কোন সরকারী কর্মচারী ফৌজদারি অপরাধে মামলায় নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত গ্রেফতার নয়।
সারসংক্ষেপ:
- তাঁর দায়িত্বে পালনের সহিত সম্পর্কিত কোন ফৌজদারি মামলার অভিযোগ থাকলেও।
- অন্য কোন আইনি কার্যধারায় বিচারাধীন থাকলেও।
- অন্য বিভাগীয় মামলা চলমান থাকবে।
- বিচারকারী আদালত যদি জানতে পারে আসামী সরকারি কর্মচারী তাহলে অনতিবিলম্বে নিয়োগকারী কর্তৃপক্ষকে অবগত করতে হবে।
- সরকারি কর্মচারী যদি এক বৎসরের অধিক সময়ের জন্য কারাদন্ডে দন্ডিত হয় তবে উক্ত রায় প্রদানের তারিখ হতে তাৎক্ষনিকভাবে বরখাস্ত হইবেন।
- Govt. Tiffin and Updown Allowance 2025 । সরকারি মাসিক টিফিন ভাতা ও যাতায়াত ভাতা ?
- অর্জিত ছুটি ভোগের নিয়ম ২০২৫ । গড় বেতনে অর্জিত ছুটি ব্যক্তিগত বা পারিবারিক কারণে সর্বোচ্চ ০৪ মাস নেয়া যাবে
- চিকিৎসালয় ছুটির বিধি বিধান ২০২৫ । প্রতি ৩ বৎসর সময়কালের জন্য ৩ মাসের অধিক হবে না
- Govt. Earn Leave Accumulated by Duty 2025 । যে সকল ছুটিতে থাকাকালীন ছুটি অর্জিত হইবে না
- সরকারি চাকরি নিয়ে ৬টি গুরুত্বপূর্ণ বিধি ২০২৫ । যোগদানকাল কি ৩০ দিন পর্যন্ত বৃদ্ধি করা যাবে?
বিস্তারিত জানতে সরকারি চাকুরি আইন, ২০১৮ গেজেট দেখুন: ডাউনলোড