বেতন ও ভাতাতি আদেশ ২০০৯ এর অনুচ্ছেদ-২৪ অনুযায়ী মাসিক আপ্যায়ন ভাতার হার নিম্নরূপ-
১। মন্ত্রীপরিষদ সচিব/সম পদ ধারীর আপ্যায়ন ভাতা ২০০০ টাকা।
২। মুখ্য সচিব /সমপদ ধারীর আপ্যায়ন ভাতা ১২০০ টাকা।
৩। সচিব /সমপদ ধারীর আপ্যায়ন ভাতা ১০০০ টাকা।
৪। অতিরিক্ত সচিব /সমপদ ধারীর আপ্যায়ন ভাতা ৯০০ টাকা।
৫। যুগ্ন- সচিব /সম পদ ধারীর আপ্যায়ন ভাতা ৬০০ টাকা।
বেতন ও ভাতাদি আদেশ ২০০৯ এর অনুচ্ছেদ-১১ (২) অনুযায়ী এই বর্ধিত হার ১ জুলাই, ২০১০ হইতে কার্যকর হইয়াছে।
মন্ত্রিপরিষদ সচিব ও মূখ্য সচিব ৩ হাজার টাকা, সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২ হাজার ৫০০ টাকা, অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২ হাজার টাকা, যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের ১ হাজার ৫০০ টাকা সুপারিশ করা হয়েছিল। কিন্তু
পরবর্তীতে পে স্কেল ২০১৫ জারির পর এ স্কেল
মন্ত্রিপরিষদ সচিব/মূখ্য সচিব ২০০০ (দুই হাজার) টাকা, সিনিয়র সচিব/সচিব ১০০০ (এক হাজার) টাকা, অতিরিক্ত সচিব ৯০০ টাকা এবং যুগ্ন সচিব/অন্যান্য প্রাধিকারভূক্ত কর্মচারীগণ ৬০০ (ছয়শত) টাকা মাসিক আপ্যায়ন ভাতা প্রাপ্য হইবেন।
আরও দেখুন: পে-স্কেল গেজেট ২০১৫: ডাউনলোড