জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ১০৭০৩০৫০০০০০০০-উপজেলা প্রশাসনের অনুকূলে ২০২১-২২ অর্থ বছরে জুলাই ২০২১ হতে জুন ২০২২ পর্যন্ত সময়ের জন্য পরিচালন কার্যক্রম এর অধীন আবর্তক ব্যয়, প্রশাসনিক ব্যয় ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য এতৎসঙ্গে সংযোজিত বিবরণী অনুসারে নিম্নবর্ণিত শর্তে বাজেট বরাদ্দ এবং খরচের মঞ্জুরি জ্ঞাপন করছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
বাজেট ও পরিবীক্ষণ শাখা
www.mopa.gov.bd
স্মারক নম্বর: ০৫.০০.০০০০.১১৯.২০.২১৮.২০.৬৮৮; তারিখ: ০৭ জুলাই ২০২১
প্রাপক: উপজেলঅ নির্বাহী অফিসার (সকল)
বিষয়: ২০২১-২২ অর্থ বছরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ১০৭০৩০৫০০০০০০০-উপজেলা প্রশাসনের এর বিভিন্ন উপখাতের বাজেট বরাদ্দ বন্টন এবং সঠিকভাবে বাজেট ব্যবহারের লক্ষ্যে দিকনির্দেশনা।
জনাব,
উপর্যুক্ত বিষয়ে নিম্নস্বাক্ষরকারী আদিষ্ট হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ১০৭০৩০৫০০০০০০০-উপজেলা প্রশাসনের অনুকূলে ২০২১-২২ অর্থ বছরে জুলাই ২০২১ হতে জুন ২০২২ পর্যন্ত সময়ের জন্য পরিচালন কার্যক্রম এর অধীন আবর্তক ব্যয়, প্রশাসনিক ব্যয় ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য এতৎসঙ্গে সংযোজিত বিবরণী অনুসারে নিম্নবর্ণিত শর্তে বাজেট বরাদ্দ এবং খরচের মঞ্জুরি জ্ঞাপন করছি:
ক) অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে ব্যয়োত্তর অনুমোদন প্রদান করা হবে না বিধায় বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত ব্যয় করা যাবে না;
চ) অর্থ বছর শেষে ০৭ জুলাই তারিখের মধ্যে ব্যয়ের বিবরণীসহ সমর্পণ প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
২। উল্লেখ, টিওএন্ডই’র প্রাপ্যতা, বিদ্যমান সংখ্যা এবং বাজেট সংস্থান বিবেচনা করে বরাদ্দ প্রদান করা হবে।
(মো: মায়সুর মাহমুদ চৌধুরী)
উপসচিব
ফোন: ৯৫৪৫১৪৫
উপজেলা প্রশাসনের বিভিন্ন উপখাতের বাজেট বরাদ্দ মঞ্জুরীপত্র: ডাউনলোড