সরকারী যাবতীয় পরিশোধ নিশ্চিত করার নিমিত্ত হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং এর অধীনস্ত অফিস সমূহ (সিএএফও/ডিসিএ/ডিএএফও/ইউএও) সীমিত পরিসরে নিয়মিত খোলা রাখার নিমিত্ত নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়
হিসাব ভবন
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
www.cga.gov.bd
নং-০৭.০৩.০০০০.০০১.৩২.০৬.২০২০.৪৪৯৭; তারিখ: ২২-০৪.২০২১
অফিস আদেশ
বিষয়: অফিস খোলা রাখা প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগ স্মারক নং ০৪.০০.০০০০.৫১৪.৯৯.০০৮.১৮.১২৮; তারিখ: ২০/০৪/২০২১ খ্রি: এবং অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ স্মারক নং -০৭.০০.০০০০.০৮২.১৮.০০১.২১.১৫২ তারিখ: ২১/০৪/২০২০ খ্রি: এর প্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ের সরকারি উন্নয়ন / নিয়মিত কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে (বিভাগীয়/ জেলা/ উপজেলা) হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সীমিত পরিসরে খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা জারী করা হয়েছে।
এমতাবস্থায় পরবর্তী নির্দেশনা জারী না হওয়া পর্যন্ত সরকারী যাবতীয় পরিশোধ নিশ্চিত করার নিমিত্ত হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং এর অধীনস্ত অফিস সমূহ (সিএএফও/ডিসিএ/ডিএএফও/ইউএও) সীমিত পরিসরে নিয়মিত খোলা রাখার নিমিত্ত নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(এ.টি.এম. মাহফুজার রহমান)
উপহিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-২)
ফোন: ২২২২২০৫৪৯
অফিস খোলা রাখার নির্দেশনা: ডাউনলোড
- NON Govt. Teacher Pension Facilities 2025 । বেসরকারি শিক্ষক অবসরে এককালীন আর্থিক সুবিধাদির কি কি পাওয়া যায়?
- বেসরকারি শিক্ষক অবসর কল্যাণ ভাতার হিসাব ২০২৫ । বর্তমানে এবং ৫ ও ১০ বছর পরে কল্যাণ ও অবসর সুবিধা প্রাপ্তির তুলনামূলক বিবরণী
- সরকারি ড্রাইভার ওভার টাইম ২০২৫ । মাসিক ২৫০ ঘন্টা পর্যন্ত অধিকাল ভাতা প্রাপ্য হবেন?
- Govt. Driver Overtime 2025 । ড্রাইভারদের অধিকাল ভাতা হিসাব করার নিয়ম কি?
- উপদেষ্টার তালিকা ২০২৫ । ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব কে পেলেন?
সরকারি কর্মচারীদের মধ্যে যারা প্রশাসন শাখা বা হিসাব শাখায় কাজ করেন তারাই কেবল চাকরি সম্পর্কিত বিধি বিধানগুলো সম্পর্কে ভাল ধারণা রাখেন। অবশিষ্ট ৮০% কর্মকর্তা/ কর্মচারীই সরকারি চাকরির বিধানাবলী, বাংলাদেশ সার্ভিস রুলস, হালনাগাদ পেনশন রুলস, ভ্রমণ বিধি ও প্রাপ্যতা , উৎসব ভাতার প্রাপ্যতা, সরকারি কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা বা চিকিৎসা শেষে ব্যয় উত্তোলন, বিভিন্ন ভাতাদির প্রাপ্যতা, বিভিন্ন ধরনের অগ্রিম সুবিধা গ্রহণ, নিয়োগ ও বদলি নীতিমালা, বিভিন্ন ধরনের ছুটি কিভাবে নিতে হয়, বাসা বরাদ্দ বা বাড়ি ভাড়া প্রাপ্যতা, শিক্ষা সহায়ক ভাতা বা রেশন সুবিধা ইত্যাদি সর্ম্পকে ভাল ধারনা রাখেন না। এই ওয়েবসাইটটিতে উপরোক্ত বিষয়গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে। সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। সাধারণ কর্মচারী যাতে সহজেই ব্যাপার গুলো বুঝতে পারে এবং যদি কোন বিধি বুঝতে সমস্যা হয় তা নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি কোন বিধি বা নীতিমালা বুঝতে অসমর্থ হয় তবে আমাদের ফেসবুক পেইজ, গ্রুপ এবং ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
প্রতিটি পোস্টের রেফারন্স পোস্টের শেষে “ডাউনলোড” নামের যে লিংক দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। ডাউনলোড ফাইল Google Drive or Box.com এ স্টোর করা আছে। কারও যদি ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হয় তবে আপনি আপনার নিজের gmail Account এ Login করে নিন। লগইন করার পর ঠিকই ফাইলটি ডাউনলোড হবে। তবুও যদি আপনি রেফারেন্স ফাইল ডাউনলোডে সমস্যায় পড়ে তবে আপনি এডমিনকে alaminmia.tangail@gmail.com এ ফাইলের নাম দিয়ে নক করুন। এডমিন আপনার ইমেইলের উত্তর দিবে।
কিছু কর্মকর্তা/ কর্মচারীদের কাছে সরকারি চাকরির বিধি বিধানের কিছু বইও হয়তো সংগ্রহে আছে কিন্তু তা মূলত সংগ্রহেই মাত্র বের করে পড়ার সময় বা সুযোগ নেই। কারও সময় বা সুযোগ থাকলেও বের করে পড়া পর্যন্ত হয় না। আবার দেখা যায় যে, অসংখ্য বইয়ের মধ্যে একটি সামারি বই চাকরির বিধানাবলীই শুধুমাত্র সংগ্রহ রয়েছে। সরকারি চাকরি সংক্রান্ত অসংখ্যা বই রয়েছে যেগুলো আবার প্রতি বছরই আপডেট হয়ে থাকে আপনি যদি শুধুমাত্র এই ওয়েবসাইটের সাথে যুক্ত থাকেন তবে আপনি সকল আপডেট তথ্যই পেয়ে যাবেন। ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম মোঃ গোলাম মোস্তফা এর প্রশ্নের উত্তর পাইনি এ্যাডমিন স্যার।
অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন।