হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন, উচ্চতর গ্রেড প্রদান তো স্থগিত আছে। আসলে স্থগিত নেই। কেউ কেউ পাচ্ছে না। আবার কেউ তদবীর বা অন্য কোন উপায়ে করিয়ে নিচ্ছে।

আবেদন করে রাখতে পারেন, রীট বা মামলা যাই বলেন, সমাধান হলে তো আপনি উচ্চতর গ্রেড পাচ্ছেনই।

বরাবর,
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
সদর দপ্তর, ৩১, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি
শের-ই বাংলা নগর, ঢাকা-১২০৭।

(যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে)

বিষয়: একই পদে ১০ (দশ) বৎসর পূর্তিতে ১১তম বৎসরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তির জন্য আবেদন।

মহোদয়,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ বেতারের ইকুইপমেন্ট এ্যাটেনডেন্ট পদ থেকে অফিস আদেশ নং ৩(৪)/সংস্থাপন-২/বেতার/২০০৮-৪৯৪০ তাং ১১/১১/২০০৮ মোতাবেক রেডিও টেকনিশিয়ান পদে পদোন্নতি পেয়ে গত ১১/১১/২০০৮ খ্রি: তারিখে বাংলাদেশ বেতার, কবিরপুর, ঢাকায় যোগদান করি। সে মোতাবেক প্রকাশিত চাকুরী (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ৭(১) অনুযায়ী আমি একই পদে ১০ (দশ) বৎসর পূর্তিতে ১১তম বৎসরে প্রথম উচ্চতর গ্রেড প্রাপ্য হয়েছি। উল্লেখ্য যে, যোগদানের তারিখ থেকে একই পদে গত ১১/১১/২০১৮ খ্রি: তারিখে ১০ (দশ) বৎসর পূর্ণ হয়েছে।

এমতাবস্থায় মহোদয়ের নিকট আবেদন একই পদে ১০(দশ) বৎসর পূর্তিতে ১১তম বৎসরে ১১/১১/১৮ খ্রি: তারিখ থেকে উচ্চতর গ্রেড হিসাবে ১৩ নং গ্রেড প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।

সংযুক্তঃ

০১। রেডিও টেকনিশিয়ান পদে পদোন্নতি আদেশের কপি।
০২। যোগদান পত্রের কপি।


বিনীত

তারিখ:

(Your name)
রেডিও টেকনিশিয়ান
বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা।

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: উচ্চতর গ্রেড মঞ্জুর কি বন্ধ আছে?
  • উত্তর: না, বন্ধ নাই চলমান আছে, কেউ করিয়ে নিতে পারছে কেউ পারছে না। তবে হ্যাঁ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গড়িমশি করছে।
  • প্রশ্ন: কেউ কি পেয়েছে?
  • উত্তর: হ্যাঁ, পেয়েছে আমার জানা মতে বেশ কয়েকজন রয়েছে। আপনি অনলাইন ঘাটলেও কিছু এ রকম আছে। পাবেন, তবে কেউ কেউ অর্থ ফেরত দেওয়ার শর্তেও মঞ্জুর করছে।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2984 posts and counting. See all posts by admin

4 thoughts on “উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তির আবেদন পত্রের নমুনা।

  • কর্মকর্তা-কর্মচারীগণের বেতন বৈষম্য বিষয়ে কোন রীট/মামলা রয়েছে বা হয়েছে কিনা? তার বিস্তারিত জানতে চাই।

  • উচ্চতর গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭(১) PDF দিলে উপকৃত হবো।
    mzaman.dncc@gmail.com

  • জনাব, উচ্চতর গ্রেড পেতে কত বছরের এসিআর লাগে? আমার কাছে ৫ বছরের এসিআর রয়েছে। আপনার কাছ থেকে কোন পরিপত্র/আদেশ পেলে বড়ই উপকৃত হবো।
    safiqulislam520@gmail.com

  • যে কোন উচ্চতর বেতন ভাতা পদোন্নতি বা আর্থিক সুবিধা পেতেই এসিআর লাগে। এ সংক্রান্ত বিভিন্ন পত্র ওয়েবে খুজে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *