সরকারি কর্মচারীদেরকে সরকারি পাসপোর্ট করতে নিয়োগ কারী কর্তৃপক্ষ কর্তৃক NOC জারি করে নিতে হয়। এক্ষেত্রে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন ব্যয়ে পাসপোর্ট দেয়া হয়।
এ পাসপোর্টের আরও একটি সুবিধা হচ্ছে এটি ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে না। ভিসা প্রাপ্তির পূর্বে জিও জারি করতে হয়। বহিঃ বাংলাদেশ ছুটির আদেশ জারি হওয়ার পর ভিসার জন্য আবেদন করতে হয়।
প্রথমত, এনওসি পূরণে মন্ত্রণালয়/ বিভাগ/ কার্যালয়ের নাম দিতে হয়। ওয়েব সাইটের তথ্য প্রদান করতে হয় অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের ওয়েব সাইটের এড্রেস।
দ্বিতীয়ত, কর্মরত কর্মস্থলের স্মারক নম্বর এবং ইস্যু নম্বর প্রদানের মাধ্যমে ইস্যু করে নিতে হয়।
তৃতীয়ত, কর্মচারীর নাম, কার্যালয়, দাপ্তরিক পরিচিতি নম্বর, পদবী উল্লেখ করতে হয়।
চতুর্থত, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, অবসরগ্রহণের তারিখ, আবেদনকারীর পরিবাবর্গের তথ্য সরবরাহ করতে হয়।
পঞ্চমত, নাম, পদবী, টেলিফোন নম্বর ইত্যাদি সহ এনওসি প্রদানকারী কর্মকর্তার তথ্য ও স্বাক্ষর দিতে হয়।
উপরোক্ত তথ্য সহ কর্মরত দপ্তরের মাধ্যমে অগ্রায়নপত্র প্রদানের মাধ্যমে পাসপোর্ট অফিসের ঠিকানা প্রদান করত: আবেদন করতে হয়।
পাসপোর্ট করার এনওসি ফরম: Word ফাইল
পাসপোর্ট করার এনওসি ফরম: PDF ফাইল
পাসপোর্ট করার এনওসি ফরম: JPG ফাইল
আপনাদের ওয়ার্ড ফাইল ডাউনলোড হয় না । লিংক দিলেন কিন্তু ডাউনলোড ফাইল দিলেন না কেন বুঝতে পারছিনা ।
পিসি থেকে চেষ্টা করুন। লিংক ঠিক আছে।
পিসি থেকে দেয়ার পরও ওয়ার্ড ফাইল ডাউনলোড হয় না।
email address দেন আমি সেন্ড করে দিচ্ছি।
Plz Send the NOC doc file.
Cannot Download from website.
যুক্ত করা হয়েছে।
আপনাদের ওয়ার্ড ফাইল ডাউনলোড হয় না ।
Now Checked, Link is ok. Pls try from pc
সরকারী চাকুরি ছেড়ে দিলে এনওসি’র মাধ্যমে করা সবুজ পাসপোর্ট অফিসে স্যারেন্ডার করতে হয় কী??
না। এখন ব্যক্তিগত পাসপোর্ট দেয়া হয়। আপনি সার্ভিস টাইটেল আবেদন করে পরিবর্তন করতে পারবেন।
আমি একজন এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
আমার পাসপোর্ট করার ক্ষেত্রে কি এনওসি করতে হবে??
অবশ্যই।
diomunshiganj@gmail.com এই ইমেইলে এনওসি ওয়ার্ড ফাইল পাঠানোর অনুরোধ করছি।