সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

সঞ্চয়পত্র ফরম । সঞ্চয়পত্র ক্রয়ের বিভিন্ন প্রকারের ফরম ২০২৪

বর্তমানে পোস্ট অফিস, ব্যাংক এবং জেলা সঞ্চয় ব্যুরেতে ৪ ধরনের সঞ্চয়পত্র ফরম ব্যবহার করা হয়। তবে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ব্যাংকে বিক্রি হয় না বলে এটি আপনি ব্যাংক বা ডাকঘরে পাবেন না। সঞ্চয়পত্র ফরম আপনি অনলাইন হতে ডাউনলোড করে প্রিন্ট করে হাতে লিখতে পারেন অথবা চাইলে ওয়ার্ড কপিতে টাইপ করে প্রিন্ট করতে পারেন। এই পেইজের লিংক হতে আপনি বিভিন্ন প্রকার সঞ্চয়পত্র ফরম সংগ্রহ করতে পারবেন।

পরিবার সঞ্চয়পত্র ফরম ৫ বছর মেয়াদী

সঞ্চয়পত্রে মুনাফার হার সবচেয়ে বেশি হচ্ছে পেনশনার সঞ্চয়পত্রে ১১.৭৬% শতাংশ। এরপরই যে স্কিমটি মাথায় আসে সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এটিতে ১১.৫২% মুনফার দেয়া হয়। যদিও এ মুনাফা ১৫ লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের মুনাফার হার নিয়ে বেশি চিন্তা ভাবনা করে বিনিয়োগ করতে হয়। এদিক থেকে পরিবার সঞ্চয়পত্রে আপনার স্ত্রীর নামে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। পরিবার সঞ্চয়পত্র ফরম ডাউনলোড করতে ক্লিক করুনসঞ্চয়পত্র ফরম পূরণের নিয়ম

৩ মাস অন্তর ভিত্তিক মুনাফা সঞ্চয়পত্র ৩ বছর মেয়াদী

সাধারণত ৩ মুনাফা অন্তর সঞ্চয়পত্র পুরুষদের জন্য এবং পরিবার সঞ্চয়পত্র মহিলাদের জন্য, এছাড়াও পেনশনার সঞ্চয়পত্র এবং বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে যা ক্রয়ের জন্য নির্ধারিত ফরম পূরন করতে হয় এসব ফরমের PDF কপি এবং ওয়ার্ড ফাইল এ ওয়েবসাইট হতেই ক্রয় করা যাবে।

২ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে টিআইএন সার্টিফিকেট প্রয়োজন পড়বে না। টিআইএন সার্টিফিকেট করা কিছুটা ঝামেলা হলেও এটি কিন্তু নিজে নিজেই আপনার মোবাইলে সম্পন্ন করা যায়। তবে আপনি চাইলে কোন কম্পিউটার দোকান থেকে কিছু পারিশ্রমিক দিয়ে করিয়ে নিতে পারেন। টিআইএন একবার করলে আর করার প্রয়োজন নেই। Sanchayapatra Form 2022 । সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম

৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে লক্ষ রাখবেন, পুরুষদের জন্য প্রতিমাসে উত্তোলন করা যায় এমন কোন সঞ্চয়পত্র নেই। ৬৫ বছর উর্ধ্ব বয়সধারীগণ প্রতিমাসে উত্তোলনের জন্য পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন তা সে পুরুষ হোক বা মহিলা। আরও একটি বিষয় মনে রাখুন সর্বনিম্ন ৩ বছরের জন্য সঞ্চয়পত্র কেনা যায়। বাংলাদেশ সঞ্চয়পত্র ৫ বছর মেয়াদী হয়। মেয়াদ শেষেই কেবল মুল অর্থ এবং মুনাফা পাওয়া যায়। তাই বাংলাদেশ সঞ্চয়পত্র একটি মেয়াদী স্কীম যেখানে মুনাফা এবং মুল টাকা মেয়াদ শেষেই পাওয়া যাবে। Sanchayapatra Form 2022 । সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম

Download Sanchaypatro Form Bangladesh Bank: Click Link

পেনশনার সঞ্চয়পত্র

পেনশনার সঞ্চয়পত্র শুধুমাত্র পেনশনের টাকায় কেনা যায়। একজন পেনশনার বা তার পরিবার যে পরিমাণ অর্থ এককালিন পেনশন অর্থ আনুতোষিক হিসাবে পেয়ে থাকে তা দিয়েও পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। তবে লাম্পগ্র্যান্ট এমাউন্ট বা জিপিএফ হতে প্রাপ্ত টাকা হতেও পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করা যায়। তবে আপনি এই তিনটি খাত হতে ঠিক কোন আদেশমূলে অর্থ পেয়েছেন তার প্রমানপত্র দাখিল করতে হয় যদি না পিপিও বা ইপিপিও বই থাকে। পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম। Pensioner-Sanchayapatra.pdf: ডাউনলোড

বিভিন্ন প্রকার সঞ্চয়পত্র ফরম PDF এবং Word DOC ফাইল ফরম্যাট ২০২২

Sanchayapatra Form 2023 । সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *