চিকিৎসা । আর্থিক সহায়তা

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান সংক্রান্ত নীতিমালা ২০১৫

১৫-৪৯ বৎসর বয়সের মহিলার সংখ্যা ৫১.২%। এদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা খুবই খারাপ। বাংলাদেশ বর্তমানে নিম্ন মধ্যম আয়ের দেশ। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে | নিরাপদ মাতৃত্ব তথা মা ও শিশু স্বাস্থ্যের ঝুকি মােকাবেলা সহ মা শিশু মৃত্যুর হার হ্রাস করা অতি জরুরী।

এ প্রেক্ষাপটে বাংলাদেশে শিশু মৃত্যুর হার ২.৩৮% হতে১.৩৭% এ হ্রাস পেয়েছে। বর্তমানে মাতৃত্বকালীন স্বাস্থ্যের ধারণা শুধুমাত্র মাতৃস্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। মাতৃস্বাস্থ্যের যত্নের বিষয়টি মানবাধিকার ও নৈতিকতার সাথে ঘনিষ্ঠ সম্পর্কীয় বলে এসব বিষয়ে গুরুত্বারােপ করা হয়েছে।সমগ্র বাংলাদেশের ৬৪টি জেলা ও ৪৮৮টি উপজেলার অন্ত© গত ৪৫৪৭টি ইউনিয়নের ২৬৪০০০ জন ভাতাভােগীর জন্য বরাদ্দ করা হয়েছে। প্রতি বছর বাজেট বরাদ্দ ও সরকারী ঘােষণার প্রেক্ষিতে ভাতাভােগীর সংখ্যা, ভাতার পরিমাণ ও প্রশিক্ষণ বাবদ সার্ভিস চার্জের পরিমাণ বৃদ্ধি করা হয়।

 

সূচিপত্র

১।পটভূমি।

২।কর্মসুচির কৌশলগত উদেশ্য । 

৩। কর্মসূচীর নাম ও এলাকা। 

৪। বাস্তবায়ন কর্তৃপক্ষ ও বাস্তবায়ন পদ্ধতি

৫। মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত কমিটিসমূহ

৬। জাতীয় হিয়ারিং কমিটির 

৭। মাতৃত্বকাল ভাতা জাতীয় টিয়ারিং কমিটি সদস্য

৮। জাতীয় টিয়ারিং কমিটির কার্য পরিধি

৯। বাস্তবায়ন ও মনিটরিং কমিটি

১০। বাস্তবায়ন ও মনিটরিং কমিটির কার্যপরিধি 

১১। জেলা মাতৃত্বকাল ভাতা কমিটি 

১২। জেলা মাতৃত্বকাল ভাতা কমিটি কার্যপরিধি 

১৩। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্বশী।

১৪। উপজেলা মাতৃত্বকাল ভাতা ফনিটি 

১৫। উপজেলা মাতৃত্বকাল ভাতা কমিটির কার্যপরিধি 

১৬। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্বশী

১৭। হানিয়ন মাতৃত্বকাল ভাতা কনিট।

১৮। ইউনিয়ন মাতৃত্বকাল ভাতা কামট কার্যপরিধি

১৯। ভাতাভোগী নির্বাচন ও তার অর্থ বিতরণ সংক্রান্ত 

২০। ভাতাভোগীয় সংড়া

২১। ভাতাভোগী হওয়ার শর্ত ও যােগ্যতা 

২২। ভাতার মেয়াদ, অর্থের পরিমাণ ও বিতরণ পদ্ধতি

২৩। এনজিও/সিৰিও’র তথ্যাবলী সংক্রান্ত 

২৪। অংশগ্রহণকারী এনজিও’র উপযুক্ততার শর্তাবলী 

২৫। অংশগ্রহণকারী সিৰিও’য় উপযুক্ততার শর্তাবলী

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান সংক্রান্ত নীতিমালা ২০১৫ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *