গত ১৬/০২/২০২০ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১২১.২৬.০০৯.১৫.৫৯ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক সার্বক্ষণিক গাড়ি প্রাধিকারপ্রাপ্ত সরকারের সিনিয়র সচিব/সচিব এবং সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাগণের জন্য সরকার কর্তৃ বরাদ্দকৃত গাড়ির বিপরীতে জ্বালানি তেল/ সিএনজি এর প্রাপ্যতা সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল/ অকটেন অথবা ৩৫৮ ঘনলিটার সিএনজি পুন: নির্ধারণ করা হয়েছে।
সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের জ্বালানি প্রাপ্যতা বৃদ্ধি/ পুন: নির্ধারণ সংক্রান্ত আদেশটি সংগ্রহ করুন: ডাউনলোড
পূর্বের আদেশ নিম্নরূপ:
সরকারি যানবাহনে জ্বালানী ব্যবহার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সারসংক্ষেপ:
- সিএনজি প্রাপ্যতা প্রতিমাসে ৩০০ ঘনমিটার
- সিএনজি চালিত যানে ৩০ লিটার অকটেন/পেট্রোল বরাদ্দ করা যাবে।
- জ্বালানি তেলের প্রাপ্যতা গাড়ি প্রতি ২০০ লিটার।
- দু’দিন ছুটি কারণে অফিসের ক্ষেত্রে জ্বালানি তেলের ব্যয় ১০% হ্রাস করতে হবে।
- এ সংক্রান্ত পূর্বের সকল আদেশ বাতিল করা হয়েছে।
- চেক ডিজঅনার মামলার নতুন নিয়ম ২০২৫ । ব্যাংক চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণ গুলো কি কি?
- সরকারি কর্মচারীদের ৬ দফা দাবী ২০২৫ । সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি কেন বৃদ্ধি করা জরুরি?
- সরকারি চাকরিতে পদোন্নতি বৈষম্য ২০২৫ । কর্মচারীদের পদোন্নতিতে খুবই সামান্য আর্থিক সুবিধা?
- সচিব পদে রদবদল ২০২৫ । সচিব কে, একজন সচিবের কাজ কি?
- Govt Transfer Transit Calculation bd 2025 । সরকারি কর্মচারী বদলিতে ট্রানজিট বা সময় পাওয়া যায় কত দিন?
সরকারি গাড়িতে জ্বালানি তেল/সিএনজি এর ব্যবহার নির্ধারণ করে দেওয়া হয়েছে সংক্রান্ত প্রজ্ঞাপন সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড