UDA to Administrative Officer 2025 । উচ্চমান সহকারী থেকে প্রশাসনিক কর্মকর্তা নিয়ম কি?
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত উচ্চমান সহকারী বা সমমান পদ গুলো হতে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করা হয়েছে-UDA to Administrative Officer 2025
নিয়োগ বিধি সংশোধনের ৮০% সমাধান হয়ে যাবে? হ্যাঁ। প্রধান সহকারী ও উচ্চমান সহকারী পদকে প্রশাসনিক কর্মকর্তা এবং বেতন স্কেল ১০ গ্রেডে রুপান্তর। সাঁটলিপিকার পদকে ব্যক্তিগত কর্মকর্তা এবং ১০ম গ্রেডে রুপান্তর ।হিসাব রক্ষক, ক্যাশিয়ার, অডিটর ইত্যাদি পদকে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ১০ম গ্রেডে রুপান্তর। এই তিনটি পদের পদবি এবং বেতন স্কেল পরিবর্তন করা হলে অধিদপ্তর, দপ্তর ও সংস্থার ৮০% সমস্যা সমাধান হবে। বাকি ২০% যখন দপ্তর সংস্থা নিয়োগ বিধি তৈরি করবেন তখন সমাধান হবে। একটা উদাহরণ : মন্ত্রণালয়ের একজন অফিস সহায়ক অথবা সমমানের পদ হতে ৫ অথবা ৭ বছরে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হয় মানে ১৬ তম গ্রেড। ঐ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক যদি ৬ অথবা ৮ বছর পদোন্নতি পেয়ে ১০ম গ্রেডে যায়। ধরি তারপর চাকরির বয়স ১৬ বছর। ঐ AO/Po/ Asst Ac এরা ২৬ বছর একটা উচ্চতর গ্রেড পান তখন তার বেতন গ্রেড হবে ৯ম গ্রেড হবে। আর কি আশা করা যায়। যদি অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এর জীবন চক্র হিসাব করি। সে শেষ জীবনে কমপক্ষ ৮ ম গ্রেডে যেতে পারবেন। একটা ট্যেকনিক্যাল পদের ১৬ গ্রেডের জীবন চক্র হিসাব করলে দেখা যায়। ঐ ব্যক্তির শেষ জীবনে ৮ম গ্রেডে বেতন পান। আর একজন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এর শেষ বেতন স্কেল ১২তম গ্রেড স্কেলে শেষ ধাপ। এখন আপনারা চিন্তা করেন মিটিং কি উপস্থিত হওয়ার প্রয়োজন আছে কি? এমনটি বলছিলেন মোঃ নুরুজ্জামান যুগ্ম মহাসচিব বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ।
এটি কি শুধু মন্ত্রণালয়ে হয়? না। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের ৮০.০০,০০০০.১11.12.001.25-04 নং স্মারকের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩ অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন নিম্নবর্ণিত কর্মচারীগণকে নির্ধারিত শর্তে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১০ম গ্রেড টাকা ১৬০০০-৩৮৬৪০/- বেতনক্রমে ৫ নং কলামে বর্ণিত পদে পদোন্নতি প্রদান করে ৬ নং কলামে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
উচ্চমান সহকারী কে? উচ্চমান সহকারী (Upper Division Assistant) বলতে সাধারণত সরকারি বা বেসরকারি বিভিন্ন অফিসে কর্মরত এমন এক ধরনের সহকারীদের বোঝায়, যাদের মূল কাজ হলো অফিসিয়াল কাজকর্মে সহায়তা করা। তাদের কাজের ধরন ও দায়িত্ব অফিসের ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। উচ্চমান সহকারী পদটি সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদে কর্মরত ব্যক্তিরা অফিসের বিভিন্ন কাজকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উচ্চমান সহকারীর কাজগুলো কি কি? অফিসের বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালনা করা। অফিসের বিভিন্ন নথিপত্র ও ফাইল ব্যবস্থাপনা করা। কম্পিউটার ও অন্যান্য অফিস সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন কাজ করা। অফিসের বিভিন্ন হিসাব-নিকাশ ও আর্থিক কাজ পরিচালনা করা। অফিসের বিভিন্ন কাজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা করা। অফিসের চিঠিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র আদান-প্রদান করা। অফিসের বিভিন্ন সভায় অংশ নেওয়া ও সভার কার্যবিবরণী তৈরি করা। অফিসের বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা। অফিসের বিভিন্ন কাজে জনসাধারণের সাথে যোগাযোগ রক্ষা করা। উচ্চমান সহকারী পদের জন্য সাধারণত স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়। এছাড়া, কম্পিউটার চালনায় দক্ষতা ও অফিস ব্যবস্থাপনার জ্ঞান থাকা আবশ্যক।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন কর্মচারীদের দশম গ্রেডে পদোন্নতি প্রজ্ঞাপন ২০২৫ । সাঁট মুদ্রাক্ষরিক ও হিসাবরক্ষক পদ হতেও এও পদে পদোন্নতি দেয়া হয়েছে
সরকার বাংলাদেশ সচিবালয়ের সহকারী সচিব’এর ফিডার পদে কর্মরত নিম্নেবর্ণিত কর্মচারীগণের পদবী বর্তমান পদের দায়িত্ব, সুবিধাদি/বেতন স্কেল, কর্মপরিধি ও পদমর্যাদা অপরিবর্তিত রাখিয়া পরিবর্তন করা হয়েছিল।
- প্রধান সহকারী, শাখা সহকারী, উচ্চমান সহকারী, বাজেট পরীক্ষক থেকে প্রশাসনিক কর্মকর্তা
- সাঁটলিপিকার থেকে ব্যক্তিগত কর্মকর্তা
- কর্মপরিধি একই রাখা হয়েছে।
- সুবিধাদি ও বেতন স্কেল এই রাখা হয়েছে।
যে আদেশের মাধ্যমে উচ্চমান সহকারী থেকে প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছিল বিস্তারিত জানতে প্রজ্ঞাপন দেখুন: ডাউনলোড