সরকারি কাজে কম্পিউটারে বাংলার ব্যবহার দ্রুত প্রমিতকরণ নিশ্চিতকরণসহ সকল মন্ত্রণালয়/ বিভাগ ও এর অধিনস্ত দপ্তরসমূহে অনতিবিলম্বে বাংলা ইউনিকোড-এর ব্যবহার শুরু করা নির্দেশ প্রদান করে গেজেট প্রকাশ করা হয়েছে।
- আমরা এখনও অনেকেই জানিনা ইউনিকোড কি।
- সাধারণত এখন বিজয় ক্লাসিক ব্যবহার করি।
- ইউনিকোড একটি সার্বজনীন ফন্ট যা সব কম্পিউটার ও ইন্টারেটে সাপোর্ট করে।
- নিকস (NIKOSH)
- সোলাইমান (Solaimanlipi)
- এগুলো ইউনিকোড ফন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
কম্পিউটার টাইপে ইউনিকোড ফন্ট ব্যবহারের নির্দেশ দেখুন: ডাউনলোড