অবসর উত্তর ছুটি বা পিআরএল থাকাকালীন বেশ কিছু সুযোগ সুবিধা সংকুচিত হয় কারণ পিআরএল মানে কর্মরত নয়, পোস্ট রিটায়ারমেন্ট লিভ অর্থাৎ ইতোমধ্যে অবসর সংগঠিত হয়েছে- অবসরোত্তর ছুটি মঞ্জুরীর বিধান

PRL অবসর উত্তর ছুটিতে যেসব সুবিধা প্রাপ্য নয়: ভ্রমন ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, আপ্যায়ন ভাতা/ আপ্যায়ন খরচ, অর্ডারলি, সরকারী খরচে আবাসিক টেলিফোন ও পত্রিকা ইত্যাদি সুবিধা প্রাপ্য নয়। [No.ED(Reg-IV)-202/83-39 Date. 10-5-83; অম/অবি(ব্যস্ত-১)/ভাতা-১০/৯৮/১৭৪ তারিখ: ০৯-০৯-১৯৯৮ ইং]

০১। যদি কোন সরকারী কর্মচারীর গড় বেতনে ছুটি পাওনা না থাকে সেক্ষেত্রে পাওনা ছুটি সাপেক্ষে এক বৎসর অর্ধ গড় বেতনে এল,পি,আর বা পিআরএল মঞ্জুর করা যাবে। (অম/প্রবি-২/এইচ-১/৮০/১২৬ তাং ২২-০৫-৮০ ইং)

০২। অর্ধ গড় বেতনের ছুটিকে গড় বেতনে রূপান্তর করে LPR / PRL ভোগ করা যাবে না। (অম/অবি/প্রবি-১/এসপিআর-১/২০০৬/১৫১ তাং ০৮-০১-২০০৭ খ্রি:)

০৩। ছুটিকালীন সময়ে বর্ধিত বেতন থাকলে মৃত্যুজনিত কারণে ছুটি ভোগের পর কাজে যোগদান করতে না পারলেও পেনশনের জন্য বেতন বৃদ্ধি সুবিধা প্রাপ্য হবে। (অম/অবি/বিধি-১/৩পি-২৫/৯১/৩১ তারিখ: ০৩-০৪-২০০৬ খ্রি:)

অবসর উত্তর ছুটি মঞ্জুরীর আদেশ জারি । চাকরি শেষ হওয়ার পরের দিন হতে পিআরএল ১ বছরের জন্য শুরু হয়

PRL অবসর উত্তর ছুটিতে যেসব সুবিধা প্রাপ্য নয়: ডাউনলোড

প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন: পিআরএল থাকলে কি বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়া যায়?

উত্তর: না।

প্রশ্ন: একটি বার্ষিক বেতন বৃদ্ধি নাকি পাওয়া যায় সেটি?

উত্তর: সেটি পেনশন নির্ধারণের জন্য । বার্ষিক বেতন বৃদ্ধি নয়।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

6 thoughts on “অবসরোত্তর ছুটি মঞ্জুরীর বিধান । PRL অবসর উত্তর ছুটিতে যেসব সুবিধা প্রাপ্য নয়

  • পি আর এল থাকাকালীন চিত্তবিনোদন ভাতা পাওয়া যায় কি? প্লিজ

  • PRL অবস্থায় গাড়ি/বাড়ির সুবিধা কি? ওগুলো ৬ মাস পর্যন্ত রাখা যায়

  • বাড়ি ভাড়া পাবেন। কিন্তু সরকারি গাড়ি পাবেন না। পূর্বে LPR ছিল তখন পেত কিন্তু এখন প্রদান করা হয় না। চুক্তিভিত্তিক নিয়োগ হলে ব্যবহার করতে পারেন।

  • পি আর এল এ থাকাকালীন কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা যায় কি ?

  • অনুমতি সাপেক্ষে করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *