বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে নিয়োগকারী আদেশ!

সরকারি চাকুরিতে যাদের চাকুরীর বয়স একই পদে ১০ বছর পূর্তি হয়েছে তারা স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড পাবেন। সেক্ষেত্রে ডিপিসি বা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অফিস আদেশ জারির জন্য আবেদন করতে হবে।

সারসংক্ষেপ:

  • পূর্বে সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পেলে এটি প্রাপ্য হবেন না।
  • একই পদে চাকুরীর বয়স ১০ বছর পূর্তি হতে হবে।
  • সয়ংক্রিয় মানেই সয়ংক্রিয় ভাবে লেগে যাবে না, আবেদন করে আদেশ করাতে হবে।

১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে ডিপিসি বা নিয়োগকারী কর্তৃপক্ষের অফিস আদেশ লাগবে স্পষ্টীকরণটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

আরও দেখুন:

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

15 thoughts on “১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে নিয়োগকারী আদেশ!

  • জনাব,
    আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চাকুরি করি। আমি নিয়মিত আপনার ওয়েবসাইট ব্রাউজ করি এবং আপনার সাইটটি আমার অনেক ভালো লাগে। আমি আপনার সাইট থেকে অনেক প্রয়োজনীয় তথ্য পেয়ে যাই। এতে আমার অনেক উপকার হয়। আমি একটি বিষয়ে আপনাকে অনুরোধ করছি তাহলো, বেসরকারি কলেজের শিক্ষকদের টাইমস্কেল প্রদান সংক্রান্ত নীতিমালা প্রয়োজন। আপনার নিকট যদি এ সংক্রান্ত কোন নীতিমালা থেকে থাকে তাহলে অনুগ্রহপূর্বক জানাবেন। আরো একটি বিষয়, পত্রিকায় প্রকাশ হয়েছে যে, পূর্বের ন্যায় 3টি টাইমস্কেল পাওয়া বিষয়ে রায় হয়েছে। রায়ে নাকি বলা হয়েছে 3মাসের মধ্যে কার্যকর করতে হবে। এ বিষয়ে আপনি কোন কিছু জানেন কিনা?

    ধন্যবাদান্তে,
    মো: আব্দুল মান্নান

  • রায়ে ২০০৯ সালের পে স্কেলে প্রাপ্যদের টাইম স্কেল কার্যকরের জন্য বলা হয়েছে। এটি মূলত বকেয়া টাইম স্কেল।

  • আমি স্বাস্থ্য বিভাগে ১১তম গ্রেডে কর্মরত । আমার নিয়োগকারী কর্তৃপক্ষ ডিজি । বর্তমানে আমার দশ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর করার ক্ষমতা কি সিভিল সার্জন অফিসের আছে? পরবতীর্তে কোন সমস্যা হবে কি?ধন্যবাদ

  • শুধুমাত্র নিয়োগ কারী কর্তৃপক্ষ উচ্চতর গ্রেড মঞ্জুর করতে পারবেন।

  • দ্বিতীয় উচ্চতর গ্রেড প্রাপ্তির সময় যদি কোন গুরুদন্ড থাকে সে ক্ষেত্রে উচ্চতর গ্রেড প্রাপ্তির সময়সীমা বা কিভাবে পেতে পারি।

  • দ্বিতীয় উচ্চতর গ্রেড প্রাপ্তির সময় যদি কোন গুরুদন্ড থাকে সে ক্ষেত্রে উচ্চতর গ্রেড প্রাপ্তির সময়সীমা বা কিভাবে পেতে পারি। দয়া করে একটু বলবেন কি?

  • উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে দন্ড প্রাপ্তির সাথে কোন সম্পর্ক নেই তবে গুরুদন্ড কি ধরনের দন্ড সেটিই বিষয়। যদি আপনি পদোবনমন বা নিম্নপদে আসীন অথবা পদোন্নতি বা ইনক্রিমেন্ট স্থাগিত থাকে এবং তা কত বছরের জন্য স্থগিত সেই একটি বিষয় হয়ে দাড়াবে।

  • গুরুদন্ডটি কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *