১৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রি: তারিখে প্রজ্ঞাপন মোতাবেক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (কর্মচারী) চাকরি প্রবিধানমালা ২০২২গেজেট আকারে প্রকাশ করা হয়। আমাদের জানা যে, প্রবিধান স্বশাসিত প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়। এসব প্রতিষ্ঠান পিওর সরকারি প্রতিষ্ঠান নয় এবং এগুলো পেনশনের আওতায় থাকে না। যদি সরকারি বিধি মোতাবেক পেনশনের আওতায় আসার নীতিমালা অনুসরণ করে এসব প্রতিষ্ঠান পেনশন ব্যবস্থা চালু করতে পারে।
চুক্তি বা খন্ডকালীন চাকরিজীবীদের জন্য প্রযোজ্য কিনা
সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ হইতে প্রেষণে বদলি, চুক্তি বা খন্ডকালীন ভিত্তিতে নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে, এই প্রবিধানমালার কোনো কিছু প্রযোজ্য বলিয়া তাহাদের চাকরির শর্তে ষ্পষ্ট ভাবে উল্লিখিত না থাকিলে এই প্রবিধান প্রযোজ্য হইবে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিয়োগ পদ্ধতি ও কর্তৃপক্ষ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৯ অনুচ্ছেদের দফা (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে সংরক্ষণ সংক্রান্ত নির্দেশাবলী সাপেক্ষে, যদি থাকে, কোনো পদে নিম্নবর্ণিত পদ্ধতিতে নিয়োগ প্রদান করিতে হইবে।
ক) সরাসরি নিয়োগের মাধ্যমে খ) পদোন্নতির মাধ্যমে গ) প্রেষণের বদলির মাধ্যমে।
নিয়োগকারী কর্তৃপক্স উপ-প্রবিধান (১) এর অধীন নিয়োগের লক্ষ্যে এক বা একাধিক বাছাই কমিটি গঠন করিতে পারিবে এবং এইরূপ গঠিত বাছাই কমিটির সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তিকে কোনো পদে নিয়োগ করা যাইবে না।
যোগদানের সময় বা যোগদান কাল
অন্য চাকরিস্থলে বদলির ক্ষেত্রে কোনো নূতন পদে যোগদানের জন্য কোনো কর্মচারীকে নিম্নরূপ সময় প্রদান করা হইবে, যথা
ক) প্রস্তুতির জন্য ৬(ছয়) দিন।
খ) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পন্থায় ভ্রমণে প্রকৃতপক্ষে অতিবাহিত সময়।
বেতন ও ভাতাদি এবং বিভিন্ন প্রকার ছুটি
সরকার বিভিন্ন সময় যেইরূপ নির্ধারিত করিবে কর্মচারীর বেতন ও ভাতা সেইরূপ হইবে। ১৮ রকমের ছুটিও তাদের জন্য প্রযোজ্য হইবে। ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা, সম্মানী, নগদ অর্থ পুরস্কার, দায়িত্ব ভাতা, বোনাস সবই প্রযোজ্য থাকবে।
আনুতোষিক বা এককালীন অর্থ গ্রহণ সংক্রান্ত
কোনো কর্মচারীকে তাহার চাকরির প্রত্যেক পূর্ণ বৎসর বা উহার অংশ বাবদ ১২০ (একশত বিশ) কার্যদিবসের উর্দ্বে কোনো সময়ে জন্য ২ মাসের মূল বেতন সমপরিমাণ হারে আনুতোষিক প্রদান করা হইবে। সর্বশেষ গৃহীত বেতন অনুতোষিক গণনার মূল ভিত্তি হইবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকারি বিধান অনুসরণ করা হইবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (কর্মচারী) চাকরি প্রবিধানমালা ২০২২: ডাউনলোড