সরকারি চাকুরিতে যাদের চাকুরীর বয়স একই পদে ১০ বছর পূর্তি হয়েছে তারা স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড পাবেন। সেক্ষেত্রে ডিপিসি বা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অফিস আদেশ জারির জন্য আবেদন করতে হবে।
সারসংক্ষেপ:
- পূর্বে সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পেলে এটি প্রাপ্য হবেন না।
- একই পদে চাকুরীর বয়স ১০ বছর পূর্তি হতে হবে।
- সয়ংক্রিয় মানেই সয়ংক্রিয় ভাবে লেগে যাবে না, আবেদন করে আদেশ করাতে হবে।
১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে ডিপিসি বা নিয়োগকারী কর্তৃপক্ষের অফিস আদেশ লাগবে স্পষ্টীকরণটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
আরও দেখুন:
- উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্তির আদেশ।
- উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বেতন কমে যেভাবে।
- ১০/১৬ বৎসর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়ন স্থগিত, অদ্যবধি বলবৎ।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে ডিপিসি বা নিয়োগকারী কর্তৃপক্ষের অফিস আদেশ লাগবে।
- উচ্চতর গ্রেড স্পষ্টিকরণ পে স্কেল ২০১৫
- চাকরি ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড (৪র্থ গ্রেড) মঞ্জুরের বিষয়ে মতামত।
- ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণ।
- প্রশাসনিক কর্মকর্তা পদটি এখন দশম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে।
- কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ প্রদান করা হয়েছে (ছকসহ)
- উন্নীত স্কেলে টাইমস্কেল গণনা করে মূল বেতন নির্ধারণ হবে।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্যতার সম্মতিপত্র।
- উন্নীত স্কেলে সমমানের ধাপ না থাকলে নিম্ন ধাপে বেতন নির্ধারণ।
- যে আদেশ বলে উচ্চতর গ্রেড নেয়া যেতে পারে।
- উচ্চতর গ্রেড পেয়ে জুনিয়র সিনিয়র এর থেকে বেশি বেতন পাচ্ছে।
- কর্মচারী উচ্চতর স্কেল পেয়ে ৯ম গ্রেডে বেতন পেলেও যাতায়াত ও টিফিন ভাতা পাবেন।
- বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরী এখনও হচ্ছে।
- কৃষি ডিপ্লোমাধারী উপ সহকারী কৃষি কর্মকর্তা এখন ১০তম গ্রেডে উন্নীত।
- বকেয়া টাইম স্কেল এখনও মঞ্জুর করা হচ্ছে।
- গাড়ি চালকগণ এখনও উচ্চতর গ্রেড পাচ্ছেন।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর হচ্ছে।
জনাব,
আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চাকুরি করি। আমি নিয়মিত আপনার ওয়েবসাইট ব্রাউজ করি এবং আপনার সাইটটি আমার অনেক ভালো লাগে। আমি আপনার সাইট থেকে অনেক প্রয়োজনীয় তথ্য পেয়ে যাই। এতে আমার অনেক উপকার হয়। আমি একটি বিষয়ে আপনাকে অনুরোধ করছি তাহলো, বেসরকারি কলেজের শিক্ষকদের টাইমস্কেল প্রদান সংক্রান্ত নীতিমালা প্রয়োজন। আপনার নিকট যদি এ সংক্রান্ত কোন নীতিমালা থেকে থাকে তাহলে অনুগ্রহপূর্বক জানাবেন। আরো একটি বিষয়, পত্রিকায় প্রকাশ হয়েছে যে, পূর্বের ন্যায় 3টি টাইমস্কেল পাওয়া বিষয়ে রায় হয়েছে। রায়ে নাকি বলা হয়েছে 3মাসের মধ্যে কার্যকর করতে হবে। এ বিষয়ে আপনি কোন কিছু জানেন কিনা?
ধন্যবাদান্তে,
মো: আব্দুল মান্নান
রায়ে ২০০৯ সালের পে স্কেলে প্রাপ্যদের টাইম স্কেল কার্যকরের জন্য বলা হয়েছে। এটি মূলত বকেয়া টাইম স্কেল।
আমি স্বাস্থ্য বিভাগে ১১তম গ্রেডে কর্মরত । আমার নিয়োগকারী কর্তৃপক্ষ ডিজি । বর্তমানে আমার দশ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর করার ক্ষমতা কি সিভিল সার্জন অফিসের আছে? পরবতীর্তে কোন সমস্যা হবে কি?ধন্যবাদ
শুধুমাত্র নিয়োগ কারী কর্তৃপক্ষ উচ্চতর গ্রেড মঞ্জুর করতে পারবেন।
দ্বিতীয় উচ্চতর গ্রেড প্রাপ্তির সময় যদি কোন গুরুদন্ড থাকে সে ক্ষেত্রে উচ্চতর গ্রেড প্রাপ্তির সময়সীমা বা কিভাবে পেতে পারি।
দ্বিতীয় উচ্চতর গ্রেড প্রাপ্তির সময় যদি কোন গুরুদন্ড থাকে সে ক্ষেত্রে উচ্চতর গ্রেড প্রাপ্তির সময়সীমা বা কিভাবে পেতে পারি। দয়া করে একটু বলবেন কি?
উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে দন্ড প্রাপ্তির সাথে কোন সম্পর্ক নেই তবে গুরুদন্ড কি ধরনের দন্ড সেটিই বিষয়। যদি আপনি পদোবনমন বা নিম্নপদে আসীন অথবা পদোন্নতি বা ইনক্রিমেন্ট স্থাগিত থাকে এবং তা কত বছরের জন্য স্থগিত সেই একটি বিষয় হয়ে দাড়াবে।
গুরুদন্ডটি কি?