বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস বার্তীত নন-ক্যাডার পদ এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ “পরীক্ষা ফি” শর্তসাপেক্ষে ৫০-২০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে-সরকারি নিয়োগ পরীক্ষার ফি (সর্বশেষ প্রজ্ঞাপন) ২০২৪
ভ্যাট কমিশনসহ কত পরিশোধ করতে হবে? টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমেও অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে “পরীক্ষা ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে এবং কমিশন হিসেবে প্রাপ্ত অর্থের ১৫% ভ্যাট হিসাবে আদায় করা যাবে। উদাহরণস্বরূপ: ১৩-১৬ গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত ১০০ টাকার সর্বোচ্চ ১০% অর্থাৎ ১০ টাকা পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসেবে প্রদান করা যাবে এবং উত্তর ১০ টাকার ১৫% অর্থাৎ ১.৫ টাকা VAT হিসাবে আদায় করা যাবে অর্থাৎ পরীক্ষার্থীর নিকট হতে সর্বোচ্চ আদায়যোগা টাকার পরিমাণ হবে ১০০+১০+১.৫=১১২ টাকা।
ফি ফি গ্রহণকারী কি চালানের মাধ্যমে জমা দিবে? হ্যাঁ। টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক “পরীক্ষা ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে। “অনলাইন আবেদন” গ্রহণ না করা হলে পরীক্ষা ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে সায়য়শাসিত প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/পে অর্ডারে এ অর্থ গ্রহণ করতে পারবে। পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড” এবং “০৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪22326” এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে।
সরকারি চাকরিতে নতুন আবেদন ফি ২০২৪ । সর্বনিম্ন আবেদন ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে
৪র্থ শ্রেণীর চাকরি অর্থাৎ ১৭-২০ গ্রেড ৫০ টাকা । কোন পদে কত আবেদন ফি দিতে হবে?
- ৯ম গ্রেড বা তদূষা (নন-ক্যাডার) আবেদন ফি-২০০/- (দুইশত)
- ১০ম গ্রেড আবেদন ফি-২০০/- (দুইশত)
- ১১তম এবং ১২তম আবেদন ফি- ১৫০/- (একশত পঞ্চাশ)
- ১৩৩ম থেকে ১৬তম গ্রেড আবেদন ফি ১০০/- (একশত)
- ১৭তম থেকে ২০তম গ্রেড আবেদন ফি ৫০/- (পঞ্চাশ)
- সকল গ্রেড আবেদন ফি (অনগ্রসর নাগরিক) ৫০/- (পঞ্চাশ)
সরকারি চাকরিতে আবেদন ফি পূর্বে কত ছিল?
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং ০৫.১১০.০১১.০০.০০.০৭৭.২০০৭-১৫১৫, তারিখ: ২১ অক্টোবর ২০১০ দ্বারা সকল মন্ত্রণালয়/ বিভাগ ও এর অধীনস্থ দপ্তর/ সংস্থাসমূহে ৩য় ও ৪র্থ শ্রেণীর জনবল নিয়োগের ক্ষেত্রে “পরীক্ষার ফি” নিম্নোক্তভাবে পুন:নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০২২ সালে নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পুনঃনির্ধারণ করে ১০০-৬০০ টাকা করা হয়েছিল। ৩য় শ্রেণীর পদে নিয়োগ পরীক্ষায় ১০০/- টাকা নির্ধারণ। ৪র্থ শ্রেণীর পদে নিয়োগ পরীক্ষায় ৫০/- টাকা নির্ধারণ। ৩য় ও ৪র্থ শ্রেণীর জনবল নিয়োগের ক্ষেত্রে “পরীক্ষা ফি” বাবদ প্রদেয় অর্থ ব্যাংক ড্রাফট / পে-অর্ডারের পরিবর্তে নিম্নোক্ত কোড ব্যবহার পূর্বক শুধুমাত্র ট্রেজারি চালানের মাধ্যমে অর্থ জমা করিতে হইবে: “১-প্রাতিষ্ঠানিক কোড (চার অংক বিশিষ্ট)-পরিচালনা কোড (চার অংক বিশিষ্ট-অর্থনৈতিক কোড ২০৩১)”। উদাহরণ: ১-০০০০-০০০০-২০৩১।
৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগ পরীক্ষার ফি (সর্বশেষ প্রজ্ঞাপন): ডাউনলোড
সরকারি চাকুরির পরীক্ষার ফি ২০২৪ । শুধু কি ক্যাডার সার্ভিস পরীক্ষার ফি পুন:নির্ধারণ করা হচ্ছে?