বর্ডার গার্ড বাংলাদেশ এর ৬০ জনকে বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা/ কর্মচারীগণের বীরত্বপূর্ণ/কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদকসহ এককালীন আর্থিক অনুদান ও বেতনের সাথে মাসিক ভাতার মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, সীমান্ত-১ অধিশাখা।
নং-৪৪.০০.০০০০.১১৬.০৪.০২৭.২৩.৩২; তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪
বর্ডার গার্ড বাংলাদেশ এর ১২ জনকে বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা/ কর্মচারীগণের বীরত্বপূর্ণ/কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদকসহ এককালীন আর্থিক অনুদান ও বেতনের সাথে মাসিক ভাতার মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
১। বিএ-৫৭২৮ নম্বর কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, এনএসডব্লিউলি, এএফডব্লিউসি, পিএসসি- বর্ডার গার্ড বাংলাদেশ পদক-২০২২-১,০০,০০০/- নগদ এককালীন-১৫০০ টাকা মাসিক বেতনের সাথে প্রতিমাসে।
কৃতিত্বপূর্ণ কাজের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের পদক প্রদান সংক্রান্ত
১২। বাবুর্চি-৩৯৪৭, বাবুর্চি, মোঃ বিল্লাল হোসেন বর্ডার গার্ড পদক সেবা-২০২২ নগদ এককালীন ৫০ হাজার, ১০০০ টাকা মাসিক বেতনের সাথে প্রতি মাস।
০৩. এ বাবদ ব্যয় বর্ডার গার্ড বাংলাদেশ এর অনুকূলে বরাদ্দকৃত “৩১১১৩৩৪” পদক ভাতা” খাত হতে সংকুলান করা হবে।
আপনার বিশ্বস্ত
মোঃ আব্দুল সালাম
উপসচিব
কৃতিত্বপূর্ণ কাজের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের পদক প্রদান সংক্রান্ত পত্র: ডাউনলোড
বীরত্বপূর্ণ/কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ১ লক্ষ টাকা অনুদান ও ১৫০০ টাকা মাসিক ভাতা মঞ্জুর: ডাউনলোড