গত ১৬/০২/২০২০ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১২১.২৬.০০৯.১৫.৫৯ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক সার্বক্ষণিক গাড়ি প্রাধিকারপ্রাপ্ত সরকারের সিনিয়র সচিব/সচিব এবং সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাগণের জন্য সরকার কর্তৃ বরাদ্দকৃত গাড়ির বিপরীতে জ্বালানি তেল/ সিএনজি এর প্রাপ্যতা সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল/ অকটেন অথবা ৩৫৮ ঘনলিটার সিএনজি পুন: নির্ধারণ করা হয়েছে।
সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের জ্বালানি প্রাপ্যতা বৃদ্ধি/ পুন: নির্ধারণ সংক্রান্ত আদেশটি সংগ্রহ করুন: ডাউনলোড
পূর্বের আদেশ নিম্নরূপ:
সরকারি যানবাহনে জ্বালানী ব্যবহার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সারসংক্ষেপ:
- সিএনজি প্রাপ্যতা প্রতিমাসে ৩০০ ঘনমিটার
- সিএনজি চালিত যানে ৩০ লিটার অকটেন/পেট্রোল বরাদ্দ করা যাবে।
- জ্বালানি তেলের প্রাপ্যতা গাড়ি প্রতি ২০০ লিটার।
- দু’দিন ছুটি কারণে অফিসের ক্ষেত্রে জ্বালানি তেলের ব্যয় ১০% হ্রাস করতে হবে।
- এ সংক্রান্ত পূর্বের সকল আদেশ বাতিল করা হয়েছে।
- ঈদ মোবারক ২০২৫ । নবী কিভাবে ঈদের শুভেচ্ছা জানাতেন?
- মহামান্য ও মহোদয় এর ব্যবহার ২০২৫ । সচিব বা মহাপরিচালক-কে মাননীয় বলতে হবে?
- কর্মকর্তাদের “স্যার” সম্বোধন ২০২৫ । সরকারি বাবুদের ভাই বা আপা ডাকা যাবে কি?
- সরকারি সম্বোধন শব্দ ব্যবহার ২০২৫ । স্যার-ম্যাডাম নাকি জনাব ব্যবহার করবেন?
- সরকারি যোগদান পত্র লেখার নিয়ম ২০২৫ । যে কোন চাকরি হওয়ার পর যোগদানপত্র লিখতে হয়
সরকারি গাড়িতে জ্বালানি তেল/সিএনজি এর ব্যবহার নির্ধারণ করে দেওয়া হয়েছে সংক্রান্ত প্রজ্ঞাপন সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড