আয়কর রিটার্ণ দাখিলের ক্ষেত্রে আমরা বেশির ভাগ মানুষই আনারী। দুর্বোধ্য ও কঠিন লাগে আয়কর দাখিলের বিষয়টা আমাদের নিকট। এজন্য অবশ্য সরকার আয়কর দাখিল ও রিটার্ণ দাখিলের জন্য আয়কর মেলা প্রবর্তনের মাধ্যমে বিষয়টা সহজ করে তুলেছে। যারা বিষয়টি কম বুঝি তারা চাইলেই বাংলায় পুরাতন ফরমে আয়কর দাখিল করতে পারেন। নিচে ফরম সংগ্রহের লিংক দেয়া হলো।
আইটি-১১গ |
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ (১৯৮৪ এর ৩৬নং অধ্যাদেশ) এর
অধীন আয়কর রিটার্ন ফরম
সম্মানিত করদাতা হোন সময়মত রিটার্ন দিন জরিমানা পরিহার করম্নন |
করদাতার ছবি [ছবির উপর সত্যায়ন করুন] |
ব্যক্তিশ্রেণী ও অন্যান্য করদাতার জন্য (কোম্পানী ব্যতীত) |
প্রযোজ্য ক্ষেত্রে টিক (Ö) চিহ্ন দিন
স্বনির্ধারণী | সার্বজনীন স্বনির্ধারণী | সাধারণ |
১। করদাতার নামঃ …………………………………………………………………………………………………………………..
২। জাতীয় পরিচয় পত্র নম্বর (যদি থাকে): …………………………………………………………………………………………….
৩। ইউটিআইএন (যদি থাকে): | – | – |
৪। টিআইএনঃ | – | – |
৫। (ক) সার্কেলঃ ………………………………………….. (খ) কর অঞ্চলঃ …………………………………………..
৬। কর বৎসরঃ …………………………………………… ৭। আবাসিক মর্যাদাঃ নিবাসী c / অনিবাসী c
৮। মর্যাদাঃ ব্যক্তি c ফার্ম c ব্যক্তি সংঘ c হিন্দু অবিভক্ত পরিবার c
৯। ব্যবসা প্রতিষ্ঠান/নিয়োগকারীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে): ………………………………………………………………………..
১০। স্ত্রী/স্বামীর নাম (করদাতা হলে টিআইএন উল্লেখ করুন): ………………………………………………………………………
১১। পিতার নামঃ ………………………………………………………………………………………………………..
১২। মাতার নামঃ ……………………………………………………………………………………………………….
১৩। জন্ম তারিখ (ব্যক্তির ক্ষেত্রে): | |||||||||
দিন | মাস | বৎসর | |||||||
১৪। ঠিকানাঃ (ক) বর্তমানঃ ……………………………………………………………………………………………
……………………………………………………………………………………………
……………………………………………………………………………………………
(খ) স্থায়ীঃ ……………………………………………………………………………………………
……………………………………………………………………………………………
……………………………………………………………………………………………
১৫। টেলিফোনঃ অফিস/ব্যবসা …………………………… ………… আবাসিকঃ……………………………………..
১৬। ভ্যাট নিবন্ধন নম্বর (যদি থাকে):………………………………………………………………………………………………
করদাতার আয় বিবরণী
…………….. তারিখে সমাপ্ত আয় বৎসরের আয়ের বিবরণী
ক্রমিক নং | আয়ের বিবরণী | টাকার পরিমাণ |
১। | বেতনাদিঃ ধারা ২১ অনুযায়ী (তফসিল ১ অনুসারে) | |
২। | নিরাপত্তা জামানতের উপর সুদঃ ধারা ২২ অনুযায়ী | |
৩। | গৃহ সম্পত্তির আয়ঃ ধারা ২৪ অনুযায়ী (তফসিল ২ অনুসারে) | |
৪। | কৃষি আয়ঃ ধারা ২৬ অনুযায়ী | |
৫। | ব্যবসা বা পেশার আয়ঃ ধারা ২৮ অনুযায়ী | |
৬। | ফার্মের আয়ের অংশঃ | |
৭। | প্রযোজ্য ক্ষেত্রে স্বামী / স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়ঃ ধারা ৪৩(৪) অনুযায়ী | |
৮। | মূলধনী লাভঃ ধারা ৩১ অনুযায়ী | |
৯। | অন্যান্য উৎস হতে আয়ঃ ধারা ৩৩ অনুযায়ী | |
১০। | মোট (ক্রমিক নং ১ হতে ৯) | |
১১। | বিদেশ থেকে আয়ঃ | |
১২। | মোট আয় (ক্রমিক নং ১০ এবং ১১) | |
১৩। | মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর | |
১৪। | কর রেয়াতঃ ধারা ৪৪(২)(বি) অনুযায়ী (তফসিল ৩ অনুসারে) | |
১৫। | প্রদেয় কর (ক্রমিক নং ১৩ ও ১৪ এর পার্থক্য) | |
১৬। | পরিশোধিত করঃ (ক) উৎস হতে কর্তিত/সংগৃহীত করঃ (প্রামাণ্য দলিলপত্র/বিবরণী সংযুক্ত করুন) টাকা ………………. (খ) ধারা ৬৪/৬৮ অনুযায়ী প্রদত্ত অগ্রিম কর (চালান সংযুক্ত করুন) টাকা ……………….. (গ) এই রিটার্নের ভিত্তিতে প্রদত্ত কর (ধারা ৭৪) অনুযায়ী (চালান/পে অর্ডার/ব্যাংক ড্রাফ্ট/চেক সংযুক্ত করুন) টাকা ………………. (ঘ) প্রত্যর্পণযোগ্য করের সমন্বয় (যদি থাকে) টাকা ………………. মোট [(ক), (খ), (গ) ও (ঘ) ] | টাকা …………………. |
১৭। | ক্রমিক নং ১৫ ও ১৬ নং এর পার্থক্য (যদি থাকে) | টাকা …………………. |
১৮। | কর অব্যাহতি প্রাপ্ত ও করমুক্ত আয়ের পরিমাণ | টাকা …………………. |
১৯। | পূর্ববর্তী কর বৎসরে প্রদত্ত আয়কর | টাকা …………………. |
* বিস্তারিত বিবরণাদির জন্য বা প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করুন।
প্রতিপাদন
আমি ………………………………………………………… পিতা/স্বামী …………………………………………….. ইউটিআইএন/টিআইএনঃ ………………………………………. সজ্ঞানে ঘোষণা করছি যে, এ রিটার্ন এবং বিবরণী ও সংযুক্ত প্রমাণাদিতে প্রদত্ত তথ্য আমার বিশ্বাস ও জানামতে সঠিক ও সম্পূর্ণ।
স্থানঃ …………………………… স্বাক্ষর
তারিখঃ …………………………
(স্পষ্টাক্ষরে নাম)
পদবী ও
সীল মোহর (ব্যক্তি না হলে)
আয়ের বিস্তারিত বিবরণী সম্বলিত তফসিল
করদাতার নামঃ | টিআইএনঃ | – | – |
তফসিল-১ (বেতনাদি)
বেতন ও ভাতাদি | আয়ের পরিমাণ (টাকা) | অব্যাহতি প্রাপ্ত আয়ের পরিমাণ (টাকা) | নীট করযোগ্য আয় (টাকা) |
মূল বেতন | |||
বিশেষ বেতন | |||
মহার্ঘ ভাতা | |||
যাতায়াত ভাতা | |||
বাড়ি ভাড়া ভাতা | |||
চিকিৎসা ভাতা | |||
পরিচারক ভাতা | |||
ছুটি ভাতা | |||
সম্মানী/পুরস্কার/ফি | |||
ওভার টাইম ভাতা | |||
বোনাস/এক্স-গ্রেসিয়া | |||
অন্যান্য ভাতা | |||
স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাঁদা | |||
স্বীকৃত ভবিষ্য তহবিলে অর্জিত সুদ | |||
যানবাহন সুবিধার জন্য বিবেচিত আয় | |||
বিনামূল্যে সজ্জিত বা অ-সজ্জিত বাসস্থানের জন্য বিবেচিত আয় | |||
অন্যান্য, যদি থাকে (বিবরণ দিন) | |||
বেতন হতে নীট করযোগ্য আয় |
তফসিল-২ (গৃহ সম্পত্তির আয়)
গৃহ সম্পত্তির অবস্থান ও বর্ণনা | বিবরণ | টাকা | টাকা |
১। ভাড়া বাবদ বার্ষিক আয় | |||
২। দাবীকৃত ব্যয়সমূহঃ | |||
মেরামত, আদায়, ইত্যাদি | |||
পৌর কর অথবা স্থানীয় কর | |||
ভূমি রাজস্ব | |||
ঋণের উপর সুদ/বদ্ধকী/মূলধনী চার্জ | |||
বীমা কিস্তি | |||
গৃহ সম্পত্তি খালি থাকার কারণে দাবিকৃত রেয়াত | |||
অন্যান্য, যদি থাকে | |||
মোট = | |||
৩। নীট আয় (ক্রমিক নং ১ হতে ২ এর বিয়োগফল) |
তফসিল-৩ (বিনিয়োগ জনিত কর রেয়াত)
আযকর অধ্যাদেশের তফসিল-৬ এর বি অংশের সাথে পঠিতব্য ধারা ৪৪(২)(বি)
১। জীবন বীমার প্রদত্ত কিস্তি | টাকা | ……………………… |
২। ভবিষ্যতে প্রাপ্য বার্ষিক ভাতা প্রাপ্তির উদ্দেশ্যে প্রদত্ত চাঁদা | টাকা | ……………………… |
৩। ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ অনুযায়ী প্রযোজ্য ভবিষ্য তহবিলে প্রদত্ত চাঁদা | টাকা | ……………………… |
৪। স্বীকৃত ভবিষ্য তহবিলে স্বীয় ও নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাঁদা | টাকা | ……………………… |
৫। অনুমোদিত বয়সজনিত তহবিলে প্রদত্ত চাঁদা | টাকা | ……………………… |
৬। অনুমোদিত ঋণপত্র বা ডিবেঞ্চার স্টক, স্টক বা শেয়ার এ বিনিয়োগ | টাকা | ……………………… |
৭। ডিপোজিট পেনশন স্কীমে প্রদত্ত চাঁদা | টাকা | ……………………… |
৮। কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা এবং গোষ্ঠী বীমা স্কীমের অধীন প্রদত্ত কিস্তি | টাকা | ……………………… |
৯। যাকাত তহবিলে প্রদত্ত চাঁদা | টাকা | ……………………… |
১০। অন্যান্য, যদি থাকে (বিবরণ দিন) | টাকা | ……………………… |
মোট = | টাকা | ……………………… |
* অনুগ্রহ করে বিনিয়োগসমূহের প্রত্যয়নপত্র/প্রমাণপত্র সংযুক্ত করুণ।
আয়কর রিটার্নের সাথে দাখিলকৃত দলিলপত্রাদির তালিকা
১। | ৬। |
২। | ৭। |
৩। | ৮। |
৪। | ৯। |
৫। | ১০। |
অসম্পূর্ণ রিটার্ণ গ্রহণযোগ্য হবে না।
আইটি-১০বি |
পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী (……………………… তারিখে)
করদাতার নামঃ | টিআইএনঃ | – | – |
১। (ক) ব্যবসার পুঁজি (মূলধনের জের) টাকা …………………….
(খ) পরিচালক হিসাবে লিমিটেড কোম্পানীতে শেয়ার বিনিয়োগ (ক্রয়মূল্য) টাকা …………………….
কোম্পানীর নাম শেয়ারের সংখ্যা
২। অ-কৃষি সম্পত্তি (আইন সম্মত ব্যয়সহ ক্রয়মূল্য): টাকা …………………….
জমি/গৃহ সম্পত্তি (সম্পত্তির বিবরণ ও অবস্থান)
৩। কৃষি সম্পত্তি (আইন সম্মত ব্যয়সহ ক্রয়মূল্য): টাকা …………………….
জমি (মোট জমির পরিমাণ ও জমির অবস্থান)
৪। বিনিয়োগঃ
(ক) শেয়ার/ডিবেঞ্চার টাকা ………………
(খ) সঞ্চয়পত্র/ইউনিট সার্টিফিকেট/বন্ড টাকা ………………
(গ) প্রাইজ বন্ড/সঞ্চয় স্কীম টাকা ………………
(ঘ) ঋণ প্রদান টাকা ………………
(ঙ) অন্যান্য বিনিয়োগ টাকা ………………
মোট = টাকা …………………….
৫। মোটর যান (ক্রয়মূল্য) টাকা …………………….
মোটর যানের প্রকৃতি ও রেজিস্ট্রেশন নম্বর
৬। অলংকারাদি (পরিমাণ ও ক্রয়মূল্য) টাকা ……………………
৭। আসবাবপত্র (ক্রয়মূল্য) টাকা ……………………
৮। ইলেক্ট্রনিক সামগ্রী (ক্রয়মূল্য) টাকা ……………………
৯। ব্যবসা বহির্ভূত অর্থ সম্পদ
(ক) নগদ টাকা ……………….
(খ) ব্যাংকে গচ্ছিত টাকা ……………….
(গ) অন্যান্য টাকা ……………….
মোট = টাকা …………………….
পূর্ববর্তী পৃষ্ঠার জের টাকা …………………….
১০। অন্যান্য পরিসম্পদ টাকা ……………………
(বিবরণ দিন)
মোট পরিসম্পদ = টাকা …………………..
১১। বাদঃ দায়সমূহ
(ক) সম্পদ অথবা জমি বন্ধক টাকা ……………….
(খ) জামানত বিহীন ঋণদায় টাকা ……………….
(গ) ব্যাংক ঋণ টাকা ……………….
(ঘ) অন্যান্য টাকা ……………….
মোট দায় = টাকা …………………..
১২। এই আয় বৎসরের শেষ তারিখের নীট সম্পদ (মোট পরিসম্পদ হতে মোট দায়ের বিয়োগফল) টাকা …………………..
১৩। বিগত আয় বৎসরের শেষ তারিখের নীট সম্পদ টাকা …………………..
১৪। সম্পদের পরিবৃদ্ধি (ক্রমিক ১২ হতে ১৩ এর বিয়োগফল) টাকা …………………..
১৫। (ক) পারিবারিক ব্যয়ঃ [ ফরম নং আইটি-১০বিবি অনুযায়ী মোট খরচ] টাকা …………………..
(খ) | পরিবারের নির্ভরশীল সদস্য সংখ্যাঃ | ||
পূর্ণ বয়স্ক | শিশু |
১৬। সম্পদের মোট পরিবৃদ্ধি (ক্রমিক ১৪ এবং ১৫ এর যোগফল ) টাকা …………………..
১৭। অর্জিত তহবিলসমূহঃ –
(১) প্রদর্শিত রিটার্ন আয় টাঃ ………………….
(২) কর অব্যাহতি প্রাপ্ত ও করমুক্ত আয় টাঃ ………………….
(৩) অন্যান্য প্রাপ্তি টাঃ ………………….
মোট অর্জিত তহবিল = টাকা …………………..
১৮। পার্থক্য (ক্রমিক ১৬ হতে ১৭ এর বিয়োগফল ) = টাকা …………………..
আমি বিশ্বস্ততার সাথে ষোষণা করছি যে, আমার জ্ঞান ও বিশ্বাস মতে আইটি-১০বি তে প্রদত্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ।
করদাতার নাম ও স্বাক্ষর
তারিখঃ …………………
- করদাতার নিজের, তাঁর স্ত্রী/স্বামীর (রিটার্ন দাখিলকারী না হলে),নাবালক ও নির্ভরশীল সন্তানদের পরিসম্পদ ও দায় উপরি-উক্ত বিবরণীতে প্রদর্শন করতে হবে।
- প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করুন।
ফরম নং আইটি-১০বিবি
ফরম
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৭৫(২)(ডি)(আই) এবং ধারা ৮০ অনুসারে
ব্যক্তি করদাতার জীবন যাত্রার মান সম্পর্কিত তথ্যের বিবরণী।
করদাতার নামঃ | টিআইএনঃ | – | – |
ক্রমিক নম্বর | খরচের বিবরণ | টাকার পরিমাণ | মন্তব্য |
১ | ব্যক্তিগত ও ভরনপোষন খরচ | টাঃ | |
২ | উৎসে কর কর্তনসহ বিগত অর্থ বৎসরে পরিশোধিত আয়কর | টাঃ | |
৩ | আবাসন সংক্রান্ত খরচ | টাঃ | |
৪ | ব্যক্তিগত যানবাহন ব্যবহার সংক্রান্ত যাবতীয় খরচ | টাঃ | |
৫ | আবাসিক বিদ্যুৎ বিল | টাঃ | |
৬ | আবাসিক পানির বিল | টাঃ | |
৭ | আবাসিক গ্যাস বিল | টাঃ | |
৮ | আবাসিক টেলিফোন বিল | টাঃ | |
৯ | সন্তানদের লেখাপড়া খরচ | টাঃ | |
১০ | নিজ ব্যয়ে বিদেশ ভ্রমণ সংক্রান্ত খরচ | টাঃ | |
১১ | উৎসব ব্যয়সহ অন্যান্য বিশেষ ব্যয়, যদি থাকে | টাঃ | |
মোট খরচ | টাঃ |
আমি বিশ্বস্ততার সাথে ষোষণা করছি যে, আমার জ্ঞান ও বিশ্বাস মতে এই আইটি-১০বিবি তে প্রদত্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ।
করদাতার নাম ও স্বাক্ষর
তারিখঃ ……………….
* প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করুন।
“…………………………………………………………………………………………………………….
আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকার পত্র
করদাতার নামঃ ………………………………………………………………………….. কর বৎসরঃ ……………………………
ইউটিআইএন/ টিআইএনঃ | – | – | সার্কেলঃ…………. | কর অঞ্চলঃ………… |
রিটার্ন ফরম পূরণের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলী
নির্দেশাবলীঃ (১) এ আয়কর রিটার্ন ব্যক্তি করদাতা অথবা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৭৫ ধারার অধীন নির্ধারিত ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিপাদিত হতে হবে। (২) প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত করুনঃ (ক) বেতন আয়ের ক্ষেত্রে বেতন বিবরণী , ব্যাংক সুদের ক্ষেত্রে ব্যংক বিবরণী, সঞ্চয় পত্রের উপর সুদের ক্ষেত্রে সুদ প্রদানকারী ব্যাংকের সনদ পত্র, গৃহ সম্পত্তির আয়ের ক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্র, পৌর কর ও খাজনা প্রদানের রশিদ, গৃহ ঋণের উপর সুদ থাকিলে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সনদপত্র/বিবরণী, বীমা কিস্তি প্রদত্ত থাকিলে কিস্তি প্রদানের রশিদ, পেশাগত আয় থাকিলে আয়কর বিধি-৮ মোতাবেক আয়ের সপক্ষে বিবরণী, অংশিদারী ফার্মের আয়ের অংশ থাকিলে অংশিদারী ফার্মের কর নির্ধারণ আদেশের কপি/আয়-ব্যয়ের হিসাব ও স্থিতিপত্র, মূলধনী মুনাফা থাকিলে প্রমাণাদি, ডিভিডেন্ট আয় থাকিলে ডিভিডেন্ট প্রপ্তির সনদপত্র, অন্যান্য উৎসের আয় থাকিলে উহার বিবরণী এবং সঞ্চয়পত্র, এল.আই.পি, ডিপিএস, যাকাত, স্টক/শেয়ার ক্রয়, ইত্যাদিতে বিনিয়োগ থাকিলে প্রমাণাদি; (খ) ব্যবসার আয় থাকিলে আয়-ব্যয়ের হিসাব বিবরণী, উৎপাদনের হিসাব, বাণিজ্যিক হিসাব, লাভ ও ক্ষতি হিসাব এবং স্থিতিপত্র; (গ) আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর তৃতীয় তফশীল অনুযায়ী অবচয় দাবী সম্বলিত অবচয় বিবরণী; (ঘ) আয়কর আইন অনুযায়ী আয় পরিগণনা। (৩) পৃথক বিবরণী সংযুক্ত করুনঃ (ক) করদাতার স্ত্রী বা স্বামী (করদাতা না হলে), নাবালক সন্তান ও নির্ভরশীলের নামে কোন আয় থাকলে; (খ) কর অব্যাহতি প্রাপ্ত ও করমুক্ত আয় থাকলে। (৪) স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর বিধি-৩৮ এর শর্তাবলী পরিপালন করতে হবে। (৫) দাখিলকৃত দলিলপত্রাদি করদাতা অথবা করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। (৬) প্রতি ৫ বৎসর অন্তর করদাতার ছবি রিটার্নের সাথে দাখিল করতে হবে। (৭) নিম্নোক্ত তথ্য প্রদান করুনঃ (ক) করদাতা ফার্ম হলে অংশীদারগণের টি,আই,এন সহ নাম ও ঠিকানা; (খ) করদাতা অংশীদার হলে টি,আই,এন সহ ফার্মের নাম ও ঠিকানা; (গ) করদাতা পরিচালক হলে কোম্পানী/কোম্পানীসমূহের টি,আই,এন সহ নাম ও ঠিকানা। (৮) করদাতার নিজের, স্বামী/স্ত্রী (যদি তিনি করদাতা না হন), নাবালক সন্তান এবং নির্ভরশীলদের সম্পদ ও দায় বিবরণী আইটি-১০বি অনুসারে প্রদর্শন করতে হবে। (৯) করদাতা বা তাঁর আইনানুগ প্রতিনিধির স্বাক্ষর বাধ্যতামূলক। ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে আইটি-১০বি ও আইটি-১০বিবি-তে স্বাক্ষর প্রদানও বাধ্যতামূলক। (১০) স্থান সংকুলান না হলে প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করা যাবে। |
“………………………………………………………………………………………………………………..
রিটার্নে প্রদর্শিত মোট আয়ঃ টাকা ………………………………….. পরিশোধিত করঃ টাকা………………………………………………..
করদাতার নীট সম্পদঃ টাকা …………………………………………
আয় বিবরণী গ্রহণের তারিখঃ ……………………………………….. রিটার্ন রেজিস্টারের ক্রমিক নং ……………………………………….
আয় বিবরণীর প্রকৃতিঃ | স্বনির্ধারণী | সার্বজনীন স্বনির্ধারণী | সাধারণ |
গ্রহণকারী কর্মকর্তার স্বাক্ষর ও সীল
আয়কর রিটার্ন ফরম doc ফরমেট সংগ্রহে রাখতে পারেন Nikosh Font : ডাউনলোড
বিকল্প হিসাবে Editable PDF Format সংগ্রহ করতে পারেন: ডাউনলোড
সকল ধরনের বাংলা আয়কর ফরম Zip করে দেওয়া হলো সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড