কোন ব্যক্তির জন্য সরকার আয়কর দেওয়া বাধ্যতামূলক করেছে?
অর্থ আইন ২০১৫ এর আওতায় প্রত্যেক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশী সহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির আয়ের সীমা ২,৫০,০০০/= টাকার উপরে হলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন।
তবে
(১) মহিলা এবং ৬৫ বৎসর বা তদুর্ধ বয়সের ব্যক্তি করদাতা আয় ৩,০০,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবনে। (২) প্রতিবন্ধি করদাতা আয় ৩,৭৫,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন। (৩) গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় সীমা ৪,২৫,০০০/= টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন।
কোন ব্যক্তির জন্য সরকার আয়কর দেওয়া বাধ্যতামূলক করেছে? বিস্তারিত জানতে দেখুন: ডাউনলোড
আরও দেখুন:
- জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ পানির বিলে উৎসে মূসক কর্তন করতে হবে না।
- অনলাইনে বিজ্ঞাপন প্রচারে ১৫% VAT গুনতে হবে।
- প্রশ্নোত্তরে জানবো আয়কর, ভ্যাট কর্তন, জমা কোড সরাসরি ক্রয়সীমা।
- উৎসে কর কর্তনের হার ০.২৫ শতাংশ।
- হিসাব রক্ষণ অফিস কর্তৃক প্রদত্ত আয়কর প্রত্যয়ন পত্র।
- সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত।
- সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
- সকল খাতের নতুন অর্থনৈতিক কোডসমূহ একসাথে দেওয়া হলো।
- আয়কর রিটার্ণ কি? আয়কর রিটার্ণ কারা দাখিল করবেন?
- আয়কর রিটার্ণ সংশোধন যোগ্য ফরম বাংলায়।
- কোন ব্যক্তির জন্য সরকার আয়কর দেওয়া বাধ্যতামূলক করেছে?
- একজন সরকারি চাকরীজীবীর আয়কর নির্ধারণ টিউটোরিয়াল দেখে নিন।
- সরকারি কর্মকর্তা/কর্মচারীদের যে সকল ভাতা করমুক্ত থাকবে।
- কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০১৯-২০
- আয়কর আইন বিধি-৫০ বেতন (Salaries) সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
- টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম।
- উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা, ২০১৯
- চাকুরিজীবীর পূরণকৃত আয়কর দাখিলের নমুনা ফরম।
- আয়কর রিটার্ন ফরম doc ফরম্যাট। (MS Word) Nikosh Font
- রিটার্ন জমা না দিলে কি হবে? জরিমানা না শাস্তি।
- মিটিং ও প্রশিক্ষণ বাবদ প্রাপ্ত সম্মানী এর উপর আয়কর ১০%।
- রেভিনিউ স্ট্যাম্প কি? রেভিনিউ স্ট্যাম্প এর ব্যবহার।
- বার্ষিক সর্বনিম্ন কত টাকা আয় করলে আয়কর দিতে হয় ।
- অতিরিক্ত গৃহীত অর্থ যে কোডে চালানের মাধ্যমে জমা দিবেন।
- ব্যাংক আমানত ১,০০,০০০ টাকার উপরে হলেই ১৫০ টাকা অবগারি শুল্ক ।
Originally posted 2018-11-17 16:23:00.
Pingback: টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম।
Pingback: উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা, ২০২০
Pingback: উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা, ২০১৯
Pingback: কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০২০-২১
Pingback: উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা ২০২১ - বাংলাদেশ সার্ভিস রুলস
Pingback: চাকুরিজীবীর পূরণকৃত আয়কর দাখিলের নমুনা ফরম।