সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের জ্বালানি প্রাপ্যতা বৃদ্ধি।
গত ১৬/০২/২০২০ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১২১.২৬.০০৯.১৫.৫৯ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক সার্বক্ষণিক গাড়ি প্রাধিকারপ্রাপ্ত সরকারের সিনিয়র সচিব/সচিব এবং সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাগণের জন্য সরকার কর্তৃ বরাদ্দকৃত গাড়ির বিপরীতে জ্বালানি তেল/ সিএনজি এর প্রাপ্যতা সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল/ অকটেন অথবা ৩৫৮ ঘনলিটার সিএনজি পুন: নির্ধারণ করা হয়েছে।
সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের জ্বালানি প্রাপ্যতা বৃদ্ধি/ পুন: নির্ধারণ সংক্রান্ত আদেশটি সংগ্রহ করুন: ডাউনলোড
পূর্বের আদেশ নিম্নরূপ:
সরকারি যানবাহনে জ্বালানী ব্যবহার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সারসংক্ষেপ:
- সিএনজি প্রাপ্যতা প্রতিমাসে ৩০০ ঘনমিটার
- সিএনজি চালিত যানে ৩০ লিটার অকটেন/পেট্রোল বরাদ্দ করা যাবে।
- জ্বালানি তেলের প্রাপ্যতা গাড়ি প্রতি ২০০ লিটার।
- দু’দিন ছুটি কারণে অফিসের ক্ষেত্রে জ্বালানি তেলের ব্যয় ১০% হ্রাস করতে হবে।
- এ সংক্রান্ত পূর্বের সকল আদেশ বাতিল করা হয়েছে।
- প্রধান শিক্ষক ১০ম গ্রেড উন্নীতকরণ ২০২৫ । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ১০% কোটা সংরক্ষণ করতে হবে?
- সরকারি বেতন কাঠামো ২০২৫ । অষ্টম পে স্কেলের অসঙ্গতি, নতুন স্কেলে বৈষম্য নিরসনের প্রত্যাশা কি?
- বেতন বৈষম্যের বেড়াজাল ২০২৫ । ১০ বছরেও পে-স্কেল পায়নি ক্ষুদ্র কর্মচারীরা, দাবি ১:৪ অনুপাতের?
- জীবনযাত্রার ব্যয়ের নতুন চিত্র ২০২৫ । ৬ সদস্যের পরিবারের ন্যূনতম মাসিক খরচ প্রায় ৫৯,০০০ টাকা?
- পে-কমিশনের কাজে গতি ২০২৫। বৈষম্য দূর করে গ্রহণযোগ্য স্কেল প্রণয়নে সহায়তা জরুরি হয়ে পড়েছে?
সরকারি গাড়িতে জ্বালানি তেল/সিএনজি এর ব্যবহার নির্ধারণ করে দেওয়া হয়েছে সংক্রান্ত প্রজ্ঞাপন সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড