সরকারি গোপন আইন, ১৯২৩ অনুসারে সরকারি কর্মচারী কর্তৃক প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ করা আইনত দন্ডনীয় অপরাধ।
সারসংক্ষেপ:
- নিষিদ্ধ এলাকা প্রহরারত, অবলোকনরত বা তদ্রুপ কাজে নিয়োজিত কোন পুলিশ অফিসার বা সেনাবাহিনীর সদস্যদের কাজে বাঁধা প্রদান, জ্ঞাতসারে ভুল পথে চালিত করা বা অন্য কোন উপায়ে তাঁহার কাজে হস্তক্ষেপ করা যাইবে না।
- এই ধারার বিধান লঙ্ঘন করিলে লঙ্ঘন করিলে দুই বৎসর পর্যন্ত কারাদন্ডে বা জরিমানা দন্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবে।
প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ। ধারা-৭
(১) নিষিদ্ধ এলাকা প্রহরারত, অবলোকনরত বা তদ্রুপ কাজে নিয়োজিত কোন পুলিশ অফিসার বা সেনাবাহিনীর সদস্যদের কাজে বাঁধা প্রদান, জ্ঞাতসারে ভুল পথে চালিত করা বা অন্য কোন উপায়ে তাঁহার কাজে হস্তক্ষেপ করা যাইবে না।
(১) এই ধারার বিধান লঙ্ঘন করিলে লঙ্ঘন করিলে দুই বৎসর পর্যন্ত কারাদন্ডে বা জরিমানা দন্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবে।
- সরকারি অফিসে এসি ব্যবহার নির্দেশিকা ২০২৫ । বিদ্যুৎ সাশ্রয়ে কত তাপমাত্রা নিচে এসি চালানো যাবে না?
- আনসার রেশন সুবিধা ২০২৫ । বাহিনীর সদস্য দৈনিক রেশন ভাতা ১২০ টাকা পায়?
- আনসার সদস্যদের বেতন-ভাতা ২০২৫ । ১০ হাজার টাকা করে দুটি উৎসব ভাতা পায়?
- আনসার বেতন ২০২৫ । একজন ব্যাটালিয়ন আনসার এর মাসিক মূল বেতন ১৭ গ্রেডে ৯০০০ টাকা?
- TA DA Bill Submission Time Table 2025 । ভ্রমণ শেষে ভ্রমণ ভাতার বিল কত দিনের মধ্যে দাখিল করতে হয়?
চাকুরির বিধানাবলীর প্রহরারত পুলিশ বা সেনাবাহিরীর সদস্যদের কাজে হস্তক্ষেপ সংক্রান্ত অনুচ্ছেদটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড