রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংক এবং আর্থিক সংস্থাসমূহের পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডাইরেক্টরস) সাংগঠনিক কাঠামো সংক্রান্ত সামরিক আইন কমিটি (ব্রিগেডিয়ার এনাম কমিটি) এর নির্ধারিত মান (Standard) অনুযায়ী তাদেঁর স্ব স্ব প্রতিষ্ঠানের শাখা/অফিসমূহের লোকবল অনুমোদন /পরিবর্তন/পরিবর্ধন ও সংশোধন করতে পারেন। এক্ষেত্রে তাঁরা সূত্রের স্মারকের অপরাপর শর্তও অনুসরণ করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
রাষ্ট্রপতির সচিবালয়
পাবলিক বিভাগ
পত্র সংখ্যা: অবি(প্র-১)/বিবিধ-১/৮৭-৪০৭(১৪; তারিখ: ৮ অক্টোবর ৮৮
বিষয়: মন্ত্রণালয়/বিভাগ/স্ব-শাসিত সংস্থা/কর্পোরেশনকে প্রশাসনিক ক্ষমতা প্রদান।
সূত্র; রাষ্ট্রপতির সচিবালয়ের পত্র নং-অবি(প্র-১)/বিবিধ-১/৮৭-৫৪, তারিখ: ২৪ জুন ১৯৮৭
উপরের বিষয় ও সূত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংক এবং আর্থিক সংস্থাসমূহের পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডাইরেক্টরস) সাংগঠনিক কাঠামো সংক্রান্ত সামরিক আইন কমিটি (ব্রিগেডিয়ার এনাম কমিটি) এর নির্ধারিত মান (Standard) অনুযায়ী তাদেঁর স্ব স্ব প্রতিষ্ঠানের শাখা/অফিসমূহের লোকবল অনুমোদন /পরিবর্তন/পরিবর্ধন ও সংশোধন করতে পারেন। এক্ষেত্রে তাঁরা সূত্রের স্মারকের অপরাপর শর্তও অনুসরণ করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(এ এইচ এফ কে সাদেক)
৮-১০-১৯৮৮
রাষ্ট্রপতির মুখ্য সচিব
মন্ত্রণালয়/বিভাগ/স্ব-শাসিত সংস্থা/কর্পোরেশনকে প্রশাসনিক ক্ষমতা প্রদান: ডাউনলোড