পুলিশী কাজে হস্তক্ষেপে ২ বছর পর্যন্ত কারাদন্ড।
সরকারি গোপন আইন, ১৯২৩ অনুসারে সরকারি কর্মচারী কর্তৃক প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ করা আইনত দন্ডনীয় অপরাধ।
সারসংক্ষেপ:
- নিষিদ্ধ এলাকা প্রহরারত, অবলোকনরত বা তদ্রুপ কাজে নিয়োজিত কোন পুলিশ অফিসার বা সেনাবাহিনীর সদস্যদের কাজে বাঁধা প্রদান, জ্ঞাতসারে ভুল পথে চালিত করা বা অন্য কোন উপায়ে তাঁহার কাজে হস্তক্ষেপ করা যাইবে না।
- এই ধারার বিধান লঙ্ঘন করিলে লঙ্ঘন করিলে দুই বৎসর পর্যন্ত কারাদন্ডে বা জরিমানা দন্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবে।
প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ। ধারা-৭
(১) নিষিদ্ধ এলাকা প্রহরারত, অবলোকনরত বা তদ্রুপ কাজে নিয়োজিত কোন পুলিশ অফিসার বা সেনাবাহিনীর সদস্যদের কাজে বাঁধা প্রদান, জ্ঞাতসারে ভুল পথে চালিত করা বা অন্য কোন উপায়ে তাঁহার কাজে হস্তক্ষেপ করা যাইবে না।
(১) এই ধারার বিধান লঙ্ঘন করিলে লঙ্ঘন করিলে দুই বৎসর পর্যন্ত কারাদন্ডে বা জরিমানা দন্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবে।
- সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ২০২৫ । গত ২৪ ঘন্টায় সরকারি চাকরি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত কি?
- সরকারি ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রাপ্তির বিধান ২০২৫ । পদোন্নতির সময় পার হলেও কি পূর্বের তারিখে পদোন্নতি পাওয়া যায়?
- পশ্চিমবঙ্গ ভারতে শিক্ষকদের বেতন ভাতাদি ২০২৫ । কলকাতায় একজন সরকারি প্রাইমারী শিক্ষক কত টাকা বেতন পান?
- এককালীন পেনশন প্রাপ্যতা ২০২৫ । মৃত কর্মচারীর পরিবারের যে যে সদস্য আনুতোষিক প্রাপ্য হয়
- Family Pension Applicable 2025 । পরিবারের সদস্য আনুতোষিক ও মাসিক পেনশন কখন পায়?
চাকুরির বিধানাবলীর প্রহরারত পুলিশ বা সেনাবাহিরীর সদস্যদের কাজে হস্তক্ষেপ সংক্রান্ত অনুচ্ছেদটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড