বেতনস্কেল উন্নীত হওয়ার পূর্বে কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন/প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত/প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে;

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাস্তবায়ন অনুবিভাগ

বাস্তবায়ন-১ অধিশাখা।

www.mof.gov.bd

নথি নং-০৭.০০.০০০০.১৬১.৩১.০০৭.১২.৩৪১ তারিখ: ২৬ নভেম্বর ২০১৯ খ্রি:

বিষয়: ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ।

সূত্র: ভূমি মন্ত্রণালয়ের স্মারক নং-৩১.০০.০০০০.০৪৬.৬৮.১৯৫.১২.৭৪৭; তারিখ: ১৩/১০/২০১৯ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো:

(ক) বেতন স্কেল উন্নীত হওয়ার পূর্বে কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন/প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত/প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে;

(খ) বেতন স্কেল উন্নীতকরণের তারিখে টাইস্কেলসহ নিরূপনকৃত স্কেলে কোন কর্মচারীর বর্তমান মূল বেতন উক্ত স্কেলের সর্বনিম্ন ধাপের কম হলে সর্বনিম্ন ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

(গ) বর্তমান মূল বেতন নিরূপনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান হলে সেই ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

(ঘ) বর্তমান মূল বেতন নিরূপনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান না হলে সে সেক্ষেত্রে অব্যবহিত উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে;

(ঙ) শুধু বেতন নির্ধারণী সুবিধা প্রাপ্য হবেন, GFR এর ৫৭ বিধি অনুসারে আদেশ জারীর তারিখের পূর্বের কোন আর্থিক বকেয়া প্রাপ্য হবেন না। তবে যে সব কর্মচারী ইতোমধ্যে পিআরএল/অবসরে গমন করেছেন তা এ আদেশ বলে পুন: নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক সুবিধা প্রাপ্য হবেন।

 

স্বাক্ষরিত

(হায়াত মো: ফিরোজ)

উপসচিব

ফোন: ৯৫৫০৭৮১

প্রতি

সচিব

ভূমি মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

 

ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ সংক্রান্ত আদেশটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

 

আরও দেখুন:

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin