পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ২০২২ । মুখ্য সচিব কি?

সরকারের সচিব বা হলেন সরকারের কোন নির্বাহী শাখার একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা– প্রধানমন্ত্রীর সচিবদের মধ্যে প্রধান সচিবই মুখ্য সচিব -প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ২০২২

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব – প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন।

সচিবের ভেদাভেদ- প্রত্যেকের ভূমিকা ও দায়িত্বাবলী আলাদা এবং এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Allocation of Business Rule দ্বারা নির্ধারিত। যেমন- পূর্ণ মন্ত্রীগণ ক্যাবিনেট মিটিং এ অংশগ্রহণ করতে পারেন। উপমন্ত্রী বা প্রতিমন্ত্রীগণ পারেন না। তবে যদি কোন মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী দায়িত্বে না থাকেন তবে প্রতি বা উপমন্ত্রী ক্যাবিনেট সভায় অংশগ্রহণ করতে পারেন। একই ভাবে সচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব ও কর্তব্য আলাদা। কিছু বিষয়ের সিদ্ধান্ত অতিরিক্ত সচিব প্রদান করতে পারেন। কিছু সিদ্ধান্তের জন্য সচিবের মতামত দরকার হয়। কোন কাজটি কে করতে পারবেন সেটাও Allocation of Business দ্বারা নির্ধারিত।

প্রধানমন্ত্রীর কার্যালয় (বাংলাদেশ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী তথা সরকার প্রধান অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়। ১৯৯০ থেকে দেশের রাজধানী ঢাকা শহরের তেজগাঁওস্থ পুরোনো জাতীয় সংসদ ভবনটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সাধারণত এখানে প্রতিদিন সরকারি কার্যাবলী সম্পাদন করেন এবং এখানেই মন্ত্রীপরিষদের সভা অনুষ্ঠিত হয়। তবে বাংলাদেশ সচিবালয়েও প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর রয়েছে যেখানে তিনি মাঝে মাঝে গমন করেন, সরকারি কার্যাদি সম্পাদন করেন এবং মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও কর্মকর্তাদের তালিকা ২০২২

কোন কোন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন? মূখ্য সচিব হিসেবে যে সকল দপ্তরের সচিবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ দপ্তর বা কার্যালয় হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, লাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষ, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো স্পেশাল সিকিউরিটি ফোর্স, উপআঞ্চলিক সহযোগিতা সেল (এসআরসিসি), বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (পিইপিজেড), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ২০২২ ।  মুখ্য সচিব কি?

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রজ্ঞাপন ২০২২ PDF Download

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাজ কি? এ দপ্তর সারা দেশের কল্যাণে অন্যান্য দপ্তর বা কার্যালয় নিয়ন্ত্রণ করে থাকে

  1. মাননীয় প্রধানমন্ত্রীকে তার দায়িত্ব পালনে সাচিবিক সহায়তা প্রদান করে থাকে।
  2. প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে সহায়তা প্রদান করে থাকে।
  3. জাতীয় সংসদ বিষয়ক দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীকে সহায়তা প্রদান করে থাকে।
  4. রাজনীতি সংশ্লিষ্ট বিষয়াদি।
  5. প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি।
  6. জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা।
  7. সকল গোয়েন্দা সংস্থার সমন্বয়।
  8. এনজিও।
  9. বিনিয়োগ বোর্ড সংশ্লিষ্ট কার্যাদি।
  10. বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ।
  11. অধীনস্থ দপ্তরসমূহের প্রশাসনিক ও আর্থিক সংশ্লিষ্ট কার্যক্রম।
  12. বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা।
  13. প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন বিভিন্ন তহবিল পরিচালনা।
  14. প্রধানমন্ত্রীর বাণী ও বক্তৃতা।
  15. বৈদেশিক সরকার প্রধান, প্রতিনিধির প্রটোকল।
  16. রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ব্যবস্থাপনা।
  17. প্রধানমন্ত্রীর দেশের অভ্যন্তরীণ ভ্রমণ বিষয়াদি।
  18. আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে সন্ধি/চুক্তি সম্পাদন বিষয়াদি।
  19. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সম্পর্কযুক্ত আইন বিষয়াদি।
  20. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সম্পর্কযুক্ত জিজ্ঞাসা ও পরিসংখ্যান সংক্রান্ত।
  21. কোর্ট ফিস বহির্ভূত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য নির্ধারিত ফিস সংক্রান্ত।
  22. সময় সময়ে নির্ধারিত যে কোন অর্পিত দায়িত্ব।

প্রধানমন্ত্রীর ঠিকানা কি?

বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন বা গণভবন-এটি মিরপুরসড়কের পশ্চিম পাশে ও লেকসড়কের ক্রসিং-এ অবস্থিত এবং জাতীয় সংসদ ভবন থেকে পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত। এই অঞ্চলটি ঢাকার সবচেয়ে নিরাপত্তাবেষ্টিত এলাকা। গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদের দূরত্ব সামান্য। মাননীয় প্রধানমন্ত্রী দৈনন্দিন অফিফিসাল কাজ কর্ম তাঁর নিজ কার্যালয়ে সেরে থাকেন।  যোগাযোগ বা পত্র লিখনের ঠিকানা – প্রধানমন্ত্রীর কার্যালয় , পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা ১২১৫, বাংলাদেশ

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *