ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

ভ্রমণ ভাতা টিএ/ডিএ বিল ২০২৪ । সরকারি ভ্রমণ বিল যেভাবে করবেন (সর্বশেষ আলোচনা সহ)

জনস্বার্থে বদলী ছাড়া কোন কর্মকর্তা ভ্রমন ভাতা প্রাপ্য হবেন না অর্থাৎ আবেদন বা প্রশাসনিক বদলী হলে ভ্রমন ভাতা দাবী করা যায় না। এছাড়াও বদলীজনিত ভ্রমনভাতার জন্য বরাদ্দ থাকতে হবে। আর যেখানে রেল যোগাযোগ বিদ্যমান সেখানে সরকপথে ভ্রমন দেখিয়ে ভাতা দাবী করা যায় না।

ভ্রমণ ভাতা কি? সাধারণ সরকারি কর্মচারীগণ সরকারি কাজে কোথাও গেলে, ট্রেনিং বা বদলি জনিত কারণে ভ্রমণ ভাতা ২০১৬ মোতাবেক ভ্রমণ ভাতা বিলের মাধ্যমে ব্যয়কৃত অর্থ গ্রহণ করে থাকে।

ভ্রমণ ভাতা বিল পেতে কি করতে হয়? ভ্রমণ ভাতা বিল পেতে প্রথমে ভ্রমণ শেষে দপ্তর প্রধান বরাবর ভ্রমণ বৃত্তান্ত পেশ করতে হয়। ভ্রমণ বৃত্তান্ত অনুমোদন হলে ভ্রমনের বিলের ফরমে ভ্রমণের বিস্তারিত বিবরণ সহ ভ্রমণ বিল পেশ করবেন।

সার সংক্ষেপ: ডিএ ভাতা নির্ধারণে শ্রেণী প্রাপ্য খেয়াল করতে হয়। বাস ভাড়ার ক্ষেত্রে দিগুন হারে পাবে এবং অন্যান্য ক্ষেত্রে বিধি অনুসরণ করতে হবে। পথ বাড়ার ক্ষেত্রে গ্রেড বা মূল বেতন লক্ষ্যনীয়। ফরমে তথ্য টাইপ করা হলেও চলবে।

ভ্রমণ বিলের বৃত্তান্ত নমুনা পাব কোথায়? ভ্রমণ শেষে ভ্রমন বিলে বৃত্তান্ত হাতে লিখে পেশ করতে পারেন বা কম্পিউটারে কম্পোজ করেও পেশ করতে পারেন। ট্রেনিং শেষে ভ্রমণ বৃত্তান্ত নমুনা সংগ্রহ করে নিতে পারেন: ডাউনলোড। বদলিজনিত ভ্রমণ বিল করে কর্মকর্তা/কর্মচারীদের ভ্রমণ বৃত্তান্ত নমুনা: ডাউনলোড

এজি অফিসে থেকে প্রাপ্ত ভ্রমণ বিলের নির্ধারিত ফরমেই বিল করতে হবে নাকি কম্পিউটারে প্রিন্ট করেও করা যাবে?

হাতে লিখেও তৈরি করা যাবে। আবার আপনি চাইলে ওয়ার্ড বা এক্সেলে তৈরি করে প্রিন্ট করে নিতে পারেন। আপনি আপনাকে পিডিএফ ও এক্সেল দুটি ফরমেটই সরবরাহ করছি। ভ্রমণ বিলের PDF কপি গেজেটেড সরকারি কর্মকর্তা: ডাউনলোড । ভ্রমণ বিলের PDF কপি নন গেজেটেড : ডাউনলোড

নন গেজেটেড কর্মচারীদের জন্য ভ্রমণ বিলের Excel কপি সংগ্রহ করে নিতে পারেন: ডাউনলোড

DA (Daily Allowance) কিভাবে ধরতে হয়?  ডি/এ হিসাব করার ক্ষেত্রে স্বরণ রাখতে হবে যাত্রা পথের জন্য ১/২ (অর্ধেক) ডি/এ ধরতে হবে এবং ফিরতি পথের জন্য যাত্রা কালের জন্য ১/২ (অর্ধেক) ডি/এ ধরতে হবে। কোন স্থানে রাত্রি যাপন করলে ১টি ডি/এ ধরতে হবে। খেয়াল রাখতে হবে কোন ভাবে একই দিন যেন দুটি ডি/এ ধরা না হয়।

টি/এ (Travelling Allowance) বা ভ্রমন ভাতা কিভাবে ধরতে হয়? বদলিজণিত ভ্রমণ ছাড়া যে কোন প্রকার ভ্রমণের জন্য প্রকৃত ব্যয়ের দ্বিগুণ হারে ভ্রমণ ভাতা হিসাব করতে হবে।  বদলি জনিত ভ্রমণ বিলের টি/এ হিসাব আলাদা ভাবে করতে হয়। বিস্তারিত জানতে ভ্রমণ ভাতার গেজেট দেখুন।

সরকারি কর্মচারীদের ভ্রমণ ভাতা গেজেট ২০১৬ PDF সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

এ সংক্রান্ত আরও কোন বিধি বা ধারা জানতে মেইল করুন alaminmia.tangail@gmail.com এ। ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য।

পুরাতন নিয়মে নয় এখন নতুন নিয়মে ভ্রমণ বিল তৈরি করতে হবে। ভ্রমণ বিল এখন অনলাইনে করতে হয়। কর্মচারী নিজেই আইবাস++ এ ভ্রমণের তথ্য এন্ট্রি দিবেন এবং অফিস তা অনুমোদন করে এজি অফিসে প্রেরন করবেন।

TA DA Bill submission

 টিএ ডিএ বিল সহায়িকা ২০২২ | ভ্রমণ বিল তৈরিতে টেবিলটি সাহায্য করবে

টিএ ডিএ বিল সহায়িকা 2024 | নতুন নিয়মে ভ্রমণ বিল তৈরিতে টেবিলটি সাহায্য করবে

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

32 thoughts on “ভ্রমণ ভাতা টিএ/ডিএ বিল ২০২৪ । সরকারি ভ্রমণ বিল যেভাবে করবেন (সর্বশেষ আলোচনা সহ)

  • অফিস সহকারীকামকম্পিউটারঅপারেটরা কি টিএ বিল নিতে পারে জানালে খুশি হব।

  • কেন পারবেনা? প্রত্যেক কর্মচারী ভ্রমণ ভাতা পাওয়ার যোগ্য।

  • ভ্রমণ ভাতা সংক্রান্ত জারিকৃত নতুন প্রজ্ঞাপন বিষয়ে জানতে চাই?

  • নতুন কোন প্রজ্ঞাপন জারি হয়নি।

  • ট্রেনিং এলাউন্স পেলে উক্ত কর্মকর্তাকে কি ডিএ দেওয়া যাবে? এসংক্রান্ত কোনো আদেশ আছে কি?

  • টিএ পাবে কিন্তু ডি/এ পাবে না। একই সুবিধা একাধিক বার নয়।

  • কর্মস্থলের ৭ কি মি ভিতরে ভ্রমণ করলে ভ্রমণভাতা দাবী করা যাবে কি??

  • অবশ্যই। কিন্তু ডিএ দাবী করা যাবে না।

  • বাসে ভ্রমণ করে টিএ দাবী না করে শুধু ডিএ দাবী করা যাবে?

  • টিএ ডিএ দুটোই দাবী করা যাবে। সকল বাসে ভ্রমণ করে টিএ দাবী করা যাবে না এমনটি তো কোথাও নাই। যদি ৮ঘন্টার বেশি সময় যদি আপনি দপ্তর হতে ৮ কিলোমিটারের দূরে দপ্তর হতে কাজে সময় ব্যয় করেন তবে আপনি ডিএ ও দাবি করতে পারবেন।

  • ঢাকা থেকে রাঙ্গামাটি টি এ কীভাবে হিসাব করতে হয় ?

  • অধিদপ্তরের প্রধান মহাপরিচালক-এর ভ্রমণ বিল কে অনুমোদন করবে? সার্কুলার সহ মতামত চাই।

  • তার নিয়োগকারী কর্তৃপক্ষ। মন্ত্রণালয়।

  • বদলি জনিত ভ্রমন বিলে পরিবহনকৃত মালামালের বিবরণ ও ট্রাক ভাড়ার ক্যাশ মেমো কি সংযুক্ত করতে হবে ? এ বিষয়ে মতামত চাই।

  • এ সংক্রান্ত কোন নির্দেশনা নেই। তবে এসি বাসের ক্ষেত্রে টিকিট না দেখাতে পারলে ১৫% ভ্যাট।

  • ভ্রমন ভাতা বিল ভ্রমনের কত দিনের মধ্যে উপস্থাপন করতে হবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন চাই

  • ভ্রমণ করার পর কতদিন পর্যন্ত বিল করা যাবে?

  • ৮ ঘন্টার কম সময় হলে ডি/এ কিভাবে হিসাব করবো?

  • একটি ডি/এ দেখাতে পারবেন। যাইতে অর্ধ আসতে অর্ধ

  • সর্বচ্চো কতদিন পর্যন্ত ভ্রমন ভ্রমন ব্যয় বিল দাখিল করা যাবে। (রেশন ভোগকারি) এ সংক্রান্ত সার্কুলার অথবা নির্দেশিকা প্রয়োজন।

  • আর্থিক বছরেই দাখিল করতে হয়। অন্যথায় সদর দপ্তরের আদেশ এনে ১৮ মাসের মধ্যে দাখিল করা যায়।

  • সরকারী যানবাহন ব্যতীত সড়ক পথে ভ্রমন করলে ফুল ডিএ দাবী করা যাবে কি এবং কত ঘন্টা পর সদর দপ্তরের বাইরে থাকতে হবে

  • যাবে। ৮ ঘন্টা বাহিরে থাকতে হবে। তবে এক্ষেত্রে অফিস আদেশ জারি থাকতে হবে।

  • বাংলাদেশ রেলওয়েতে কর্মরত রিলিভিং স্টাফগণ কন্ট্রোল অর্ডার নিয়ে হেডকোয়ার্টার ত্যাগ করার পর যে কয়দিন ঐ স্থানে(যে স্থান/স্টেশন কন্ট্রোল অর্ডারে উল্লেখ থাকবে) অবস্স্থান করবেন সেই কয়দিন ডিএ ভাতা প্রাপ্য হন। কিন্তু তারা দৈনিক ৮ ঘন্টা অবস্থান দেখিয়ে আবার অতরিক্ত ৪ ঘন্টা ওভার টাইম(ও.টি) দাবী করেছেন অর্থাৎ তারা প্রতিমাসে ৩০দিনের বেতন-ভাতা,৩০ দিনের ডিএ এবং ৩০*৪=১২০ ঘন্টার ও.টি দাবীদার। আমার প্রশ্ন একজন সরকারি কর্মচারি মাসিক বেতনের সাথে ৩০ দিনের ডিএ প্রাপ্য হলে ওটি কি প্রাপ্য হবেন তা জানানোর জন্য অনুরোধ করা হলো।

  • একই সাথে একাধিক সুবিধা প্রাপ্য নয়। ডিএ ও ওটি কোন ক্রমেই একই সাথে প্রাপ্য নয়। কর্তৃপক্ষ মঞ্জুর করলেই অডিট আপত্তি হবে।

  • একজন কর্মচারী জেলার ভিতরে ১৫ দিনের ট্রেনিং করেন সেই ক্ষেত্রে তিনি কি ঐ ১৫ দিনের ডিএ প্রাপ্য হবেন।

  • অবশ্যই। যদি কেন্দ্র থেকে ডিএ না দিয়ে থাকে।

  • দাপ্তরিক প্রয়োজনে কোন কর্মচারী চট্টগ্রাম হতে ঢাকায় গমন করেছেন। তিনি ঢাকায় পৌছানোর পর রেল/বাস/বিমান ষ্টেশন হতে বাসস্থানে যাওয়ার জন্য যে দূরত্ব অতিক্রম করেন (যেমন- কমলাপুর/খিলগাঁও হতে মোহাম্মদপুর=১২ কি.মি.), আবার দাপ্তরিক প্রয়োজনে বাসস্থান হতে গন্তব্য অফিসে যাওয়া-আসা বাবদ যে দূরত্ব অতিক্রম করেন (যেমন- মোহাম্মদপুর হতে পল্টন/সচিবালয়= ৮ কি.মি.), উক্ত দূরত্ব যদি আইবাসেও নির্ণয় করা যায়। তাহতে তিনি কি বর্ণিত দূরত্বের পথভাড়া ভাতা অথবা প্রকৃত ভাড়া পাবেন? নাকি শুধুমাত্র চট্টগ্রাম (রাউজান) হতে ঢাকার দূরত্ব =২৬০ কি.মি. পাবেন? ধন্যবাদ।

  • শুধু চট্টগ্রাম হতে গন্তব্য স্থল দেখাতে পারবেন। ভেঙ্গে ভেঙ্গে দেখানোর সুযোগ নেই আইবাস++ এ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *