বৈষম্য । দাবীর খতিয়ান । পুন:বিবেচনা

মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ২০২৫ । সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কি ফেব্রুয়ারি মাসেই হাতে পাওয়া যাবে?

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসেই বেতনের সাথে পাওয়া যাবে কিনা-জানুয়ারি হতে কার্যকর হবে কিনা বা ৪০০০ টাকাই পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করছেন অনেকেই-গত ০৯ জানুয়ারি ২০২৫ তারিখে জ্যৈষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং এরপর আর কোন তথ্য কর্তৃপক্ষ জানায়নি তবে ইতোমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন- মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ২০২৫

মহার্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে? –হ্যাঁ।। গত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নোত্তরে অবগত করেছেন যে, মহার্ঘ ভাতা বিষয়ে দুটি মিটিং ইতোমধ্যে হয়েছে। মোট কথা মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন তিনি। ইতোমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশেরই দৃষ্টি গোচর হয়েছে।

মহার্ঘ ভাতা কি মুল বেতনের সাথে যোগ হবে? সচিব মহোদয়ের বক্তব‍্য বিশ্লেষণ করা বোঝা যায় যে, এবারের মহার্ঘভাতা অন‍্য সময়ের থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় মহোদয় তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন। ১। এবারের মহার্ঘভাতা অপসরপ্রাপ্ত পেনশন ভোগীরাও পাবেন। ২। মহার্ঘ‍্য ভাতা রিজনাবেল হারে পাবেন। ৩। মহার্ঘ‍্যভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই তিনটি পয়েন্ট যে শুধু অবসর ভোগীদের জন‍্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।

মহার্ঘ ভাতা কি যুক্তিসঙ্গত হারে হবে? সচিব সহোদয় মোখলেসুর রহমান বলেন, ‘মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন মেম্বর এমনটি উল্লেখ করেন তিনি। ইতোমধ্যেই দুইটা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে।’ তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে। একটা রিজেনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’ এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এ প্রশ্নে তিনি বলেন, ‘এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ।’

মহার্ঘ্য ভাতার সর্বশেষ আপডেট ২০২৫ । চলতি অর্থ বছরেই কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে।

জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির ফলে ( দ্রব্য + নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম + যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি) শ্রমিক বা কর্মচারীদের সাময়িক ভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই “মহার্ঘ ভাতা” বলে পরিচিত।

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব মহোদয় ও যমুনা টিভি

মহার্ঘ ভাতা ২০২৫ । এবার মহার্ঘ ভাতা কার্যকর হলে বেসিক বেড়ে কত হতে পারে?

  • ধরি এবছর একজনের বেসিক ১০,০০০ টাকা;
  • তিনি যদি ৪০% মহার্ঘ ভাতা পান তাহলে তার মহার্ঘ আসবে ৪০০০ টাকা এবং
  • আগামী জুন মাসে নতুন বাজেট আসলে সেই চার হাজার টাকা।
  • বেসিকের সাথে যোগ হয়ে নতুন বেসিক হবে ১৪০০০ টাকা।
  • এমনটাই বুঝা গেল সচিব মহোদয়ের কথায়।
  • পাশাপাশি সময় হলে আগামী ইন্ক্রিমেন্টের বিষয়টি আরো স্পষ্ট হওয়া যাবে।

ইতোপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল?

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ লগ্নী প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্ভর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের ২০% (বিশ শতাংশ) হারে মাসিক সর্বনিম্ন ১,৫০০/- (এক হাজার পাঁচশত টাকা এবং সর্বোচ্চ ৬,০০০/- (ছয় হাজার) টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী বা মালিক (Employer) কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে (Employees) নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তা-ই মহার্ঘ ভাতা । মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় । এটি প্রতি মাসেই দেয়া হয়ে থাকে । যেমন কারও মাসিক বেতন ১০,০০০ টাকা, আর মহার্ঘ ভাতা যদি হয় ২০% তাহলে তার বেতন দাঁড়াবে ২,০০০ টাকা । সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেয়া হয়।

এবার কি মহার্ঘ ভাতা ব্যতিক্রম হবে?

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান। এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ। কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন, অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মোখলেসুর রহমান জানান, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন মেম্বর। ইতিমধ্যেই দুইটা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে। তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে। একটা রিজেনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ২০২৫ । সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কি ফেব্রুয়ারি মাসেই হাতে পাওয়া যাবে?

  • চুক্তি ভিত্তিক যারা আছেন তারা কি মহার্ঘভাতা পাবেন?? জানাবেন ta hoke

  • মনে হয় না। পূর্বের আদেশে এ রকম ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *