পুলিশ বাহিনীর এসআই বা তদনিম্ন পর্যায়ের ঝুঁকি ভাতার হার সংক্রান্ত।

“ঝুঁকি ভাতার আওতাভূক্ত পুলিশ সদস্যগণ পদোন্নতি জণিত কারণে নিম্নপদে প্রাপ্য ঝুঁকি ভাতা থেকে কম পরিমাণ ঝুঁকি ভাতা প্রাপ্য হলে উপর্যুক্ত প্রজ্ঞাপনের সারণিতে পদোন্নতি প্রাপ্ত পদের বিপরীতে উল্লিখিত হারের সমধাপে বা উচ্চধাপে পৌঁছানোর পূর্ব পর্যন্ত নিম্নপদে আহরিত ঝুঁকি ভাতার সমপরিমাণ ভাতা প্রাপ্য হবেন।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ অধিশাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৪৪.০৫৮.১৫.৮২; তারিখ: ২৩/০৮/২০১৭ খ্রি:

প্রজ্ঞাপন

অর্থ বিভাগের ১৮/১০/২০১৫ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭৩.৪৪.০৫৮.১৫.৮০ নং প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ বাহিনীর এসআই/ সার্জেন্ট/ টিএসআই এবং তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের চাকরির বয়স ভিত্তিক ঝুঁকি ভাতার হার নির্ধারণের ক্ষেত্রে বিরাজমান জটিলতা নিরসনকল্পে সরকার নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে:

“ঝুঁকি ভাতার আওতাভূক্ত পুলিশ সদস্যগণ পদোন্নতি জণিত কারণে নিম্নপদে প্রাপ্য ঝুঁকি ভাতা থেকে কম পরিমাণ ঝুঁকি ভাতা প্রাপ্য হলে উপর্যুক্ত প্রজ্ঞাপনের সারণিতে পদোন্নতি প্রাপ্ত পদের বিপরীতে উল্লিখিত হারের সমধাপে বা উচ্চধাপে পৌঁছানোর পূর্ব পর্যন্ত নিম্নপদে আহরিত ঝুঁকি ভাতার সমপরিমাণ ভাতা প্রাপ্য হবেন।”

২। এ আদেশ ০১/০৭/২০১৬ খ্রি: তারিখ থেকে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(মোঃ গোলাম মোস্তফা)

উপসচিব

ফোন: ৯৫১৪৪৮৭

পুলিশ বাহিনীর এসআই/সাজেন্ট/টিএসআই এবং তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের চাকরির বয়স ভিত্তিক ঝুঁকি ভাতার হার সংক্রান্ত: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *