সরকারি কর্মচারীদের ০৩ বছর অন্তর অন্তর বদলির বিধান রয়েছে। এ দিক থেকে প্রত্যেক কর্মচারীর বদলি জণিত কারণে দপ্তর হতে অব্যাহতি নিতে হয়। এ ক্ষেত্রে কিভাবে একটি অব্যাহতি পত্র লিখতে হবে তার একটি নমুনা নিচে প্রদান করা হলো।
বরাবর
প্রধান প্রকৌশলী
বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা।
বিষয়ঃ বর্তমান কর্মস্থল হতে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন।
সূত্রঃ বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার ২৭/০৭/২০১৭ ইং তারিখের অফিস আদেশ নং-১৫.৫৩.০০০০.০১২.১৯.০০৩ (২য় খন্ড)-২০১৭-৩৩৬.
মহোদয়,
উপরোক্ত বিষয় ও সূত্র অনুযায়ী বিনীত নিবেদন এই যে, নিম্নস্বাক্ষরকারী আমাকে বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা থেকে বাংলাদেশ বেতার, কাহালু, বগুড়া কেন্দ্রে একই পদে বদলী/পদায়ন করা হয়েছে (কপি সংযুক্ত)। প্রেক্ষিতে বাংলাদেশ বেতার, বগুড়া কেন্দ্রে যোগদান করার লক্ষ্যে বর্তমান কর্মস্থল বাংলাদেশ বেতার, সাভার, ঢাকা থেকে অদ্য ০২-০৮-২০১৭ ইং তারিখ (অপরাহ্ন) অব্যাহতির জন্য আবেদন করছি।
বিধায় প্রার্থনা অদ্য ০২-০৮-২০১৭ইং তারিখ (অপরাহ্ন) অব্যাহতি প্রদানে মহোদয়ের একান্ত মর্জি হয়।
নিবেদক
আপনার অনুগত
তারিখঃ ০২-০৮-২০১৭ খ্রি:
মোঃ এনামুল ইসলাম
আঞ্চলিক প্রকৌশলী
বাংলাদেশ বেতার
সাভার, ঢাকা।
অব্যাহতি পাওয়ার জন্য আবেদনপত্রের PDF এবং Word Copy: ডাউনলোড