পুলিশী কাজে হস্তক্ষেপে ২ বছর পর্যন্ত কারাদন্ড।
সরকারি গোপন আইন, ১৯২৩ অনুসারে সরকারি কর্মচারী কর্তৃক প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ করা আইনত দন্ডনীয় অপরাধ।
সারসংক্ষেপ:
- নিষিদ্ধ এলাকা প্রহরারত, অবলোকনরত বা তদ্রুপ কাজে নিয়োজিত কোন পুলিশ অফিসার বা সেনাবাহিনীর সদস্যদের কাজে বাঁধা প্রদান, জ্ঞাতসারে ভুল পথে চালিত করা বা অন্য কোন উপায়ে তাঁহার কাজে হস্তক্ষেপ করা যাইবে না।
- এই ধারার বিধান লঙ্ঘন করিলে লঙ্ঘন করিলে দুই বৎসর পর্যন্ত কারাদন্ডে বা জরিমানা দন্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবে।
প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ। ধারা-৭
(১) নিষিদ্ধ এলাকা প্রহরারত, অবলোকনরত বা তদ্রুপ কাজে নিয়োজিত কোন পুলিশ অফিসার বা সেনাবাহিনীর সদস্যদের কাজে বাঁধা প্রদান, জ্ঞাতসারে ভুল পথে চালিত করা বা অন্য কোন উপায়ে তাঁহার কাজে হস্তক্ষেপ করা যাইবে না।
(১) এই ধারার বিধান লঙ্ঘন করিলে লঙ্ঘন করিলে দুই বৎসর পর্যন্ত কারাদন্ডে বা জরিমানা দন্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবে।
- সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ২০২৫ । গত ২৪ ঘন্টায় সরকারি চাকরি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত কি?
- আয়কর-ভ্যাট কর্তনের হার ২০২৫ । ২০২৫-২৬ অর্থবছরের সঠিক কর ও ভ্যাট কর্তনের তালিকা সংগ্রহ করুন
- সরকারি প্রশিক্ষণ ভাতা প্রজ্ঞাপন ২০২৫ । প্রশিক্ষক সম্মানী, প্রশিক্ষণ ভাতা এবং অন্যান্য ব্যয় কি প্রশিক্ষণ কোড হতেই যাবে?
- এমপিও শিক্ষকদের ভাতাদি পুন: নির্ধারণ ২০২৫ । মাসিক বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হচ্ছে?
- ট্রেনিং টিএ/ডিএ ২০২৫ । প্রশিক্ষণ ভাতা প্রাপ্তির পর কি দৈনিক ভাতা পাওয়া যাবে?
চাকুরির বিধানাবলীর প্রহরারত পুলিশ বা সেনাবাহিরীর সদস্যদের কাজে হস্তক্ষেপ সংক্রান্ত অনুচ্ছেদটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড