বেসামরিক কর্মচারীদের পেনশন মঞ্জুরী সংক্রান্ত প্রচলিত বিধি/পদ্ধতি সহজীকরণ আইনে বিস্তারিত বর্ণনা উল্লেখ করা হয়েছে কার এবং কেন সার্ভিস বুক সংরক্ষণ করতে হয়।

  • নন-গেজেটেড চাকুরেদের ২ কপি সার্ভিস বুক যথাযথভাবে সংরক্ষণ করে প্রতিবছর হালনাগাদ করতে হবে।
  • কোন ঘষা মাজা/অস্পষ্টতা গ্রহণযোগ্য নয়, স্পষ্টভাবে লিখিতে হইবে।
  • এখানে বদলী, পদোন্নতি, স্থায়ীকরণ, শাস্তি, উচ্চতর স্কেল অবসর গ্রহণ, মৃত্যু ইত্যাদি স্পষ্ট ভাবে লিপিবদ্ধ করা থাকে।

অপরদিকে

  • গেজেটেড চাকুরেদের চাকুরী সংক্রান্ত সকল তথ্যাদি যথা কর্মকর্তাদের নিয়োগ, চাকুরিতে স্থায়ীকরণ, শাস্তি, ছুটি ইত্যাদি সংরক্ষণের জন্য কেন্দ্রীয়ভাবে পরিচিতি নম্বর প্রদাণ করিয়া সংরক্ষণ করা হয়।

বিস্তারিত জানতে আইন বা বিধি দেখুন:

২.০২। সাভিস বুক সংরক্ষণ:

  • সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অফিস, নন-গেজেটেড চাকুরেদের ২ (দুই) কপি
  1. সার্ভিস বুক সংরক্ষণ করবেন নন-গেজেটেড, গেজেটেড চাকরিজীবী নয় এ সংক্রান্ত অনুচ্ছেদ দেখুন: ডাউনলোড
  2. আরও জানতে পেনশন সহজীকরণ আইন দেখুন: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2977 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *