ্ঠানের অ্যাপ হতেই চেক করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *