কোন সরকারী কর্মচারী ফৌজদারি অপরাধে মামলায় নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত গ্রেফতার নয়।
সারসংক্ষেপ:
- তাঁর দায়িত্বে পালনের সহিত সম্পর্কিত কোন ফৌজদারি মামলার অভিযোগ থাকলেও।
- অন্য কোন আইনি কার্যধারায় বিচারাধীন থাকলেও।
- অন্য বিভাগীয় মামলা চলমান থাকবে।
- বিচারকারী আদালত যদি জানতে পারে আসামী সরকারি কর্মচারী তাহলে অনতিবিলম্বে নিয়োগকারী কর্তৃপক্ষকে অবগত করতে হবে।
- সরকারি কর্মচারী যদি এক বৎসরের অধিক সময়ের জন্য কারাদন্ডে দন্ডিত হয় তবে উক্ত রায় প্রদানের তারিখ হতে তাৎক্ষনিকভাবে বরখাস্ত হইবেন।
- এককালীন পেনশন প্রাপ্যতা ২০২৫ । মৃত কর্মচারীর পরিবারের যে যে সদস্য আনুতোষিক প্রাপ্য হয়
- পে-স্কেল ও মহার্ঘ ভাতার দাবী ২০২৫ । বিভিন্ন দাবি আদায়ে ১ মে হতে প্রেসক্লাবে গণ জমায়েতে যোগ দিন
- Pension Book PDF File 2025 । পেনশন বিধিমালা PDF ডাউনলোড করবো কোথা থেকে?
- সরকারি কর্ম হতে বিরত বিধি ২০২৫ । সাময়িক বরখাস্তের পর কর্মস্থলে নিজ দায়িত্ব পালন করা যাবে কি?
- সরকারি হাজিরা খাতা স্বাক্ষর ২০২৫ । কর্মকর্তা/কর্মচারীদের অফিসে আগমনের গ্রেস পিরিয়ড কতক্ষণ?
বিস্তারিত জানতে সরকারি চাকুরি আইন, ২০১৮ গেজেট দেখুন: ডাউনলোড