সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

১৩ ডিজিট খাতের শ্রেণিবিন্যাসে কয়টি লেভেল আছে এবং সেগুলো যে জন্য ব্যবহৃত হয়।

সরকারি প্রতিষ্ঠানে ফাইলিং বা নথি শ্রেণীবন্ধ করণে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হয়। এ পদ্ধতিটি বিশেষ পদ্ধতি বা শ্রেণীতে বিভক্ত করে প্রস্তুত করা হয়েছে। নূতন শ্রেণিবিন্যাস সরকারের প্রতিটি লেনদেনের প্রতিটির জন্য ১৩ অংকের কোড ব্যবহার করা হয়। নিম্নে ১৩টি ডিজিট প্রদর্শিত হলাে:

  1. সাংবিধানিক কোড – লেভেল ১ = ১ ডিজিট = সাংবিধানিক/ বিধিগত কোড।
  2. প্রাতিষ্ঠানিক কোড – লেভেল-১ = ২ ডিজিট = মন্ত্রণালয়/ বিভাগ |
  3. লেভেল-২ = ডিজিট = অধিদপ্তর/ পরিদপ্তর অপারেশনাল ইউনিট।
  4. লেভেল-৩ = ৪ ডিজিট = অপারেশনাল ইউনিট/উন্নয়ন প্রকল্প। অর্থনৈতিক কোড –
  5. লেভেল-৪ = ২ ডিজিট = অর্থনৈতিক গ্রম্নপ
  6. লেভেল- = ২ ডিজিট = অর্থনৈতিক গ্রম্নপ এর বিস্তারিত বিবরণ।

১৩ ডিজিটের এই ঘরসমূহকে মােট ৪টি লেভেলে বিভক্ত করা হয়েছে। যথালেভেল-১ = সাংবিধানিক/বিধিগত কোড

  1. লেভেল-২ = মন্ত্রণালয় বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/ অপারেশনাল ইউনিট
  2. নভেল-৩ = অপারেশনাল ইউনিট/উন্নয়ন প্রকল্প।
  3. লেভেল-৪ = অর্থনৈতিক কোড।

উদাহরণ: ১৫.৫৩.০০০০.০১২.৩১.৫১৭.২১.১৪৫৪

সচিবালয় নির্দেশমালা, ২০১৪

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *