সর্বোচ্চ এক সংগে এক বৎসর ছুটি প্রদান করা যায়। কিন্তু চিকিৎসা প্রত্যয়নপত্র সাপেক্ষে দুই বৎসর পর্যন্ত ছুটি বর্ধিত করা যায়।
উল্লেখ্য যে, ২৯-৬-৮৩ তারিখের স্মারক নং ইডি(আর-৪)-১৬/৮৩/৬২ অনুযায়ী চিকিৎসা প্রত্যয়নপত্র সাপেক্ষে ছুটি গ্রহণকালে সাত দিনের অধিক সময়ের জন্য সরকারী হাসপাতালের প্রত্যয়নপত্র প্রদান করিতে হইবে।
সরকার পরবর্তীতে কতকগুলি রোগের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি শিথিল করিয়াছেন-যথা হৃদরোগ।