সাধারণ ভবিষ্য তহবিলের জমার সুদ নির্ণয়।

সাধারণ ভবিষ্য তহবিলের জমার সুদ দুই পদ্ধতিতে নির্ণয় করা হয়। ক) প্রারম্ভিক জের ও উত্তোলনের ক্ষেত্রে সরল সুদ। খ) তহবিলের বাৎসরিক চাঁদার ক্ষেত্রে রেকারিং (Recurring) সুদ।

ক) প্রারম্ভিক জের যদি ১,০০,০০০.০০ টাকা হয় এবং সুদের হার যদি ১৩% হয় (১,০০,০০০*১৩)/১০০ = ১৩,০০০/- টাকা।

খ) মাসিক চাঁদার হার ১০০০.০০ টাকা এবং সুদের হার ১৩% হয়-

সূত্র = (মাসিক চাঁদার হার*সুদের হার*৭৮) / ১২০০ = সুদ

সুদ = (১০০০*১৩*৭৮) /১২০০ = ৮৪৫ টাকা সুদ।

৭৮ = ১২ মাসের যোগফল (১২+১১+১০+৯+৮+৭+৬+৫+৪+৩+২+১)

যদি বৎসরের জুলাই মাস হইতে চাঁদা প্রদান করিয়া অন্য কোন মাস হইতে চাঁদা প্রদান করা হয় তবে সেই মাস হইতে জুন মাস পর্যন্ত মাসসমূহের যোগফল দ্বারা গুন করিতে হইবে।

সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব করুন নিজেই।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “সাধারণ ভবিষ্য তহবিলের জমার সুদ নির্ণয়।

  • এটা তো সাধারণ হিসাব। কিন্তু যখন আমার অগ্রিমের কিস্তি কাটা হবে তখন সুদ নির্ণয়ের পদ্ধতিটা কি হবে?

  • একই নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *